বাস্তবতার সাথে সম্পর্কহীনরা যতই নিজেদেরকে বুদ্ধিমান ভাবুক আসলে এরা গন্ডমুর্খ , দুনিয়াতেই তাদেরকে খেসারত দিতে হয়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৯:১৭ রাত

কমুউনিষ্টদের একটা স্বরনীয় বানী হলো নগদে যাহা পাবে হিসাব শুধু সেটার হবে, বাকী বলতে সব ফাকি।

এই শব্দটা ধর্মপরায়নদের ব্যাপারে কটাক্ষ্য করে কমিউনিস্টরা বলেছিল ।

ধর্মপরায়নরা যতই পরকাল আর পুর্নজীবনের কিচ্ছা সুনাক সেটা মিথ্যা। নাউযুবিল্লাহ

এমন হাজার হাজার কথা আছে যাহা সাধারনত কোন ঈমানদার শুনলেও ধিক্কার আসবে পক্ত ঈমানদারদের কথা বাদই দিলাম। যদিও সেই দিকে আমার গন্তব্য না।

এই সকল হাবিজাবি যুক্তিতেও যখন কাজ হচ্ছিল না তখন জোর করে বুদ্ধিমান জ্ঞানীগুনি লোকদেরকে হত্যা জেলজুলুম দেশান্তর ইত্যাদি করেছিল কারন তারা ভাল করে জানতো দুনিয়া সৃষ্টির আদিকাল থেকেই মানুষ কোন না কোন শ্রষ্টার উপাস্যনা করেছে হয়তো সেটার ভিন্নতা ছিল তারপরেও মানুষের মনে ভিতর ধর্মের প্রতি একটা আসক্ত ছিল ।

উনিশ শতকের প্রায় অধিকাংশটাই কমিউনিষ্টদের দৌরাত্ত ছিল।

বিংশ শতাব্দিতে চিন এবং কয়েকটা দেশ ছাড়া আর কোথায় ওদের শাষন চালুনাই।

সেই সকল সৈরশাষকদের এমন করুন পরিনতি হয়েছে সেখানে তাদের ইতিহাস ঘৃনাভরে সবসময় স্মরন করবে দুনিয়াব্যাপি ।

জাতীর ক্রান্তিকালে কোন কান্ডারির দেখা মিলছে না আমাদের সামনে। পুরা জাতী আজ অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে যদি অন্ধকার কেটে আলোর দিশা পায় !

সন্তান হারা মায়ের আর্তচিতকার শুধু বাতাসে ভাসছে দেশের প্রচলিত আইন ব্যাবস্থার কাছে বিচারের মুখে কুলুপ আটা।

বিধবা মহিলার আহাজারী , সম্ভ্রম হারা নারীর রোনাজারী আজ বাংলার জমিনে শোনার কোন পালহোয়ান নাই মনে হচ্ছে সবাই অসহায় !

কেন এত অসহায় আমরা !!

আমাদের সামনে অতিত ইতিহাস জাজ্যল্লমান আছে না !!

আমরা কেন এত অসহায়ত্ববোধ করবো ,

আমরা বাস্তবতায় বিশ্বাসী লোক না ? আমাদের ভিতর ঈমানের শক্তি আছে না , আমরা কেন নৈরাশ হব !

ইনশাআল্লাহ সুবহে সাদেক হয়েছে ভাই বোনরা আপনার জেগে উঠুন ক্ষনিককাল পরেই সুর্যদ্বয় হলেই সৈরশাষকরা পালানোর পথ খুজবে ।

আমরা সেই রকম একটা সকালের অপেক্ষায় থাকলাম

আপনারা সবাই দোয়া করুন আল্লাহ আমাদের সামনে সেই ক্ষনটি যেন অতিতাড়াতাড়ি নিয়ে আসেন।

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342949
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওরা নিজেরাই জানেনা যে আসলে কি বলছে।
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩১
284261
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : স্বাভাবিক আর অস্বাভাবিক দুইটা জিনিস
ওরা তো অস্বাভিক তাই তাদের মুখ থেকে আবোল তাবোল বকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File