"ফরজ নামাজের পরে, হাত তুলে মুনাজাত করা একটি "বিদয়াত।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২১:০৬ দুপুর



"ফরজ নামাজের পরে, হাত তুলে মুনাজাত করা একটি "বিদয়াত।

.

রাসূল (সাঃ) আনুমানিক ৩০ হাজার ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছেন।

.

কিন্তু এ বিরাট সংখ্যক নামাজের এক ওয়াক্তের পরেও হাত তুলে

মুনাজাতের বর্ণনা নেই।

.

বিশুদ্ধ ছয়খানা হাদীস গ্রন্থ এর সম্পর্কে কোন অধ্যায় বা একটি হাদীসও

পাওয়া যায়নি।

.

এমনকি ফিকহের গ্রন্থগুলিতেও হাত তুলে মুনাজাতের কোনরকম

উল্লেখ পাওয়া যায়নি।

.

কেবলমাত্র নফল নামাজের পরে, একাকি হাত তুলে মুনাজাতের

বর্ণনা হাদীসে আছে।

.

"ফরজ নামাজের পরে' হাত তুলে মুনাজাত সম্পর্কে বিশ্ব বরণ্য আলেমদের ফতোয়া দেখুনঃ

.

‪#‎ইবনে_তাইমিয়্যাহ_রহঃ_বলেনঃ‬

নামাজের পর ইমাম মুক্তাদির সম্মিলিত হাত তুলে মুনাজাত করা বিদয়াত।

রাসূল (সাঃ) এর যূগে এটা ছিল না।

.

‪#‎ইবনে_কাইয়্যিম_রহঃ_বলেনঃ‬

সালাম ফেরানোর পর কেবলামুখী হয়ে মুক্তাদিদের সাথে মিলে একত্রে

দোয়া করা রাসূল (সাঃ) এর সুন্নাতের অন্তর্ভুক্ত নয়।

সহীহ বা হাসান কোন সনদেই এর বর্ণনা পাওয়া যায়নি।

.

‪#‎আল_কামুস_গ্রন্হকার_বলেনঃ‬

নামাজের পর ইমাম সাহেবগনের প্রচলিত নিয়মে যে দোয়া করেন,

রাসূল (সাঃ) এর পবিত্র অভ্যাস এ রকম ছিল না। এ বিষয়ে কোন হাদীস পাওয়া যায়নি।

.

‪#‎আব্দুল_হাই_লাখনভী_‬(রহঃ)_বলেনঃ

নামাজের পর হাত উঠিয়ে ইমাম সাহেবের রাব্বানা রাব্বানা বলা আর মুক্তাদীদের আমীন আমীন বলা রাসূল (সাঃ) এর সময় ছিল না।

.

‪#‎মুফতী_আল্লামা_শাফী_‬(রহঃ)_বলেনঃ

ফরজ নামাজের পর সুন্নাত হচ্ছে ইমাম ও মুক্তাদী সকলে একাকী

হাদীস বর্ণিত যিকর ও দোয়াগুলি পড়বে।

কিন্তু লোকেরা সুন্নাত বিরোধী সম্মিলিত দোয়া আবিষ্কার করে নিয়েছে।

.

‪#‎সউদি_গ্রান্ড_মুফতী_শাইখ_বিন_বায_‬(রহঃ)_বলেনঃ

এ জাতীয় সম্মিলিত দোয়া বিদয়াত"

.

বাংলাদেশের মুফতীয়ে অযম হাটহাজারী মাদ্রাসার শাইখ ফয়জুল্লাহ (রহঃ)

উক্ত সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে একাধিক গ্রন্থ রচনা করে এর সুন্নাহ বিহির্ভূত এবং বিদয়াত হওয়া স্বপ্রমানিত করেছেন।।

.

"বায়তুল্লাহ শরীফ এবং মসজিদে নববীতে এই মুনাজাতের কোন অস্তিত্ব নেই।

.

তাই আমাদেরও উচিত আল্লাহর রাসূল (সাঃ) যা করেণ নি, তা না করা।

.

আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে রাসূল (সাঃ) এর তরিকায়

ইবাদাত করার তৌফিক দান করুন।

_____________আমীন'

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342816
২১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৮
নাবিক লিখেছেন : জানলাম, ধন্যবাদ।
২১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৫
284144
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
342822
২১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
নৌশাদ আল নোমানী লিখেছেন : জাযাকাল্লাহ
২১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৫
284145
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
342838
২১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৪
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
284169
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ আপনাকে প্রতিদান দিক
344027
০২ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০৫
দ্য স্লেভ লিখেছেন : যেদিন থেকে এটা জেনেছিলাম সেদিন থেকেই ছেড়েছি,বিদয়যাতের মধ্যে আমি যেতে চাইনা। অবশ্য আমরা পাপ করি প্রতিনিয়ত,াাল্লাহ ক্ষমা করুক
০২ অক্টোবর ২০১৫ দুপুর ০১:২১
285420
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
আল্লাহ আপনাকে হেফাযত করুন
অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File