মাননীয় প্রধানমন্ত্রী- পকেটে ছুরি রাখলে দেখবেন মন চায় খালি কাটাকাটি করতে আপনার সোনার ছেলেদেরকে ছুরি দিয়েছেন , এখন দেখেন চাকুর ব্যাবহার করছে !! --------------------------------------------------------------

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৬:৩৮ রাত

পকেটে ছুরি রাখলে দেখবেন মন চায় খালি কাটাকাটি করতে, ছোটবেলায় একবার হাতে একটা দা নিয়ে হাঁটছিলাম--- কুপাইয়া বাসার পিছনের কচু গাছের আগা যা ছিল সব ফাউ করে দিয়েছিলাম-- এমন অবস্থা হল ভালো গাছ গাছড়াও কুপা শামসুর কুপে গায়েব হয়ে গেল!

তেমনি রিভলবার পকেটে রাখলে দেখাইতে মন চায়-- একটু উত্তেজনা হলেই ধুরুম গুলি। যা বলছিলাম এগুলোই মনুষ্য সহজাত প্রবৃত্তি - মানুষের দোষ কই ???

আগের কালে পুলিশের হাতে বন্দুক ছিলনা--- হাতে বড়জোর লাঠি ছিল। উঁচু পদের দু এক জনের কোমরে রিভলবার দেখেছি--- তাও কদাচিৎ-- যেই না পুলিশকে আধুনিকায়ন করে অস্ত্র দ্বারা সজ্জিত করা হল সেই থেকে পলিশ মুনিব ও মারে পাবলিক ও মারে-- কিছু হলেই ঢুস ধুস--- এ আর নতুন কি???

-

ছেলের সামনে মাকে ধর্ষণ করা হল। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার ও শুক্রবার সড়ক অবরোধ করে! আপনার রক্ষীবাহিনি পুলিশ এসে বিক্ষুব্ধ জনগণের উপর গুলি করে ঘটনাস্থলে দুজন কে করলো হত্যা। পুলিশ অবরোধ ওঠাতে গেলে অবরোধকারীদের সাথে সংঘর্ষ বাঁধে আর এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ অবরোধকারীদের হঠাতে লাঠিপেটা, প্রায় ৬০ রাউন্ড গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়---এ কোন রামলীলায় মত্ত হল পুলিশ??

-

অন্যদিকে মহেশপুর থানার টি এস আই আমির হোসেন ওয়ারেন্টভুক্ত আসামিকে না পেয়ে তার নিরপরাধ স্ত্রী ও ২ বছরের শিশুকে ধরে ১৭ ঘণ্টা থানাহাজতে রাখার পর ছেড়ে দেন।

২ বছরের শিশু সে আবার জেলে! এই হলো আমাদের দেশের আইন, এরকম আইনের সাথে মনে হয় আমার প্রথম পরিচয়। অদ্ভুত আজব দেশের আজব রানী আর তার পরিচালিত আইনের নমুনা দেখে মনে হয়-আমাজানের জঙ্গলের আদিবাসীর আইন তারচেয়েও উত্তম!

এই দুর্নীতিবাজ পুলিশ যারা এই সব ঘটনার সাথে জড়িত তারা জানোয়ারদের চেয়েও নিকৃষ্ট। দেশের মানুষের উচিত ওদের কে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া।

আর হ্যাঁ মনে রাখবেন এই কুত্তাদের কে লালন করে?

মনে প্রশ্ন জাগে এদের সবার বাড়ী কি গোপালগঞ্জে???

-

মাননীয় প্রধানমন্ত্রী আপনি সহ আমাদের দেশের সুশীল সমাজের লোকেরা আজ কোথায়? কোথায় আমাদের দেশের রাজনীতিবিদ? আমরা আমাদের মন-মানসিকতা এতো নিচে নামিয়ে এনেছি কেন? এসব প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে কি? পারবে বলে মনে হয় না! শাহবাগের গণজাগরন আজ কেন জাগরিত হয় না?

এসব ঘটনার একটি কারণ হলো সরকার আজ পুলিশ ও তার দলের কিছু লোকের কাছে জিম্মি হয়ে আছে তাই, পুলিশের উপর নির্ভরশীল সরকার পুলিশ বাহীনি কে নিয়ন্ত্রন করতে পারছেনা, পুলিশ আজ বেপরোয়া হয়ে উঠেছে, দেশের আইনশৃঙ্খলার রক্ষার পরিবর্তে তারা অপরাধ জগতের ডন/রক্ষক হয়ে গেছে, আমরা এ থেকে পরিত্রান চাই, প্রতিকার চাই। কিভাবে এ থেকে পরিত্রান পাবো, দেশের এই পরিস্থিতি দেখে আমার খুব কষ্ট হয়, মনে হয় কেন জানি আমি যদি ক্ষমতাধর কেউ হতাম তাহলে দেশের জন্য কিছু করতে পারতাম!

-

মাননীয় প্রধানমন্ত্রী বেশী কিছু বলতে চাইনা, আপনি আপনার পুলিশ বাচ্চাগুলোকে টয় দিয়েছেন-- দয়া করে সেগুলো ফেরত নেন-- না হলে হয়তোবা দেখবেন একদিন আপনিও এই টয় টয় খেলার স্বীকার হয়ে যাবেন। মামলা খতম !! এন্ড অফ দ্যা ডে কিডস অলওয়েজ রিটার্ন টো দেয়ায় মাম উইথ টয়.........

উড়ন্ত পাখি

বাঁশেরকেল্লা চৌদ্দগ্রাম থেকে সংগ্রহিত

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342584
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৬
সুমন আহমেদ লিখেছেন : পকেট মারলীগ।
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৮
283932
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File