শরীরের যে অঙ্গগুলি খালি হাতে ছোঁয়া উচিত নয়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৩:১৩ রাত



নিজের শরীরের প্রতিটি অঙ্গ ও অংশের উপরে আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে। তবে তা সত্ত্বেও শরীরের এমন কয়েকটি জায়গা রয়েছে যেগুলিকে খালি হাতে ছোঁয়া একেবারেই অনুচিত। এই অঙ্গগুলিকে খালি হাতে ছুঁলে সেখান থেকে নানা ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু হাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আমরা হাত ধুয়ে নিলেও অনেকসময়ে ওই অঙ্গ থেকে চলে আসা জীবাণু হাতে থেকে যায় এবং তা শরীরের মধ্যে প্রবেশ করে। এর থেকে নানা সংক্রমণও হয়ে থাকে। জেনে নিন, শরীরের কোন অঙ্গগুলিকে খালি হাতে একেবারেই ছোঁয়া উচিত নয়।

কান : অনেকেরই আঙুল বা সরু জিনিস ঢুকিয়ে কান খোঁচানোর অভ্যাস রয়েছে। এমন করলে যেকোনও মুহূর্তে শ্রবণ ক্ষমতা নষ্ট হতে পারে। একইসঙ্গে কানের মধ্যে কোথাও সংক্রমণ হলে তাতে বিপদ আরও বাড়তে পারে।

চোখ : খালি হাতে চোখে হাত দেওয়া মানেই বহু জীবাণুর সংক্রমণ হওয়া। চোখ জ্বালা করলে বা চুলকানি হলে পরিষ্কার নরম কাপড় দিয়ে ধীরে ধীরে চোখে বোলাতে পারেন, খালি হাত নয়।

মুখের ত্বক : মুখের ত্বক খুব সংবেদনশীল হয়। মুখ ধোওয়ার সময় বাদে যখন-তখন মুখে হাত দিলে চামড়ার মারাত্মক ক্ষতি হয়। ব্যাকটেরিয়ার আক্রমণে চামড়ায় সংক্রমণও হতে পারে।

মুখের ভিতর: খাওয়ার সময়ে আমরা মুখের ভিতরে হাত দিই। তবে অন্য কোনও সময়ে নোংরা হাত মুখে দিলেই জীবাণুর সংক্রমণ হবে।

নখ : নানা ধরনের ব্যাকটেরিয়া আঙুলের নখের ভিতরে বাস করে।

দাঁত: দিয়ে নখ কাটা মানে সেই ব্যাকটেরিয়াগুলিকে মুখে প্রবেশ করানো।

নিতম্ব : বিশেষ কারণ ছাড়া নিতম্ভের মাঝে অবস্থিত মলদ্বারের আশেপাশে কখনওই হাত দেওয়া উচিত নয়। এই জায়গাটিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেক বেশি থাকে। ফলে তা হাতের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।

গোপনাঙ্গ : গোপনাঙ্গ বা বগলে, এমনকী মাথার চুলেও হাত দিলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নেবেন কারণ সেখানেও বহু ব্যাকটেরিয়ার বাস।

নাক : অনেকেরই নাক খোঁটার অভ্যাস রয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, এমন করলে নখের ভিতরের জীবাণু সব হাত দিয়ে নাকে প্রবেশ করে।

বিষয়: বিবিধ

১৯৪৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342431
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:১১
জ্ঞানের কথা লিখেছেন : গোটা মানুষটি হচ্ছে ব্যাকটেরিয়া।
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১২
283860
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৬
283872
জ্ঞানের কথা লিখেছেন : হুম বলে সহমত হলেন। অতএব; ট্রপিক্স চেঞ্জ করে দিন। "শরীরের যে অঙ্গগুলি খালি হাতে ছোঁয়া উচিত নয়" থেকে "শরীরের কোন অঙ্গগুই খালি হাতে ছোঁয়া উচিত নয়"

-কেমন হবে?
342444
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৪৭
দ্য স্লেভ লিখেছেন : অনেক ধন্যবাদ তত্য জানানোর জন্যে।
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৫
283861
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
342459
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
আফরা লিখেছেন : সুন্দর পোষ্ট ধন্যবাদ ভাইয়া ।
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৭
283862
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
342469
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মুল্যবান লিখা, অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে
342474
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৯
হতভাগা লিখেছেন :
342476
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : উপকারী পোষ্ট! অনেক অনেক শুকরিয়া! Rose Rose Rose
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪৫
283867
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনপাকেও ধন্যবাদ
342509
১৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২২
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : শুকরিয়া। দরকারি পোস্ট। আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন
১৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৪
283881
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
342734
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০২
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৭
284125
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File