২৭ সেপ্টেম্বর পৃথিবী সাক্ষী হতে চলেছে বিরল চন্দ্রগ্রহণে!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩২:২১ রাত
৩০ বছর পর এই প্রথম পৃথিবী সাক্ষী হতে চলেছে বিরল চন্দ্রগ্রহণে।
আগামী ২৭ সেপ্টেম্বরে ১ ঘণ্টা ১২ মিনিট ধরে চলবে পূর্ণ চন্দ্রগ্রহণ।
নাসার দাবি, সব জায়গায় দেখা না গেলেও, এই ঐশ্বরিক ক্ষণ দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার কিছু জায়গায়। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন তথ্য প্রকাশ করেছে।
২৭ সেপ্টেম্বর, ইষ্টার্ন ডে লাইট সময় অনুযায়ী, রাত ৮.১১ তে চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়তে শুরু করবে।
৯.০৭ থেকে দেখা যাবে চাঁদের উপর পৃথিবীর ছায়া। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি ১০.১১ তে।
চন্দ্র কক্ষপথ গোলকার নয়। তাই পৃথিবীর থেকে যখন সবচেয়ে দূরে থাকে চাঁদ সেইসময় বলা হয় অ্যাপোগি (apogee) আর সবচেয়ে কাছে থাকার সময়কে বলা হয় পেরিগি (perigee)।
২৭ সেপ্টেম্বর আমাদের থেকে মাত্র ৩১ হাজার মাইল দূরে থাকবে সুপারমুন। এরআগে শেষ সুপারমুন দেখা গিয়েছিল ১৯৮২ তে।
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন