জামায়াতে ইসলামীর নেতাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০০:০৪ রাত



অনেকে জামায়াতেইসলামী কে যুদ্ধ অপরাধীদের দল বললেও জামায়াতেইসলামীর অনেক নেতাকর্মী মুক্তিযোদ্ধা। আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের শক্তি বললেও বেশিরভাগ মুক্তিযুদ্ধা বিএনপি করে। ২য় স্থানে রয়েছে আওয়ামীলীগ। ৩য় স্থান রয়েছে জামায়াতেইসলামী।

,

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বাচ্চুকে (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) জুম্মাবাদ নড়াইল শহরসংলগ্ন বাগবাড়ি মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদীর উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা শেষে জানাযা অনুষ্ঠিত হয়।

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341767
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্যামনে সম্ভব!!!
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৯
283175
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সম্ভব না জানি কিন্তু এটা বাস্তবে হয়েছে
341785
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:১০
শেখের পোলা লিখেছেন : ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন৷ জামাত মানেইতো যুদ্ধ অপরাধী, ইনি কেমন করে মুক্তিযোদ্ধা রয়ে গেলেন? ইনি কি চ্যাতনায় বিশ্বাসী ছিলেন না?
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০২
283176
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সঠিক ভাবে যদি নাম লিষ্ট করে যাচাই করা হয় তবে জামায়াতের নেতাই পাওয়া যাবে মুক্তিযোদ্ধা , আওয়ামিলিগে যারা আছে অনেক পাওয়া যাবে ভাসমান মুক্তিযুদ্ধা
341796
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৩১
রক্তলাল লিখেছেন : He deserves it. May Allah grant him jannah.
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০২
283177
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : amin
341803
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৫২
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ক্যামনে সম্ভব?? আর জামায়াতের অন্য নেতারা ও তাঁর আত্মীয় স্বজনরা এটাকে কিভাবে মেনে নিলেন??
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৪
283178
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : না মেনে কোন উপায় কি আছে
341840
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪৯
চিরবিদ্রোহী লিখেছেন : ভাই সবাই নিজের গোলার ধানকেই ভালো বলে। সেই প্যাচালে গেলাম না।
আপনি কি বলতে পারবেন যে ৭১-এ জামাত ও এর সহযোগী সংগঠনগুলোর অবস্থান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলো না? যদি তাই হয়ে থাকে, তাহলে এখন এমন কি হয়ে গেল যে সেই মুক্তিযুদ্ধকেই জামাতের পুঁজি করতে হয়? এই দুইমুখী নীতির মানে কি?
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৫
283179
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই আমি যদি আপনাকে প্রশ্ন করি বর্তমানে আওয়ামিলীগের যে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের সদস্য তাদের ভিতর কয়জন মুক্তিযুদ্ধ আছে তাদের নাম বলুন !
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৪
283200
চিরবিদ্রোহী লিখেছেন : সেটার প্রয়োজন এখানে আসছে না। কে কি তা দেখার প্রয়োজন এখানে নেই। এ্খানে প্রশ্ন জামাত কেন্দ্রিক, উত্তরটিও সেমতেই কাঙ্খিত।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
283221
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনি যেই রাস্তায়ই যান না কেন আপনার গায়ে গন্ধ আছে আপনার বলার অর্থ যদি সেটা হয় তবে কমিউনিস্টরাও কিন্তু ইন্ডিয়ার নেতৃত্বে দেশ স্বাধীন চায়নি কৈ তারা তো কেউ রাজাকার না
জামায়াত ইসলামি ও তখন ইন্ডিয়ার নেতৃত্বে স্বাধীনতা চায়নি
তাই তো কসাই কাদের সিদ্দিকি বলেছিলেন আমরা যেই সত্যটা বুঝতে ৪০ বছর সময় লেগেছিল জামায়াত ইসলামি সেটা ৪০ বছর আগে বুঝেছে যেটার ইতিহাস ধারাবাহিক ভাবে প্রকাশ করছি
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৭
283332
চিরবিদ্রোহী লিখেছেন : সেটাই, আমি সাদা সত্যটা জানতে চেয়েছি। ৭১'এ জামাত দেশের স্বাধীনতা চায়নি, তা যে কারণেই হোক, সেটা এখানে আমাদের আলোচ্য নয়।

ভাই কিন্তু আমার মূল প্রশ্নটাতেই এখনো আসেননি। প্রশ্নটা আরেকটু স্পষ্ট করার চেষ্টা করি, জামাত স্বাধীনতার বিরোধী ছিলো, সেটা তাদের রাজনৈতিক দর্শন বা সিদ্ধান্ত। কিন্তু আজ ৪০ বছর পর জামাতা কেন সেই মুক্তিযুদ্ধকেই পুঁজি করতে চাচ্ছে, যার বিরোধীতা তারা করেছে।
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৯
283348
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জামায়াত কখনো পুজি করতে চায় না এবং চায়নি
জামায়াত তার আদর্শ নিয়ে কাজ করে , সেই আদর্শটা অনেক মুক্তিযুদ্ধার কাছে ভাল লাগাতে সে সেটা গ্রহন করেছে তাতে সন্দেহ করার কি আছে যে জামায়াত পুজি করছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File