!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব-২৫) ======================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫২:১২ বিকাল
সারাদেশ ব্যাপি এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে প্রায় তখন এরশাদ আওয়ামিলীগ বিএনপির থেকে জামায়াতের বিরুদ্ধে বেশী শক্তি প্রয়োগ করেছিল।সেই ১৯৮৮ সালে।
জামায়াতের যেই কোন সভাসমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারী করতো নিষেধাজ্ঞা আরোপ করতো তারপরেও কিন্তু জামায়াতের সমাবেশ অনেকাংশে সফল হয়েছিল।
চট্রগ্রাম লালদিঘি ময়দানে ৫দিন ব্যাপি সাইদি সাহেবের ওয়াজ হবে কিন্তু এরশাদ সেই মাহফিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
জামায়াত আলারা লালদিঘি ময়দান বাদ দিয়ে রাস্তায় মাহফিল করার সিদ্ধান্ত নেওয়াতে ময়দানের অনুমতি দিতে এরশাদ বাদ্ধ হয়েছিল।
শখ হলো সাইদি সাহবের মাহফিলে যাব কিন্তু কিভাবে সম্ভব হবে ? এরশাদ চিটাগাং শহরে হরতাল ডেকে বসেছে লোকজন দুরদুরান্ত থেকে আসলেও শহরের ভিতর যাতায়াত করতে হচ্ছে রিক্সাতে করে । তারপরও রাস্তার মোড়ে মোড়ে রিক্সা থামিয়ে মাহফিলে আগত লোকদেরকে মারাধরা সহ বিভিন্নরকম নাযেহাল করছে।
আমার এক পরিচিত লোক ছিল কদমতলি বাস স্টান্ডের থেকেও দুরে একেকান জুট মিলের কলোনীতে।
তার কাছে থাকার অনুমতি পেলাম বটে সে বলল দেখেন রাস্তা কিন্তু নিরাপদ না আর কদমতলি থেকে লালদিঘির ময়দান অনেক দুর যেতে পারলে যাবেন তবে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু সমস্যার সম্ভাবনা আছে।
যাই হউক ৩ দিন অবধি অনেক কষ্টে মাহফিলে উপস্থিত হয়েছিলাম কিন্তু কখনো পুরা বক্তব্য শুনার সামর্থ হয়নি।
অচেনা জীবনের প্রথম চিটাগাং যাওয়া তারপরও হাটা পথ ! জোহরের পরে বাসা থেকে বের হতাম এবং ৮.৩০টা বাজে মাহফিল থেকে রওয়ানা হলেও বাসায় আসতাম রাত্র ১২ বা সাড়ে বারোটা বাজে।
একবার এরশাদ বিরোধী হরতাল চলছিল তখন আমি ঢাকায় বাইতুল মোকাররমের ঠিক দক্ষিনে ফুটপাথ দিয়ে হাটছিলাম।
হটাত দেখলাম হরতালের সমর্থনে বিশাল বড় মিছিল হচ্ছে , পুলিশ তখন লাঠি ব্যাবহার করতো একান্ত বেশীর থেকে বেশী ফাকা গুলি করে পিকেটারদেরকে ভয় দেখাতো নতুবা রাবার বুলেট মারতো ।
মিছিল দেখে একদল পুলিশ রাবার বুলেট মারতে মারতে মিছিলের দিকে আসছে দেখে মিছিল কারীরা দৌড়ে পালালো কিন্তুু আমরা পথচারীরা কোথয় যাবো ! মার্কেটগুলি সব বন্ধ তাই কোন রকম একপাশে একটু আশ্রয় নিয়েছিলাম । তবে সত্য কথা যেটা সেটাতো বলতে হবে এরশাদকে আমরা সৈরচারী বলি কারন সে সৈরচার কিন্তু তখন এলাপাথাড়ী গ্রেফতারের কোন প্রচলন ছিল না এবং পিকেটারদেরকে গ্রেফতার করে রিমান্ডের নামে পঙ্গুত্ব বরন করতে হয়নি। যেমনটা বর্তমানে করা হচ্ছে
এরপরে আমরা নিরাপদে দুরুত্বে চলে গেলাম।
পরের পর্বে আবার দেখা হবে।
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
আমি চট্টগ্রামবাসি এবং কলেজিয়েট স্কুল এর পাশেই বাড়ি। এবং ৬-৭ বছর বয়স থেকে মাহফিল এর নিয়মিত দর্শক,শ্রোতা ও বই ক্রেতা!
আমি কনফিউস বলতে আমার কথাকে সঠিক বুঝাই নাই আমি বলতে চেয়েছি আমার স্বরনের ভিতর হয়তো এধার ওধার হতে পারে
আপনাকেও অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন