সৌদিতে দুর্ঘটনায় হাজি মৃত্যুর পরিসংখ্যান গত ৪০ বছরের ইতিহাসে হজ্ব পালনের সময় বিভিন্ন ধরনের মৃত্যর পরিসংখ্যান
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৪:০৫ রাত
মক্কায় বিভিন্ন সময়ে হজ পালন করতে গিয়ে নানা দুর্ঘটনার শিকার হয়েছেন হাজিরা।
গত ৪০ বছরের ইতিহাসে হজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনা ও রোগে ভুগে মারা গেছে কমপক্ষে তিন হাজার মানুষ।
বিভিন্ন সময়ে হজ ট্রাজেডির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো:
২০১১: এর আগে মক্কায় হজ মৌসুমে সর্বশেষ দুর্ঘটনা ঘটেছিল ২০১১ সালের সেপ্টেম্বরে। তখন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১৩ আফগান হাজি।
২০০৬: মক্কার আল-জামারাতে পাথর নিক্ষেপের সময় প“লিত হয়ে নিহত হয়েছিলেন কমপক্ষে সাড়ে তিন’শ হাজি।
২০০৪: আল-জামারাতে শয়তানকে পাথর ছুঁড়ে মারার সময় প“লিত হয়ে মারা যান আরও আড়াই’শ হাজি।
২০০১: প“লিত হয়ে ৩৫ হাজির মৃত্যু।
১৯৯৮: আল-জামারাতে প“লিত হয়ে মারা যান ১৮০ জন। শয়তানকে পাথর নিক্ষেপের সময়ই ওই দুর্ঘটনাটি ঘটে।
১৯৯৭: মিনায় তাঁবুতে আগুন লেগে মারা যান ৩৪০ জন। আহত হন আরো ১৫’শ হাজি।
১৯৯৪: কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে প“লিত হয়ে মারা যান ২৭০ হাজি।
১৯৯০: এ বছর হজ করতে এসে মক্কায় এক জনাকীর্ণ সুরঙ্গ পথে প“লিত হয়ে মারা যান ১৪’শ ২৬ জন হাজি। তাদের বেশিরভাগই ছিলেন মালয়েশীয়, ইন্দোনেশীয় ও পাকিস্তানি।
১৯৮৯: বোমা হামলায় এক হজযাত্রী নিহত এবং আরো ১৬ জন আহত হন।
১৯৮৭: ইরানী ও সৌদি হাজিদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছিলেন ৪০২ হাজি। আহত হয়েছিলেন প্রায় সাড়ে ছয়’শ।
১৯৭৫: সালের ডিসেম্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাঁবুতে আগুন লেগে নিহত হন ২০০ হাজি।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
আপনাকেও আল্লাহ প্রতিদান দিক
অনেক ধন্যবাদ আপনাকেও
এখন কংকর মারার স্থানে (জামারায়) এমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে আশা করি ওখানে আর এমন দুর্গটনা ঘটবে না ইনশাআল্লাহ.....
মন্তব্য করতে লগইন করুন