আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। সেই নদীটা এখন একেবেকে ঢাকাতে ঢুকে পড়েছে ভাই কি করার এখন বলেন !! নদী একেবেকে চলুক তাই বলে ঢাকাতে !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৫:০৫ সন্ধ্যা



আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৃষ্টিতে আজ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় এই অবস্থা হয়। স্কুল থেকে শিশুকে নিয়ে ফেরার পথে এমন ভোগান্তিতে পড়েন মা



বৃষ্টিতে আজ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় এই অবস্থা হয়। পানি পার হচ্ছেন এক নারী



বৃষ্টিতে আজ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় এমন পানি জমে।



রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার রাস্তায় বৃষ্টিতে আজ এমন পানি জমেছে। স্কুল থেকে ফেরার পথে সেই পানিতে খেলায় মেতেছে শিশুরা

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340421
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
এ,এস,ওসমান লিখেছেন : ভাইয়া আজকে তো রাজা বাজারে বৃষ্টি হয় নি Surprised Surprised Surprised Surprised Surprised
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
281823
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ১ তারিখের দৃশ্য
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
281826
এ,এস,ওসমান লিখেছেন : হম তাই বলেন।ঐ দিন আমি বাসা হতে বের হয়ে চারিপাশে দেখে সুমদ্র হয়ে গেছে Crying Crying Crying

অনেক চেষ্টা করলাম পানি পাড় হয়ে বাহিরে যাওয়া কিন্তু ফলাফল শূন্য Crying Crying Crying
340428
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
340429
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : বাংলার মানুষ বুদ্দিমান ও দূরদর্শী তা মানতেই হবে৷৷১৯৭১ সালে তারা ভাগ্যিস মহাজনী নৌকা পছন্দ করেনি, তাহলে আজ ঢাকা থাকত একেবারে পানির তলে ভোলার মত। পছন্দ করেছিল টাপুরে নৌকা। আল্লাহ তা ঢাকার রাস্তা ঘাটে এমনকি সংসদেও যাতে নৌকা করে যাওয়া যায় তার ব্যবস্থা করে দিয়েছে৷ আল্লাহ আমাদের পছন্দের মর্যাদা দিয়েছেন৷ কৃষী মন্ত্রী মতিয়া বানু এখন কিছু স্বল্প মেয়দী তেলাপিয়ার চাষ বিনা খরচায় করে নিতে পারে৷ধন্যবাদ৷
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩২
281844
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার
আপনার সাথে সহমত পোষন না করে পারছি না তেলাপিয়াটা আর মতিয়া দিদি গুড
আপনাকে ধন্যবাদ
340447
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০০
জ্ঞানের কথা লিখেছেন : কিছু মাছের পোনা ছাড়েন। বিক্রি করে মোটা অংকের টাকা পেতে পারেন।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৪
281848
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা ভাটির লোক , যারা সরকারী দলের সমর্থক আশা করি তাদের জন্য এটা একটা সুবর্ন সুযোগ
340464
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভাই মানুষের এখন নদী দেখার সময় নেই। ঢাকার মেইন রোডে হলেতো ভালো।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৫
281855
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
340599
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৬
Sada Kalo Mon লিখেছেন :
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫২
282002
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File