বাংলাদেশের রহস্যে ঘেড়া ৪টি প্রাকৃতিক স্থান !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৭:০৫ রাত



১। গানস অফ বরিশালঃ গুগলে লিখে সার্চ দিলেই পাবেন। বরিশালে ব্রিটিশরা আসার সময় এর নাম ছিল বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের তৎকালীন এক ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটি লেখেন। বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্য ময় কামান দাগার আওয়াজ আসতো। ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে খোজা খুজি করেও রহস্যভেদ করতে পারে নাই।



২। চিকনকালা : মুরং গ্রামটা বাংলাদেশ-বার্মা নো ম্যানস ল্যান্ডে। কাছের মুরং গ্রামের চিকনকালার লোকেরা বলে প্রতিবছর নাকি (দিনটা নির্দিষ্ট না) হঠাৎ বনের ভিতর রহস্যময় ধুপ ধাপ আওয়াজ আসে। শিকারীরা আওয়াজটা শুনলেই সবাই দৌড়ে বন থেকে পালিয়ে আসে। কিন্তু প্রতিবছরেই কয়েকজন পিছে পড়ে যায়। যারা পিছে পড়ে তারা আর ফিরে আসে না। কয়েকদিন পরে বনে তাদের মৃত দেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন নেই। শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ।



৩। বগা লেকঃ কেওকারাডং এর আগে রুপসী বগা লেক। বম ভাষায় বগা মানে ড্রাগন। বমদের রুপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করতো। ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলতো। গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচন্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয়। রুপকথার ধরন শুনে মনে হয়, এটা একটা আগ্নেয়গীরির অগ্ন্যুতপাত। উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে সরকারী ভাবে এই রহস্যের কথা লেখা। এখনো এর গভীরতা কেউ বলতে পারে না। ইকো মিটারে ১৫০+ পাওয়া গেছে। প্রতিবছর রহস্যময় ভাবে বগা লেকের পানির রঙ কয়েকবার পালটে যায়। যদিও কোন ঝর্না নেই তবুও লেকের পানি চেঞ্জ হলে আশপাশেরলেকের পানিও চেঞ্জ হয়। হয়তো আন্ডার গ্রাউন্ড রিভার থাকতে পারে। কিন্তু বগা লেকের এই রহস্য ভেদ হয়নি এখনো।



৪। সোয়াচ অফ নো গ্রাউন্ড: মেঘন নদী যেখানে সাগরে মিশেছে জায়গাটাকে বলে সোয়ার্জ অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী। গাঙ্গেয় ব-দ্বীপ গঠনের পর থেকেই দু’মুখী স্রোতের ঠেলায় তলার মাটি সরে যাচ্ছে। এখানে গভীরতা পরিমাপ করা যায়নি



বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339498
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কত রহস্য এখনও এই দেশের প্রকৃতিতেই!! তবে গানস অফ বরিশাল এর ব্যাখ্যা পাওয়া যায়। কেীনিক গতির বাতাস উপকূলে আঘাত করলে এই রকম আওয়াজ হতে পারে।
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৮
280894
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ কমান্ড করার জন্য
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
280923
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি কি জেনারেল যে কমান্ড করব!!!
339500
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু, কয়েকটি অজানা বিষয়ে জানলাম, ধন্যবাদ।
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৯
280895
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু
আপনাকে অনেক ধন্যবাদ
339521
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২২
শেখের পোলা লিখেছেন : রহস্যে ঘেড়া পড়ে অন্য কিছু হবে ভেবেছিলাম৷ পরে বুঝলাম ওটা ঘেরা হবে৷ তথ্যের জন্য ধন্যবাদ৷
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪০
280896
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : yes spieling was wrong sorry
আনপাকে অনেক ধন্যবাদ
339539
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫০
হতভাগা লিখেছেন : মানুষ কেনই যে বার্মুডা ট্রায়াঙ্গল নিয়ে এত নাচানাচি করে !

মোগো বরিশালরে কি হেরা দেখে না ?
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
280897
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : you are correct
আপনাকে অনেক ধন্যবাদ
339567
০৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৬
নিমু মাহবুব লিখেছেন : ভালো লাগল।
ধন্যবাদ।
Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
০৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৫
280915
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
339778
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২০
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো,শেয়ারের জন্য অনেক ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৯
281126
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File