মৃগী রোগীর মত ড্যান্সের তালে 'হু' 'হু' কইরা চিল্লানো আবার কেমন জিকির? হালকায়ে জিকির ! হালকাটারই যদি এই অবস্থা হয়, ভারী'টার জানি কি অবস্থা !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৬:৪৮ রাত

সেদিন রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটার সময়, দূর থেকে কেমন যেন একটা শব্দ শুনতে পেলাম।

গ্রামে গাছ কাটার পর সেটা টেনে গাড়িতে উঠাতে বা কোথাও টেনে নিতে কামলারা সন্মিলিত ভাবে উচ্চস্বরে কতগুলো শ্লোগান তোলে, আপনারা নিশ্চই শুনেছেন।

আমার শোনা শব্দটা অনেকটা ওরকমই।

কিন্তু ভাবলাম এটাতো গ্রাম না, এটা ঢাকা শহর, এখানে এমন শব্দ কিসের?

পরে শব্দটার কাছে গিয়ে তো আমি অবাক!!

দেখলাম কতগুলো মানুষ মসজিদে বসে চোখ বন্ধ করে জোরসে মাথা ডুলিয়ে এক তালে গায়ের সমস্ত শক্তি দিয়া চিল্লাচ্ছে!!

অনেকটা লেংটা বাবার দরবারে যেভাবে ড্যন্সের তালে বাবাকে ডাকা হয়!!

যদিও তারা এতটা জোরে চিল্লায়না।

এদের সাথে লেংটা বাবার দরবারের পাগলগুলার মধ্যে পার্থক্য হলো,

এখানে মহিলা নেই, আর এখানের পাগলগুলার গায়ে পরিপাটি জামা কাপড় আছে, এইছাড়া বিন্দুমাত্র পার্থক্য নেই!!

এক দোকানদারকে জিঘাইলাম, এই পাগলগুলারে এইহানে জায়গা দিছে কেডা?

ওদের চিল্লানির কারনে দোকানদার সাব আমার কথা তেমন একটা শুনেনাই, তয় আমারে কইলো, অরা নাকি জিকির করতাছে!!

টাসকি খাইয়া গেলাম!

এ আবার কেমন জিকির?

মৃগী রোগীর মত ড্যান্সের তালে 'হু' 'হু' কইরা চিল্লানো আবার কেমন জিকির?

জিকির মানে স্মরন করা, আর একজন গোলাম তার মালিককে কি এভাবে চিল্লায়া স্মরন করে?

দুনিয়ার কোন চাকর যদি তার মনিবকে বইসা বইসা ড্যান্সের তালে এভাবে পাগলের মত চিল্লায়া স্মরন করে, তাইলে তার চাকরি কি একদিনও থাকবে??

চাকরি তো যাবেই, পাশাপাশি হাতে পায়ে শিকল পরানো অবস্থায় যায়গা হবে সোজা হেমায়েতপুর।

কিন্তু ওদের মনিব(আল্লাহ) দয়ালু বইলা এরা এখনো বহাল তবিয়তেই আছে!!

পরে জানতে পারলুম, এই পাগলামীর আবিষ্কারক নাকি আমগো একমাত্র সহিহ পীর্সাফ!!

আর এই পাগলামির নাম হচ্ছে হালকায়ে জিকির!

চিন্তা কর্লাম, হালকাটারই যদি এই অবস্থা হয়, ভারী'টার জানি কি অবস্থা!!!

* আহমেদ ফিরোজ

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338955
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : এগুলা গোস্তের ফিকির।
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১১
280343
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
338973
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৪৭
শেখের পোলা লিখেছেন : ভারীটায় হয়তবা মস্তক শরীর থেকে আলাদা হয়ে যায়। আমার গ্রামের মসজিদে আসরের জমাতের পর চরমুনাই বাবার শিক্ষা মুতাবেক তার মুরীদরা ঐ রকম হাল্কা জিকির শুরু করে। যার ফলে জামাত ছুটে যাওয়া নামাজী কোন মতেই মসজিদে আসর পড়তে পারেনা। প্রতিবাদে উল্টা ফল হয় । কারণ ইমাম হুজুরও মাতমে যোগদেন।
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১১
280344
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার
আপনাকে অনেক ধন্যবাদ
338985
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৫
হতভাগা লিখেছেন : চরমোনাই সাহেবের সমাবেশে বাঁশের প্যান্ডেল বেয়ে ওঠা নামার বেশ জনপ্রিয় একটা ইভেন্ট আছে
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১২
280345
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হ ভাই
এই বিজ্ঞানের যুগেও ইসলামকে যেই ভাবে উপাস্থাপন করে তাতে ইসলামকে অজ্ঞ বলতে বাদ্ধ হবে
ধন্যবাদ
338992
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এটার নাম হালকায়ে জিকির, শারীরিক ব্যায়ামের জন্য খুবই কার্যকরী। বসে খেলে মাংসপেশী শক্ত হয়ে যায়, শরীরে ব্যথা বাড়ে। এই ব্যাথা দূর করণে এই জিকির খুবই কার্যকর ভূমিকা রাখে। অনেক ধন্যবাদ
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৪
280349
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
339008
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মনগড়া জিকির..মানুষ ভেড়াবার ফন্দি ফিকির!
এভাবেই টিকে আছে যত্তো সব পীর...?
অনেক ধন্যবাদ
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৩
280358
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদGood Luck Good Luck
339027
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৮
আবু জান্নাত লিখেছেন : ভালো খারাপ দুইটি দিকই আছে।
মাজারী ও এদের মাঝে পার্থক্য অনেক, একদল মুশরিক, অন্যদল মুমিন। পোষাকের পার্থক্যে কিছু যায় আসে না।
এর বেশি মন্তব্য আর করতে পারছি না।
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪১
280379
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor
339033
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০০
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : যারা ড্যান্সের তালে তালে সারা জীবন কাটায় তাদের কাছে জিকিরের মজলিশ এরকমই মনে হয়।
ড্যান্সের অভিজ্ঞতাই তাদের থাকে ,জিকিরের বুঝ তারা কোথায় পাবে।
নামাজের ভিতরে ক্বিরাত জোড়ে আরে আস্তে পড়ার কি দরকার ছিল ?দয়ালু মা্ওলাতো সবই শুনে।
মউদুদীর নোংড়া মনোভাব তার মুরিদদের মধ্য্ওে রয়ে গেল।
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৫
280383
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বাশের বাওয়া কোন জিকির রে ভাই , আপনাদের ঠোটে লিপিস্টিক মাখা পির সাহেব যখন ওয়াজ করে তখন এরা বাশ বেয়ে উপরে ওটে কেন ?
আর বললেন যে যারা ড্যান্চের তালে তালে চলতে চলতে অভ্যাস !!
আপনি কি ভাবে বুঝলেন ?
মওদুদীর সাথে আপনি লিপিস্টিক আলার তুলনা করলেন !!
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
281496
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : যারা বাশ বেয়ে উঠে তাদেরকে জিজ্ঞাসা করুন ।মিথ্যাচার করা মউদুদী পূজারিরা ইবাদাত মনে করে ,যা আপনি এখন করলেন।
ড্যান্সের তালে চলতে অভ্যাস না হলে আল্লাহর জিকির করা মানুষকে ড্যান্সের সাথে তুলনা করা কোন মুর্খতার কাজ।
যারা ড্যান্স করে তারাই জানে কোনটা ড্যান্স আর কোনটা কি।
মউদুদীর সাথে শয়তানের তুলনা চলে অন্য কারো নয়।
দেখুন মউদুদী চেলাদের কাজ।




০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
281517
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার পোষ্টকৃত ফটোর সাথে খারাপ কোন দিক কি দেখাতে পেরেছেন ! মনে হয় না
আর আপনি কি এমন কোন দলিল দিয়ে বলতে পারবেন আল্লাহর রাসুলের কোন সাহাবী এমন ভাবে বাশ বেয়ে জলসার ভিতর উপরে উঠেছে বা আপনাদের বর্তমানের নিয়মে জিকির করেছে ?
বাশ বাইবেন কন্চি কাটতে জিকিরের সময় মুরুব্বিদের ঘাড়ের উপর দিয়ে বেয়াদবি বন্ধ করুন
আর মওদুদির কথা বললেন !
তাকে তো সৌদিআরব আলারা ওস্তাদ হিসেবে বলেই দিয়েছে তার ব্যাপারে আশা করি আর একটু লেখাপড়া করুন ভুল ভেঙ্গে যাবে
আপনাকে ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫১
281667
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : সৌদী আরব ওয়ালারা বলতে কাদেরকে বুঝিয়েছেন ??? ইহা হল সাধরন মানুষকে ধোকা দেয়ার একটা জগন্য মিথ্রাচার আপনাদের।
আর এই ছবির মধ্যে দোষের কিছু খূজে পান নি ।
পাবেনই কেন ,ইহাতো মউদুদী ধর্ম মতে বিলকুল হালাল।তাই না পা্ওয়াটাই স্বাভাবিক।

নির্দোষ মউদুদীবাদী গুরুদের আরো কিছু একান্ত অন্তরঙ্গ মুহুর্তের ছবি ! কি মচৎকার।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫২
281668
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন :
নির্দোষ মউদুদীবাদী গুরুদের আরো কিছু একান্ত অন্তরঙ্গ মুহুর্তের ছবি ! কি মচৎকার।


০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৩
281669
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন :
নির্দোষ মউদুদীবাদী গুরুদের আরো কিছু একান্ত অন্তরঙ্গ মুহুর্তের ছবি ! কি মচৎকার।


০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৫
281671
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন :
নির্দোষ মউদুদীবাদী গুরুদের আরো কিছু একান্ত অন্তরঙ্গ মুহুর্তের ছবি ! কি মচৎকার।


০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩১
281679
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই মিথ্যাবাদীতো জীবনে অনেক দেখেছি তবে আপনার মতো দেখি নাই
সাইদি সাহেবের ওখানে যেই ফটোগুলো দেখাইলেন সেটাকে আপনার বিবেকের কাছে বা ফটোর দিকে তাকিয়ে দেখেন সেটা ফটোসপে বানানো
ঈমানদারদের ব্যাপারে কোন খারাপ মন্তব্য করার আগে নিজের চেহারা আয়নাতে দেখেন
বাশে চড়তে চড়তে অন্যের ব্যাপারে এত মিথ্যা ফটোসপ দিতে কি আপনার পির শিখায়ে দিয়েছে
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪২
281732
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : এইটা কোন ফটোসফ নয় ,১০০% সত্য।কেন দেখতে ভাল লাগে না।অপকর্ম করতে ভাল লাগে আর দেখতে বুঝি খারাপ লাগে।
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৪
281746
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বেইমানের দল মিথ্যাবাদি বাশে বাওয়া মৃগী রোগী
ফটোশপ কারী , আমি চাই না কোন ফটো শপ করে আপনার মাতো খারাপ কাজ করেতে
জামায়াত বা শিবির কখনো আপনাদের মতো অতো নিচুমন নিয়ে থাকে
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২১
281754
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : কত উচুমানের লিংক সহ দিতেছি দরবেশের দল ।
wait
339049
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! মানুষ এখনো ইসলামের সঠিক জ্ঞান থেকে দুরে থাকার কারনেই এই অবস্থা। সর্বোত্তম ধর্ম ইসলাম হওয়ার পরও আমরা এখনো জাহেলই রয়ে গেলাম। আপনার জন্যে কল্যাণের দোয়া রইলো ভাইয়া!
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০১
280393
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ
লায়লা আপু অনেক দিন পরে আপনাকে ওনলাইনে দেখলাম
আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিক
339053
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাওয়ার আগে একটু ব্যায়াম ভাল!!
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৪
280463
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File