মৃগী রোগীর মত ড্যান্সের তালে 'হু' 'হু' কইরা চিল্লানো আবার কেমন জিকির? হালকায়ে জিকির ! হালকাটারই যদি এই অবস্থা হয়, ভারী'টার জানি কি অবস্থা !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৬:৪৮ রাত
সেদিন রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটার সময়, দূর থেকে কেমন যেন একটা শব্দ শুনতে পেলাম।
গ্রামে গাছ কাটার পর সেটা টেনে গাড়িতে উঠাতে বা কোথাও টেনে নিতে কামলারা সন্মিলিত ভাবে উচ্চস্বরে কতগুলো শ্লোগান তোলে, আপনারা নিশ্চই শুনেছেন।
আমার শোনা শব্দটা অনেকটা ওরকমই।
কিন্তু ভাবলাম এটাতো গ্রাম না, এটা ঢাকা শহর, এখানে এমন শব্দ কিসের?
পরে শব্দটার কাছে গিয়ে তো আমি অবাক!!
দেখলাম কতগুলো মানুষ মসজিদে বসে চোখ বন্ধ করে জোরসে মাথা ডুলিয়ে এক তালে গায়ের সমস্ত শক্তি দিয়া চিল্লাচ্ছে!!
অনেকটা লেংটা বাবার দরবারে যেভাবে ড্যন্সের তালে বাবাকে ডাকা হয়!!
যদিও তারা এতটা জোরে চিল্লায়না।
এদের সাথে লেংটা বাবার দরবারের পাগলগুলার মধ্যে পার্থক্য হলো,
এখানে মহিলা নেই, আর এখানের পাগলগুলার গায়ে পরিপাটি জামা কাপড় আছে, এইছাড়া বিন্দুমাত্র পার্থক্য নেই!!
এক দোকানদারকে জিঘাইলাম, এই পাগলগুলারে এইহানে জায়গা দিছে কেডা?
ওদের চিল্লানির কারনে দোকানদার সাব আমার কথা তেমন একটা শুনেনাই, তয় আমারে কইলো, অরা নাকি জিকির করতাছে!!
টাসকি খাইয়া গেলাম!
এ আবার কেমন জিকির?
মৃগী রোগীর মত ড্যান্সের তালে 'হু' 'হু' কইরা চিল্লানো আবার কেমন জিকির?
জিকির মানে স্মরন করা, আর একজন গোলাম তার মালিককে কি এভাবে চিল্লায়া স্মরন করে?
দুনিয়ার কোন চাকর যদি তার মনিবকে বইসা বইসা ড্যান্সের তালে এভাবে পাগলের মত চিল্লায়া স্মরন করে, তাইলে তার চাকরি কি একদিনও থাকবে??
চাকরি তো যাবেই, পাশাপাশি হাতে পায়ে শিকল পরানো অবস্থায় যায়গা হবে সোজা হেমায়েতপুর।
কিন্তু ওদের মনিব(আল্লাহ) দয়ালু বইলা এরা এখনো বহাল তবিয়তেই আছে!!
পরে জানতে পারলুম, এই পাগলামীর আবিষ্কারক নাকি আমগো একমাত্র সহিহ পীর্সাফ!!
আর এই পাগলামির নাম হচ্ছে হালকায়ে জিকির!
চিন্তা কর্লাম, হালকাটারই যদি এই অবস্থা হয়, ভারী'টার জানি কি অবস্থা!!!
* আহমেদ ফিরোজ
বিষয়: বিবিধ
১৬৩৫ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
এই বিজ্ঞানের যুগেও ইসলামকে যেই ভাবে উপাস্থাপন করে তাতে ইসলামকে অজ্ঞ বলতে বাদ্ধ হবে
ধন্যবাদ
এভাবেই টিকে আছে যত্তো সব পীর...?
অনেক ধন্যবাদ
মাজারী ও এদের মাঝে পার্থক্য অনেক, একদল মুশরিক, অন্যদল মুমিন। পোষাকের পার্থক্যে কিছু যায় আসে না।
এর বেশি মন্তব্য আর করতে পারছি না।
ড্যান্সের অভিজ্ঞতাই তাদের থাকে ,জিকিরের বুঝ তারা কোথায় পাবে।
নামাজের ভিতরে ক্বিরাত জোড়ে আরে আস্তে পড়ার কি দরকার ছিল ?দয়ালু মা্ওলাতো সবই শুনে।
মউদুদীর নোংড়া মনোভাব তার মুরিদদের মধ্য্ওে রয়ে গেল।
আর বললেন যে যারা ড্যান্চের তালে তালে চলতে চলতে অভ্যাস !!
আপনি কি ভাবে বুঝলেন ?
মওদুদীর সাথে আপনি লিপিস্টিক আলার তুলনা করলেন !!
ড্যান্সের তালে চলতে অভ্যাস না হলে আল্লাহর জিকির করা মানুষকে ড্যান্সের সাথে তুলনা করা কোন মুর্খতার কাজ।
যারা ড্যান্স করে তারাই জানে কোনটা ড্যান্স আর কোনটা কি।
মউদুদীর সাথে শয়তানের তুলনা চলে অন্য কারো নয়।
দেখুন মউদুদী চেলাদের কাজ।
আর আপনি কি এমন কোন দলিল দিয়ে বলতে পারবেন আল্লাহর রাসুলের কোন সাহাবী এমন ভাবে বাশ বেয়ে জলসার ভিতর উপরে উঠেছে বা আপনাদের বর্তমানের নিয়মে জিকির করেছে ?
বাশ বাইবেন কন্চি কাটতে জিকিরের সময় মুরুব্বিদের ঘাড়ের উপর দিয়ে বেয়াদবি বন্ধ করুন
আর মওদুদির কথা বললেন !
তাকে তো সৌদিআরব আলারা ওস্তাদ হিসেবে বলেই দিয়েছে তার ব্যাপারে আশা করি আর একটু লেখাপড়া করুন ভুল ভেঙ্গে যাবে
আপনাকে ধন্যবাদ
আর এই ছবির মধ্যে দোষের কিছু খূজে পান নি ।
পাবেনই কেন ,ইহাতো মউদুদী ধর্ম মতে বিলকুল হালাল।তাই না পা্ওয়াটাই স্বাভাবিক।
নির্দোষ মউদুদীবাদী গুরুদের আরো কিছু একান্ত অন্তরঙ্গ মুহুর্তের ছবি ! কি মচৎকার।
নির্দোষ মউদুদীবাদী গুরুদের আরো কিছু একান্ত অন্তরঙ্গ মুহুর্তের ছবি ! কি মচৎকার।
নির্দোষ মউদুদীবাদী গুরুদের আরো কিছু একান্ত অন্তরঙ্গ মুহুর্তের ছবি ! কি মচৎকার।
নির্দোষ মউদুদীবাদী গুরুদের আরো কিছু একান্ত অন্তরঙ্গ মুহুর্তের ছবি ! কি মচৎকার।
সাইদি সাহেবের ওখানে যেই ফটোগুলো দেখাইলেন সেটাকে আপনার বিবেকের কাছে বা ফটোর দিকে তাকিয়ে দেখেন সেটা ফটোসপে বানানো
ঈমানদারদের ব্যাপারে কোন খারাপ মন্তব্য করার আগে নিজের চেহারা আয়নাতে দেখেন
বাশে চড়তে চড়তে অন্যের ব্যাপারে এত মিথ্যা ফটোসপ দিতে কি আপনার পির শিখায়ে দিয়েছে
ফটোশপ কারী , আমি চাই না কোন ফটো শপ করে আপনার মাতো খারাপ কাজ করেতে
জামায়াত বা শিবির কখনো আপনাদের মতো অতো নিচুমন নিয়ে থাকে
wait
লায়লা আপু অনেক দিন পরে আপনাকে ওনলাইনে দেখলাম
আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিক
মন্তব্য করতে লগইন করুন