এক বাদশাহের জান্নাত তৈরীর ঘটনা !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ আগস্ট, ২০১৫, ১১:০৩:১০ রাত
এক বাদশাহের জান্নাত তৈরীর ঘটনা !!!
বাদশার বড় সখ হলো সে জান্নাত তৈরী করবে।
সখ মোতাবেক সে অনেক ব্যয় করে অনেক বৎসরের সাধনায় জান্নাত তৈরী
করলো। তার তৈরী জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর নারীদেরকে রাখলো।
জান্নাতকে সুসজ্জিত করা হলো।
সাধ্যমত সবরকম সুখের জীনিসও জান্নাতে রাখা হলো। এত সাধের জান্নাত কার দেখতে মন না চায় ?
বাদশাহ সৈন্য সামন্তকে তার ঘোড়া সুসজ্জিত করে সাজাতে হুকুম দিল।
সজ্জিত ঘোড়ায় চড়ে সদলবলে রওয়ানা হলো তার তৈরী জান্নাত দেখার জন্য।
ঘোড়ার পিঠে বাদশাহ তার জান্নাতের দরওয়াজায় পৌছালো। পিছন থেকে এক মুছাফির এসে বললো । বাদশাহ মশাই । আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশাহ বাদশাহী মেজাজে গরম হয়ে গেল।
বললো আর বুঝি সময় পাওনি । যাও রাজপ্রাসাদে গিয়ে অপেক্ষা
করো। আমি আমার জান্নাত দেখে তারপর তোমার কথা শুনবো।
মুছাফির বার বার অনুরোধ করায়ও বাদশাহ তার কথায় কর্নপাত করলো না। মুছাফির ঘোড়ার লাগাম ধরে এক হেচকা টান দিতেই বাদশার হুশ হয়ে গেল। নরম ভাষায় বললো বলো তোমার কি অারজি।
মুছাফির বললো , আপনার কানে কানে বলতে হবে বাদশাহ মশাই।
বাদশাহ তার কান মুছাফিরর মুখের নিকট নিল।
মুছাফির কোমল ভাষায় বললো ।
আমি মালাকুল মওত। তোমার জান কবজের জন্য এসেছি।
বাদশার অন্তরাত্তা কেপে উঠলো।
বললো, এত সখ করে আমি জান্নাত তৈরী করেছি। উহা এক নজর দেখার সুযোগ দিন।
মুছাফির বললো, এক মুহুর্তও নয়। ঘোড়ার পিঠেই তার জান কবজ করে নিল। উক্ত জান কবজে আজরাইল আ: এর মনে খুব কষ্ট লেগেছিল। কারন আল্লাহ পাক তাকে এত কষ্ট করে তৈরী জান্নাত দেখার সুযোগও দিলেন না। তাই।
তারপর। আজরাইল আ: আল্লাহ পাকের নিকট প্রশ্ন করলো ।
হে আল্লাহ তোমার কুদরাত ও মহিমা বুঝার শক্তিতো আমার নেই।
তুমি বাদশাকে কেন জান্নাত দেখেতে দাওনি বিস্তারীত জানালে মনে শান্তনা
পেতাম।
আল্লাহ পাক বললেন। হে আজরাইল। তোমার কি স্বরন পড়ে । সমুদ্রের মধ্যে এক মা সন্তান প্রসব করেছিল্। আমি মায়ের জান কবজের হুকুম করেছিলাম এবং তার অসহায় শিশুকে একটুকরা কাঠের উপর করে বাচিয়েছিলাম ।
তখনও তুমি উ্ক্ত প্রশ্ন করেছিলে। তুমি কি জান এই বাদশাহ সেই সমুদ্রে যাকে
আমি হেফাজত করেছি সেই ব্যক্তি। আজ ক্ষমতা পেয়ে আমার নাফরমানী করছে।
খোদায়ী দাবী করছে। তার নাম বাদশাহ সাদ্দাদ।
আমি সীমালংঙ্গনকারী ও কাফের বেঈমানকে এভাবেই শাস্তি দিয়ে থাকি।
যাতে করে সমগ্র মানব জাতী এর থেকে শিক্ষা গ্রহন করে।
বিষয়: বিবিধ
৫০৩৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্মরণ করিয়ে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকালাহ . . "
আপনাকে আল্লাহ প্রতিদান দিক
অনেক ধন্যবাদ
সম্ভবত এটা ইসরাইলি রেওয়াত?!
আর মনগড়া বা সূত্রহীন হলে ডিলিট করে দেওয়াটাই কাম্য।
মন্তব্য করতে লগইন করুন