!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব-২১) ======================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ আগস্ট, ২০১৫, ০১:৫৭:০৩ দুপুর
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে বিশাল মারামারী হয়েছিল ।
শেষ মেষ সেই মারামারীর ফলাফল গিয়ে মহীরুপ ধারন করেছিল এক কামলার ( দিনমজুরের ) উপর দিয়ে।
বেচারাকে প্রতিপক্ষের সাথে কাজ করার অপরাধে এমন মারা মারলো যে তার মাথাটা ইটের উপর দিয়ে থেতলে দিয়েছিল।
সাথে সাথেই সেই দিনমজুর শাকা মালিতা মারা গেঠে পর দেখলাম গ্রামটা খা-খা করছে।
রাত্রের মধ্যেই হামলাকারারীরা সব মাল-পত্র নিয়ে দুরদুরান্তে আত্বিয়ের বাড়ীতে আশ্রয় নিয়েছে আর বয়স্করা গোপনে দুরদুরান্ত থেকে ভাড়ায় লোক এনেছে প্রতিপক্ষর সাথে চুড়ান্ত ফায়সালা করার জন্য।
কি এলাহী কান্ড ! সেটা না দেখলে বিশ্বাস করার মতো না ।
বাজার ঘাটে কেউ একান্ত কাজ না থাকলে যাচ্ছেনা আর কেউ যাচ্ছেতো সঙ্গে কাউকে না কউকে নিয়ে যাচ্ছে।
আমার ইমিডিয়েট ছোট বোন যাকে তার স্বামীর হাতে স্বামীর পরকিয়ায় বাধা দেওয়ার কারনে প্রান দিতে হয়েছিল তার বিবাহ দিন ছিল ।
তখন বেশীর ভাগ বিবাহ রাত্রেই সম্পন্ন হতো ।
প্রতিকুল অবস্থার ভিতর দিয়ে প্রায় ৬০ জন বরযাত্রি আমাদের বাড়ীতে এসে হাজির ।
এত লোকের সমাগম দেখে প্রতিকুলতার ভিতর প্রশ্ন করা স্বাভাবিক তাই অনেকে ধারনা করেছিল আমাদের বাড়ীতে বরযাত্রির ব্যানারে কেউ না কেউ আসতে পারে কিন্তু পরে সব কিছু ভেস্তে গেছে।
পরের দিন জুমার নামাজের পরে মেহমানরা খানা খেয়ে চলে যাবে কিন্তু পরিস্থিতি এতই ভয়ংকর হলো যে কেউ জুমার নামাজ পড়তে যেতে পারলো না।
দেশিয় অস্রে সজি্জত হয়ে একে অপরকে হামলা করতে প্রস্তুত । দুর থেকে হুংকার দিচ্ছে শালারা সামনে আয় মজা দেখাচ্ছি ! আবার এরা অনুরুপ করতে করতে বিকাল হলে পুলিশ এসেছে।
পুলিশকে দেখে উভয় পক্ষ পিছে হটেছে বটে ক্ষোভ দমন হয়েছিল অনেক পরে যখন উভয় পক্ষের কয়েক লক্ষ টাকা পুলিশের পেটে ঢুকেছিল।
যাই হউক বিকালে আমাদের মেহমানরা চলে গেছে আর কয়েকজন তো সাামনাসামনি বলেছে যদি বেচে থাকি জীবনেও এমন এলাকায় আসব না।
সেই সাকার মরদেহর জানাজা নামাজ পড়ানোর কোন লোক পাচ্ছিল না , মৌলভী সাহেবরা সবাই কারোর আক্রমনের স্বীকার না হতে দুরে আত্মগোপন করেছিল , শেষ মেষ জানাযাটা আমাকে পড়াইতে হয়েছিল যদিও আমার জানা ছিল না।
এক মুরুব্বি সব কম্পিলিট করে দোয়া গুলিকেও দেখে রিভাইজ করেছিলাম তারপর সেটা সম্পুর্ন করেছিলাম
পরের পর্বে দেখা হবে
বিষয়: বিবিধ
১৪৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন