হযরত উমার (রাঃ) এর শাসন আমলঃ-একদিন দু’জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল তাঁর দরবারে বিচারের জন্য

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ আগস্ট, ২০১৫, ১২:৫২:৪১ রাত



হযরত উমার (রাঃ) এর শাসন আমলঃ

একদিন দু’জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল তাঁর দরবারে। উমর

(রাঃ) তাদের কাছে জানতে চাইলেন যে, ‘ব্যাপার কি, কেন তোমরা একে

এভাবে টেনে এনেছ ?’ তারা বলল, ‘এই বালক আমাদের পিতাকে হত্যা

করেছে।’

উমর (রাঃ) বালকটিকে বললেন, ‘তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ?’

বালকটি বলল, ‘হ্যা, আমি হত্যা করেছি তবে তা ছিল দূর্ঘটনাবশত, আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুড়ে

মারল, যা উটের চোখে লাগে।

আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল।

যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি,পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়।’

উমর (রাঃ) দু’ভাইকে বলেলন, ‘তোমরা কি এ বালককে ক্ষমা করবে?’

তারা বলল, ‘না, আমরা তার মৃত্যূদণ্ড চাই।’

উমর (রাঃ) বালকটির কাছে জানতে চাইলেন, ‘তোমার কি কোন শেষ ইচ্ছা আছে?’

বালকটি বলল, ‘আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য

কিছু সম্পদ রেখে যান, যা আমি এক যায়গায় লুকিয়ে রেখেছি।

আমি তিন দিন সময় চাই, যাতে আমি সেই জিনিস গুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন।’

উমর (রাঃ) বললেন, ‘আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি এক জন

জামিন জোগাড় করতে পার, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে?’

বালকটি দরবারের চারদিকে তাকাল এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল

না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল।

হঠাত্ দরবারের পেছন থেকে একটি হাত উঠল।

কার হাত ছিল এটি?

প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী (রাঃ), তিনি বললেন, ‘আমি তার জামিন হব।’ চিন্তা করুন জামিন মানে হল, যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারী (রাঃ) এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল। এক দিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসল না, তৃতীয় দিনে দু’ভাই আবু যর গিফারী (রাঃ) এর কাছে গেল।

আবু যর (রাঃ) বললেন, ‘আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব।’

মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী (রাঃ) দরবারের দিকে রওনা হলেন।

মদিনার লোকজন তাঁর পেছন পেছন যেতে লাগল। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর (রাঃ) একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন।

হঠাত্ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসল। লোকেরা সবাই অবাক হল।

উমর (রাঃ) বললেন, ‘হে বালক তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমার

পিছনে কোন লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল?’

বালকটি বলল, ‘আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিন কিন্তু সে তা রাখে নি তাই আমি ফিরে এসেছি।’

উমর (রাঃ) আবু যর (রাঃ) কে বললেন, ‘হে আবু যর তুমি কেন এই বালকের

জামিন হলে?’

আবু যর (রাঃ) বললেন, ‘আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন, আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করে নি।’

এ কথা শুনে দুই ভাই বলল, ‘আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করে নি।’ তারপর বালকটি মুক্তি পেল।

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338339
২৯ আগস্ট ২০১৫ রাত ০১:২২
মাটিরলাঠি লিখেছেন : ভাই অভিযুক্ত বালকটির বয়স কত ছিল?
২৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১১
279855
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : প্রাপ্ত বিবরনীতে তো পেলাম না যদি জানা থাকে তবে বলবেন প্রিজ !!
338350
২৯ আগস্ট ২০১৫ রাত ০৪:৫৫
শেখের পোলা লিখেছেন : এঁরাই ছিলেন প্রকৃত মুসলমান৷ সুবহানাল্লাহ৷
২৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১২
279856
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুবহানআল্লাহ
338372
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:০৮
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : চমৎকার পোস্ট। জাযাকাল্লাহ-------
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৫০
279870
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
338374
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৯
279869
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
338379
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৩
হতভাগা লিখেছেন : মুসলমানদের কথা রাখার পাশাপাশি রাগও নিয়ন্ত্রন করা জরুরী ।
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৫০
279871
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি
Good Luck Good Luck Good Luck Good Luck
338429
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪১
তানভিরুল হাসান লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪২
279907
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
338546
৩০ আগস্ট ২০১৫ সকাল ০৬:০৯
জাইদী রেজা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৩
280013
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
338908
৩১ আগস্ট ২০১৫ রাত ০৯:০৫
এ,এস,ওসমান লিখেছেন :
‘আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিন কিন্তু সে তা রাখে নি


‘আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন, আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করে নি।’

কথা দুটো মারাত্বক ছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File