বুবু আমারে বাঁচাও, পাঁচ লাখ টাকা না দিলে আমারে মাইরা ফালাইব। বুবু আমারে বাঁচা'
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ আগস্ট, ২০১৫, ১২:০৭:৩৮ রাত
এই আকুতিটি কোন যুদ্ধ বিধ্বস্ত দেশের কোন যুবকের প্রাণের আকুতি নয়, এটি আমাদেরই কারো মায়ের পেটের ভাইয়ের আকুতি।
এটি আফ্রিকার কোন দেশের ঘটনা নয়, এটি আমাদের বাংলাদেশেরই একটি ঘটনা।
এটি কোন বিদেশী হানাদার বাহিনীর অপকর্মের কাহিনী নয়, এটি আমাদের দেশের পুলিশ বাহিনীর বর্তমানে হিংস্র হয়ে ওঠা এক হায়েনার দলের কথা।
'বুবু আমারে বাঁচাও। পাঁচ লাখ টাকা না দিলে আমারে মাইরা ফালাইব। বুবু আমারে বাঁচা।
'-এই আর্তনাদ ২৩ বছরের যুবক নাহিদের। রাজধানীর মিরপুরের বাসিন্দা নাহিদ প্রাণে বাঁচতে পুলিশি বেষ্টনীর ভিতর থেকে আকুতি জানিয়েছিল তার বোন শিলার কাছে। কিন্তু নাহিদকে বাঁচাতে সেই পাঁচ লাখ টাকা জোগাড় করতে পারেনি শিলা।
৫০ হাজার টাকা নিয়ে হাজির হয়েছিল পুলিশের কাছে। কিন্তু সেই টাকা মুখের ওপর ছুড়ে মেরে পুলিশ বলে, হবে না। এক দাম পাঁচ লাখ! এক টাকা কম হলেও চলবে না। চার দিন পর নাহিদকে খুঁজে পাওয়া যায়। কিন্তু জীবিত নয়। গুলিবিদ্ধ লাশ হয়ে পড়েছিল ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
দেশনেত্রী ২০০৮ এ বলেছিলেন '' দেশ বাঁচাও মানুষ বাঁচাও'' বাস্তবে কি উপলব্ধি করছেন ?
বিষয়: বিবিধ
৯৩৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই কারণ
মন্তব্য করতে লগইন করুন