পিলখানায় নিহত পরিবার এবং পুরো জাতির কাছে ক্ষমা চাই -সাবেক সেনা প্রধান মইন ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ আগস্ট, ২০১৫, ০৪:১১:১৮ বিকাল
পিলখানায় নিহত পরিবার এবং পুরো জাতির কাছে ক্ষমা চাই -সাবেক সেনা প্রধান মইন ।
পিলখানা হত্যার সময় আধাঘণ্টা কার সাথে আলাপ করেছিলেন শেখ হাসিনা ?
সাবেক সেনাপ্রধানের ভাই জাবেদ বলেই ফেলেলেন ভাইয়ের ক্ষমার কথা । পিলখানা হত্যায় সেনাবাহিনীর যে ক্ষতি হয়েছে তা বাংলাদেশে অপূরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে সাবেক সেনা প্রধান মইন
পিলখানার ঘটনা জেনারেল মইনকে সেনা বাহিনীর কাছে বিতর্কিত করতে নানা ষড়যন্ত্র চলে সে সময় ।এমনই তথ্য জানিয়েছেন
জেনারেল মইনের ভাই জাবেদের অতি আপন বন্ধু ............।
হাসিনার পতনের শেষ সময়ে এসে জেনারেল মইনের ভাই জাবেদ মুখ খুলছেন কেন ?
পিলখানা হত্যাযজ্ঞের খবর পাওয়ার সাথে সাথে তিন বাহিনীর প্রধান মিলে পিলখানা আক্রমনের সিদ্দান্ত নেন ।
জেনারেল মইন এই খবর প্রধানমন্ত্রিকে জানানোর পর প্রধানমন্ত্রী সময় চান আধাঘণ্টার ।
ওই আধাঘণ্টাই বাংলাদেশের ইতিহাসে নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উম্মচণ হতে দেয়নি । আধাঘণ্টার সময়ের ভিতর হাসিনা অজানা ব্যক্তিদের সাথে ফোন আলাপ করে জেনারেল মইনকে জানিয়ে দেন এভাবে আক্রমন করলে আরো রক্তপাতের সম্বাবনার কথা ।
ইচ্ছা থাকা সত্ত্বেও নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীর আদেশ মানতে বাধ্য হন জেনারেল মইন।
ওই আধাঘণ্টা কার সাথে আলাপ করেছিলেন শেখ হাসিনা ?
যখন জানতে পারেন জেনারেল মইনরা তখন সব শেষ ।
সেনাবাহিনীতে নড়বড়ে অবস্থা তৈরি হয়ে যায় মইনেদের বিরুধ্যে । সেনাবাহিনীর এক পক্ষ ভারতের 'র' এর বদলতে হাসিনার সাথে হাত মিলিয়ে দুর্বল করে ফেলে দেশ প্রেমি সেনা অফিসারদের ।
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে সব অফিসারেরা সে সময়ে পিলখানার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উষ্মা প্রকাশ করেন,শোনা যায় যে চাকরি শেষ হবার কয়েকদিন আগে মঈন তাদের সবাইকে টার্মিনেট করে যান।
আর ৫৭ জন সেনা অফিসারের রক্তে ভেসে যাওয়া পিলখানার বিচার সামান্য ক্ষমাতে শেষ হয় কোন হিসাবে?
হিসাব হবে কড়ায় গন্ডায়!
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন