ভারতের লাইভ টিভি চ্যানেল জাকির নায়েকের এক উ্ত্তরেই বাকী প্রশ্ন ভুলে গেছে সব ভি আই পি উপস্থিতরা।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২০ আগস্ট, ২০১৫, ১০:১৯:৫৭ রাত



একবার ভারতের একটি টিভি চ্যানেলের আয়োজন করা এক অনুষ্ঠানে সেদেশের বড় বড় সব ভি আই পি রা উপস্থিত ছিলেন।

সেখানে ড. জাকির নায়েক এবং বলিউড কিং শাহরুখ খানও ছিল।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, ড. জাকির নায়েককে কৌশলে বিব্রত করার জন্য

শাহরুখ খান ড. জাকির নায়েককে প্রশ্ন করলেন,- 'আচ্ছা ড. সাহেব!

দাড়ি সম্পর্কে আপনি কি বলেন?

ড. জাকির নায়েক চাইলে কোরআন- হাদিসের রেফারেন্স টেনে শাহরুখকে

জবাবটা দিতে পারতেন।

কিন্ত, সেটি করলে অনেকটা 'উলুবনে মুক্তা ছড়ানো'র মত হয়ে যেত। তাই, যুক্তির কারিগর ড. জাকির নায়েক যুক্তিতে চলে গেলেন।

উনি বললেন, - ধরুন আপনার হাতে একটি প্রশ্নপত্র দেওয়া হয়েছে।

প্রতিটি প্রশ্নের মান নির্দিষ্ট করা আছে।

ঠিক সেভাবে ইসলামটাকে আপনি একটি প্রশ্নপত্র মনে করুন। ধরুন, এখানে

আপনাকে নামাজের জন্য নাম্বার দেওয়া হবে ২০, রোজার জন্য ২০। এভাবে করে নাম্বারগুলো নির্দিষ্ট করে দেওয়া হল, এবং দাড়ির জন্য দেওয়া হল ৩।

এখন আপনি যদি একজন এ প্লাস প্রত্যাশী ছাত্র হন,তাহলে আপনার কাছে কিন্ত ১ নাম্বারটাও অনেক গুরুত্বপূর্ন।

এই ১ নাম্বারের জন্য আপনার লেটার মার্ক মিস হতে পারে।তাই আপনার কাছে

কোন প্রশ্নই বাদ দেওয়ার সুযোগ নেই।

আপনাকে যেমন ২০ নাম্বারের নামাজ,২০ নাম্বারের রোজার ঠিক উত্তর দিতে

হবে,তেমনি ৩ নাম্বারের দাড়িরও ঠিক উত্তর দিতে হবে।কারন আপনি এ প্লাস

প্রত্যাশী।

আর যদি মনে করেন যে, 'না , আমি কোন রকমে পাশ করব', তাহলে আপনি চাইলে ৩ নাম্বারের দাড়ি টা ছেড়ে দিতে পারেন।

তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি কেবল পাশের জন্য পড়েন, তাহলে আপনার ফেল করার আশঙ্কাই থাকবে বেশি।

তো, যেখানে আপনি চিরকাল থাকবেন, সেখানে কি কোনভাবে টেনেটুনে পাশ

করতে চান, নাকি ভি আই পি হয়ে থাকতে চান?

আপনি তো এই সময়েরই ভি আই পি।

আপনি কি চান না আখিরাতেরও ভি আই পি হতে?

ড. জাকিরের যুক্তি শুনে শাহরুখ আর কিছু বলার সাহস পায়নি।

মুচকি হেসে চলে গিয়েছিল।।

বিষয়: বিবিধ

১৯৭৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337208
২০ আগস্ট ২০১৫ রাত ১০:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২০ আগস্ট ২০১৫ রাত ১০:৪৪
278877
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু
আপনাকেও অনেক ধন্যবাদ
337213
২০ আগস্ট ২০১৫ রাত ১১:১৩
বিনো৬৯ লিখেছেন : অদ্ভূত সুন্দর উত্তর! মাশাআল্লাহ
২১ আগস্ট ২০১৫ রাত ১২:০৪
278879
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ রব্বুল আলামিন ওনার মতো দায়িদেরকে আরো জ্ঞানের পরিসিমা বৃদ্ধি করুক
আমিন
337216
২০ আগস্ট ২০১৫ রাত ১১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অত্যন্ত চমৎকার অনুষ্ঠান ছিল সেটা। ডঃ জাকির নায়েক খুবই যুক্তিপুর্ন ভাবে অন্যদের মুকাবিলা করেছিলেন।
২১ আগস্ট ২০১৫ রাত ১২:০৫
278880
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওনাকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক যাতে বাতিলের প্রশ্নের সঠিক জবাবের মাধ্যমে ইসলামের শ্রেষ্টত্ব প্রমানিত হয়
আমিন
337222
২১ আগস্ট ২০১৫ রাত ১২:২৬
আফরা লিখেছেন : আচ্ছা ভাইয়া আপনি দিনে কয়টা পোষ্ট দেন ? এত লিখেন কি ভাবে ?
২১ আগস্ট ২০১৫ রাত ১২:৩০
278885
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খেয়ে দেয়ে যদি কারো কাজ না থাকে তো সে কি করবে বলেন ?
আপা সারাদিন লেপটপ নিয়ে পড়ে থাকি ( মাইন্ড করবে না এখন মনে হচ্ছে এটা আমার পরিবারের মতো )
অফিস থেকে বাসা শুধুই এটা ,
২১ আগস্ট ২০১৫ রাত ১২:৩৪
278887
আফরা লিখেছেন : আপনি মাইন্ড করেন নাই তো ভাইয়া ? আসলে আমার একটা লিখা লিখতে অনেকদিন সময় লাগে তাই সরল মনে পরিবারের একজন ভেবেই জানতে চেয়েছি ভাইয়া ।
২১ আগস্ট ২০১৫ রাত ১২:৪৩
278891
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আসলে আপু ঘটনা হলো আগে ছোট গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখতাম কিন্তু সেটা কোন দিনও প্রকাশ করা সম্ভব হয়নি তাই এখন অপাতত সেটার দিকে নজর দেই না।
তাছাড়া সৌদিআরব থাকি পরিবার নাই সাথে প্রচুর সময় হাতে। অফিসে গেলেও তেমন কাজের চাপ সবসময় থাকে না। আমি একটা কম্পানিতে এ্যাডমিনিস্টেশন অফিসার হিসেবে কর্মরত
দোয়া করেন যে অতিসত্তর পরিবারের কাছে যেতে পারি, বিভিন্ন দেশ মিলে ২৪ বছর বিদেশে আছি
২১ আগস্ট ২০১৫ রাত ১২:৫০
278894
আফরা লিখেছেন : আপনার প্রবাসের বয়স আমার জন্মের বয়স আপনি আমাকে আপু আপু বলেন কেন ভাইয়া ? অবশ্য দুয়া করি আল্লাহ আপনাকে আপনার পরিবারের সাথে মিলিত করুন ।
২১ আগস্ট ২০১৫ রাত ১২:৫২
278895
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অপরিচিত যেই কোন বোনকে এই ভাবে সম্মোধন করাই বান্চনিয়
আপনাকে অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২১ আগস্ট ২০১৫ রাত ০২:০৮
278918
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মোহাম্মদ আব্দুল মতিন মুন্সির সাথে কথা বলতে চাই আমি....! সম্ভব হলে ইমেল এড্রেস দিন প্লিজ।
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৩
278963
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন :
337233
২১ আগস্ট ২০১৫ রাত ০২:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Watch "Bangla | Talk Show - An Analysis 2010 by Dr. Zakir Naik (Full)" on YouTube
https://youtu.be/DRng-dgwuPI

আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর ভালো লিখেছেন এবং একটি অতীতের ঘটনা স্বরন করিয়ে দিলেন!

ডাঃ জাকির নায়কের সাথে টিভি অনুষ্ঠানটির উদ্দেশ্য ভালো ছিলোনা....।

ওটা ছিলো পিস টিভি চালু হবার আগের অনুষ্ঠান, পিস টিভি চালু হবার পর এই অনুষ্ঠানের ব্যাপারে পূর্নাঙ্গ একটি অনুষ্ঠান করা হয়েছিল। উপরে অনুষ্ঠানে লিংক দিলাম। ধন্যবাদ।
337262
২১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪১
নাবিক লিখেছেন : দারুণ জবাব, ভালো লাগলো
337341
২১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০০
শেখের পোলা লিখেছেন : আল্লাহ জাকির নায়েককে দীর্ঘজীবি করুক৷ধন্যবাদ আপনাকে৷
২১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
279016
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
আপনাকেও ধন্যবাদ
337640
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:১৫
কাওছার জামাল লিখেছেন : ভেরি ইন্টারেষ্টিং
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:৫২
279304
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File