কবরস্থানের টাকা আত্মসক, আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা , মুখোশ উম্মোচনের শুরু হয়েছে ক্ষমতায় থাকইতেই , ক্ষমতা ছাড়লে কি হবে পারে ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২০ আগস্ট, ২০১৫, ০৯:০২:০০ রাত



পারিবারিক কবরস্থানকে এলাকাবাসীর দেখিয়ে উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ এনেছিলেন লোহাগাড়া উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক।

কিন্তু কবরস্থানের কোন উন্নয়ন না করে সরকারি বরাদ্দের এক লক্ষ ৭০ হাজার ৬৭২ টাকা আত্মসাত করেছেন ওই আওয়ামী লীগ নেতা।

কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া থানায় ওমর ফারুকসহ চারজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওমর ফারুক লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। বাকি তিন আসামি হলেন, এলজিইডির লোহাগাড়া উপজেলার উপসহকারী প্রকৌশলী আবু তৈয়ব, পদুয়া ইউপির সাবেক সদস্য আয়ুব আলী এবং স্থানীয় গণ্যমান্য হিসেবে প্রকল্পের সভাপতি নুরুল কবির।

কবরস্থানের বিষয়টি খুবই স্পর্শকাতর। এখানে কোন ধরনের দয়া দেখানোর সুযোগ নেই। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে।

বিষয়: বিবিধ

৮০১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337236
২১ আগস্ট ২০১৫ রাত ০২:৫৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হি হি হি হি হি হি.....!
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৭
278965
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
337274
২১ আগস্ট ২০১৫ সকাল ১০:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাজার ব্যবসায় এগিয়ে আওয়ামি লিগ। কবর ব্যবসায় পিছিয়ে থাকবে কেন???
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৮
278966
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : good
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File