মায়ের অভিশাপে সুন্দরীর ফাঁদে আল্লাহর ওলী! ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২০ আগস্ট, ২০১৫, ০৬:১৯:৪৯ সন্ধ্যা



বনী ইসরাঈলের যুগের ঘটনা।

জুরাইজ নামে একজন নেককার ও বুযুর্গ ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা খানকায় ইবাদতে মাশগুল থাকতেন। একদিন তাঁর মা তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য আসে। তখন তিনি নামায আদায় করছিলেন। মা তাঁকে ডাকলেন, হে জুরাইজ! তিনি মনে মনে বললেন, হে আল্লাহ! একদিকে আমার মা, অপরদিকে আমার নামায, এই বলে তিনি নামাযে মশগুল হয়ে গেলে। তাঁর মা এসে ডাক দিলেন, জুরাইজ!

তিনি আবারও চিন্তা করলেন, হে আল্লাহ! একদিকে আমার মা, অপরদিকে আমার নামায কি করে মার সাথে কথা বলি। তারপর তিনি নামাযে ব্যস্ত হয়ে গেলেন। তাঁর মা আগের দিনের মত ফিরে যান। তৃতীয় দিনও মা এসে দেখেন, জুরাইজ নামায আদায় করছে। তিনি ডাক দিলেন, হে জুরাইজ! তিনি মনে মনে বললেন; হে আল্লাহ!

একদিকে আমার মা, অপরদিকে আমার নামায। নামাযের মধ্যে কি করে জবাব দিই। তিনি চুপ রইলেন, অতঃপর নামাযে ব্যস্ত হয়ে গেলেন। এতে তাঁর মা মনে খুব কষ্ট পেলেন এবং রাগান্বিত হয়ে বদ দু’আ করলেন, হে আল্লাহ! চরিত্রহীন ব্যভিচারী নারীর চেহারা না দেখিয়ে তাকে মৃত্যু দিও না। এ বদ দু’আ করে নিরাশ হয়ে তিনি সেখান থেকে চলে যান।

ইতোমধ্যে বনী ইসরাঈলের লোকদের মাঝে জুরাইজ ও তাঁর ইবাদত বন্দেগীর কথা আলোচনার বিষয়ে পরিণত হয়। এমন সময় এক অনিন্দ সুন্দরী ব্যভিচারী মহিলা লোকদেরকে বললো, তোমরা যদি মনে করো, তাহলে আমি তাঁকে কাজে ফাঁসিয়ে দিই। মহিলা জুরাইজের খানকায় উপস্থিত হলো এবং তাঁকে অপকর্মের আহ্বান করে। কিন্তু জুরাইজ তার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি।

সে জুরাইজ থেকে নিরাশ হয়ে জুরাইজের খানকায় যাতায়াত করত। মহিলাটি এক রাখালের কাছে গিয়ে নিজেকে উপস্থাপন করে। রাখাল তার ষড়যন্ত্রের শিকার। মহিলাটি গর্ভবতী হয়ে একটি বাচ্চা প্রসব করে। আর প্রচার করতে থাকে, বাচ্চাটি জুরাইজের কারণে ভূমিষ্ঠ হয়েছে। মহিলাটির এ অপপ্রচার শুনে লোকজন জুরাইজের প্রতি ক্ষিপ্ত হয়ে তাঁর খানকার সামনে জড়ো হয়। তাঁকে খানকা থেকে টেনে হেঁচেড়ে বের করে খানাকাটি ভেঙ্গে ফেললো এবং তাঁকে প্রচণ্ড মারধর করে।

জুরাইজ তাদের জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? তারা বলল, তুমি এ নষ্টা ব্যভিচারিনী মহিলার সাথে ব্যভিচার করেছো। আর তোমার মাধ্যমে তার একটি সন্তানও ভূমিষ্ট হয়েছে। তিনি লোকদেরকে বললেন, ঠিক আছে, শিশুটি কোথায়, তাকে নিয়ে এসো। তাকে আনা হলো। তিনি বললেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি দু রাকাআত নামায আদায় করি।

নামায শেষ করে তিনি নবজাতক শিশুটির পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, বল, তোর বাবা কে? শিশুটির যবান খুলে যায়। সে বললো, ওমুক রাখাল আমার বাবা। একথা শুনে জুরাইজের প্রতি লোকদের ভক্তি-শ্রদ্ধা আরো বেড়ে যায়, তারা তাঁকে চুমু দেওয়া শুরু করে, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বললো, তোমার এ খানকা আমরা সোনা দিয়ে নির্মাণ করে দেব। তিনি বললেন, না, তার প্রয়োজন হবে না। যেভাবে ছিল সেভাবে মাটি দ্বারা নির্মাণ করে দাও। তাই করা হলো।

শিক্ষা : মায়ের দোয়া বা বদ দোয়া আল্লাহর নিকট সবার আগে কবুল হয়ে থাকে। মাকে কোরআনে ‘উফ’ শব্দটি পর্যন্ত না বলার জন্য বলা হয়েছে। উল্লিখিত ঘটনায় মায়ের বদ দোয়ায় একজন আল্লাহর ওলীকেও সাধারণ মানুষদের নিকট লাঞ্চিত হতে হল। ঘটনাটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

বিষয়: বিবিধ

৩৪৫৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337163
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
নাবিক লিখেছেন : আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুন।
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
278828
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
আপনাকে অনেক ধন্যবাদ
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
337188
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:১৯
আফরা লিখেছেন : অনেক সুন্দর আপনাকে ধন্যবাদ ।এই গল্পটা আমি মামনির কাছে শুনেছিলাম ।
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:৩০
278862
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ
337196
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:০৩
278866
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
337198
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:১১
ইসলামী দুনিয়া লিখেছেন : মনে হচ্ছে ঘটনার প্রথমাংশটি বাড়িয়ে লেখা, পরের অংশটি ঠিক আছে। তারপরেও যদি দলিল দিতেন বিশ্বাস করতাম।
337199
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এটা কেমন কথা বললেন আপনাকে বিশ্বাস করানোর জন্য দলিল দিতে হবে কথাটা একটু শুনতে কেমন লাগে না
337238
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আশ্চর্য লাগলো...! কথা গুলো।
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৭
278964
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ারাহমাতুল্লাহ
কি আর বলব.........
337315
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মায়ের অবাধ্যতার ফল দুনিয়াতে পাওয়া যায়..সাবধান প্রিয় ভাই ও বোনেরা... অনেক ধন্যবাদ
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৬
279000
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
337423
২২ আগস্ট ২০১৫ রাত ০৩:৩৭
এলিট লিখেছেন : আপনি অনেক সুন্দর লেখেন। আশা করি আরো ভালো লিখবেন। তবে আশা করি, ইসলামেকে জড়িয়ে এমন আজগুবি কাহিনী থেকে সতর্ক থাকবেন।
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:১৬
279113
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File