অপরের গাছের কদু চুরিতে বাধা না দেওয়াতে আজ নিজের কানের দুল চুরি করছে , জয় বাংলা , ঠেলা সামলা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ আগস্ট, ২০১৫, ০৭:৩১:৩১ সন্ধ্যা
বাড়ীর পাশে অপরের লাউ গাছের লাউ চুরি করে যখন আপনার ঘরে নিয়ে আসছে তখন কি ছেলেটাকে জিজ্ঞাসা করেছেন বাবারে লাউটা কোথায় পেলি ? তুইতো রুজি করিস না ।
আবার যখন সন্তান বাজার করে ঘরে তোলে তখনও জিজ্ঞাসা করেনা টাকা পালি কোথায় ?
হয়তো আপনি মনে মনে ভাবেন সন্তান কোন রাজনৈতিক নেতার সাথে হাটছে যার কারনে সে এই গুলি আনছে
যেই দিন আপনার সন্তান আপনার কানের দুল চুরি করলো সেই দিন আপনি ভাববেন হায়রে আগে থেকে যদি ছেলেটাকে বাধা দিতাম তবে ছেলেটা সংশোধন হয়ে যেত ।
অল্পে বাধা না দেওয়াতে বা অল্পে প্রশ্রয় দেওয়াতে আজ সে বড় অপারেশন করতে সাহস পাচ্ছে।
শেখ হাসিনা আগে মনে করেছিল আমার সোনার ছেলেরা জামায়াত বিএনপির লোক মারছে , ছেলেগুলো কত্তভাল কাজ করছে।
যখন ছেলেগুলি বিএনপি জামায়াতের ব্যাবসা প্রতিষ্টান ঢংশ করছে তখন বোগল বাজাচ্ছেন আর বলছেন সাবাস বেটা হাজার বছর বেচে থাক। অগোচরে তাকে হয়তো পুরুস্কিত ও করছেন।
যেমনটি করেছিলেন জয়নাল আবদিন ফারুকের উপর আঘাত হানা পুলিশকে পুরুস্কৃত করেছিলেন
।
আজ আপনার সেই সোনার ছেলেগুলি আপনার কানের দুল চুরি শুরু করেছে আপানার দলের নেতাদেরকে হত্যা শুরু করেছে।
জয় বাংলা-এখন ঠেলা সামলা।
দেখেন সবশেষ সময়তো যতদুর পারেন বেয়ে যান কারন আপনি
জানতেছেন না যে সামনে আপনার নৌকা চলার মতো পানি নাই।
আপনার নৌকা কিনারে ভিড়ার সাথে সাথে কি হবে হয়তো আপনি কল্পনাও করতে পারবেনা
ইনুরা যে আপনার পরিবারের হত্যায় ইন্দন যোগাইয়াছিল সেটা জানার পরেও আজ সেই কুলাংগার আপনার মন্ত্র্রীত্বের অংশিদার হয় কি ভাবে।
এই কুলাংগার যদি সুযোগ পায় তবে হাসিনা আপনাকেও সে হত্যা করতে পিছপা হবে না
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার
মন্তব্য করতে লগইন করুন