‘শহীদ মিনার’ শব্দটি কি ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক ? যদি না হয় তবে কেন পরিবর্তন করতেছে না ধর্মনিরপক্ষবাদীরা !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ আগস্ট, ২০১৫, ১২:২৫:৩৯ দুপুর



প্রাচীন আরবী ভাষায় শহীদ শব্দের অর্থ সাক্ষী।

পবিত্র কোরআনে শহীদ শব্দটি অনেকবার এসেছে এবং সাক্ষী হিসাবেই ব্যবহৃত হয়েছে।

আবার কোরআন এবং হাদীস অনুযায়ী শহীদ শব্দটি সত্য ও ন্যায়ের জন্য, ধর্মের জন্য জিহাদের মাধ্যমে জীবন উৎসর্গকারী হিসেবে উপস্থাপিত হয়েছে।

কাজেই শহীদ শব্দটিকে জীবন উৎসর্গকারীর জন্য ব্যবহার করা একটি কোরানিক আচরন এবং ইসলাম ধর্মীয় রীতি।

শহীদ শব্দটি কোনভাবেই ধর্ম নিরেপক্ষ এবং অসাম্প্রদায়িক শব্দ নয়।

মিনার শব্দটিও ইসলাম ধর্মে পরিচিত। মসজিদের মিনার থেকে আযান দেওয়া হয়।

প্রচলিত অর্থে শহীদ মিনার শব্দটি একটি ধর্মের পক্ষাবলম্বন বুঝায়। আমাদের মহান মুক্তিযোদ্ধে সকল ধর্মের মানুষ দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের সবাইকে শহীদ আখ্যা দেওয়া হয়।

আমার প্রশ্ন হলো- মহান মুক্তিযোদ্ধে ইসলাম ব্যতিত অন্যান্য ধর্মাবলম্বী জীবন উৎসর্গকারীদের ইসলামী পরিভাষা ‘শহীদ’ আখ্যা দেওয়া কি তাদের প্রতি অসম্মান নয় ?



দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন উৎসর্গ করে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শহীদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য শহীদ শব্দের সমার্থক উপাধীতে ভূষিত করাই সমিচিন। ইসলাম ব্যতিত অন্যান্য ধর্মে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন উৎসর্গকারী ব্যক্তিদের কিভাবে আখ্যায়িত করা যায় সকল ধর্মীয় দৃষ্টিকোন থেকে মতামত আশা করছি।

বিষয়: রাজনীতি

১৪২৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336857
১৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রাজনৈতিক ফায়দা লুটাতে পরিবর্তন না..
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৫
278598
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
Good Luck Good Luck Good Luck
336858
১৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রাজনৈতিক ফায়দা লুটাতে পরিবর্তন করছে না.. অনেক ধন্যবাদ
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৫
278599
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
Good Luck Good Luck Good Luck
336871
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩২
নারী লিখেছেন : তারা এর অর্থই জানেনা
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৫
278608
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Good Luck
336903
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিনার মানে উঁচু স্থাপনা। তথাকথিত শহিদ মিনার মিনার নয় বরং চাতাল হয়েছে!
দেখুনClick this link
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৯
278625
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ
336937
১৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
শেখের পোলা লিখেছেন : অকাট্য যুক্তি৷ চিন্তার বিষয় প্রতি শব্দটি কি হওয়া উচিৎ৷
১৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
278655
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওদের জন্য ওদের ধর্মে কোন শব্দ যদি থাকে সেটা ব্যাবহার করতে হবে আর যদি না থাকে স্বাধীনতার সৈনিক শব্দ ব্যাবহার করা যেতে পারে
Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File