★ মৃত্যু ব্যক্তি পুনরায় জীবিত হওয়ার বিধান থাকলে শেখ মজিব জীবিত হয়ে নেতাকর্মীদের প্রশ্ন করতেন- ১৫ই আগস্ট কোথায় ছিলে তোমরা?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ আগস্ট, ২০১৫, ১০:১৭:৫৪ রাত
★ যদি মৃত্যুর পর কোন ব্যক্তি পুনরায় জীবিত হয়ে পৃথিবীতে আসার নিয়ম থাকলে শেখ মুজিবুর রহমান জীবিত হয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রশ্ন করতেন- ১৫ই আগস্ট কোথায় ছিলে তোমরা?
★ কেন আমার জানাযায় মাত্র ১৭ জন লোক অংশ নিয়েছিলো?
★ আমাকে উতখাতের ষড়যন্ত্র কারী ইনু আজ তথ্যমন্ত্রী কেন?
★ আমার চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলো সেই মতিয়া আজ কৃষি মন্ত্রী কেন ?
★ সেদিন হেলিকপ্টারে সাহায্য চেয়ে পাইনি, সেই একে খন্দকার পরিকল্পনা মন্ত্রী?
★ সে সময়ের সেনাবাহিনী প্রধান নাটেরগুরু কেএমশফিউল্লাহ আওয়ামীলীগের টিকেটে সাংসদ হয় কেন?
★ সেদিন রক্ষী বাহিনীর দফতরে নিরব ভুমিকা পালন করা তোফায়েল মন্ত্রীর
চেয়ারে কেন?
★ আমার নাম ভাঙিয়ে আজ তোমরা নিজেদের পদপদবী বাড়িয়ে নিচ্ছো। সেদিন কোথায় ছিলে তোমরা ?
★ মনের দুঃখে শেখ মুজিব আজ একখানা কবিতাও লিখে ফেলতেন ............
"কম্বল চোরের সন্তানেরে হে মুগ্ধ জননী, আওয়ামীকে মীরজাফর করেছ, মানুষ
করোনি"!
বিষয়: সাহিত্য
১২০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলছিলাম কর্মিদের কথা
তারা মানুষ হয়ে যেত ।
সুতারাং আর দেরী নয়
কিছু কিছু লোকের শাস্তি আল্লাহ তা'য়ালা হয়ত দুনিয়াতে না রেখে পরকালের জন্য স্পেশালভাবে রেখে দিয়েছেন।
মন্তব্য করতে লগইন করুন