মহানবী থেকে ধর্মনিরপেক্ষতার শিক্ষা নিয়েছিলেন বঙ্গবন্ধু :- ’মাহবুব-উল আলম হানিফ '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ আগস্ট, ২০১৫, ০৭:৩১:২৩ সন্ধ্যা
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘মহানবী মদিনা সনদ তৈরি করার সময় বলেছিলেন, যার যার ধর্ম সে সে পালন করবে।
এ থেকেই শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন
মাহবুব-উল আলম হানিফ, ‘ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়।
বঙ্গবন্ধুর সেই ধর্মনিরপেক্ষতা নিয়ে অপব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিল। এখনো এদেশের ধর্ম ব্যবাসায়ীরা ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এই মুর্খ জ্ঞানীটারে জ্ঞান শিখাইতে হবে আর না হয় ............
কতবড় কথা ! মদীনার সনদে কি ধর্মনিরেপেক্ষতার কথা বলা হয়েছিল !! যার যার ধর্ম তারতার অর্থ কি ধর্ম নিরেপেক্ষতা ?
বুঝে আসে না এদের মতো গাধারা কি করে জ্ঞানী সাজে ? একটু কি আল্লাহর ভয় নাই অন্তরে ?
আমার নবীকে মিথ্যা অপবাদ দেওয়া হলো ? ওদের ধর্মনিরেপক্ষতা বোরখা বন্ধ করতে চায় আমার নবীকি বোরখা চালু করেছিল না বন্ধ করেছিল ?
ওরা ইসলামী শিক্ষাকে বন্ধ করেছে কোন কোন ক্ষেত্রে সিমিত করেছে আমার নবী কি এটা করেছিল ?
দেশের সব কিছুকে নিয়ে মিথ্যা বলতে বলতে এখন ইসলামকে নিয়েও শুরু ?
ক্ষমতা থেকে কত কি বললিরে হানিফ !
পট পরিবর্তন হলে ব্লাশফেমি আইনের মাধ্যমে তোদের বিচার হবে এবং সেটা এত কঠিন হবে যে যাতে পরবর্তিতে এমন হিম্মত কোন পাপিস্টরাও দেখাতে ভয় পায়
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ ভূল ব্যাখ্যা দিয়া কুত্তা রে কুত্তা বলে। আসলে এটা হাতি। মানুষ হুদাই কুত্তা কয়।
শয়তানও এদেরকে দেখে মিটি মিটি হাসে
আপনাকে অনেক ধন্যবাদ
আসলে ইন্দিরা জোর করেই বটিকাটি খাইয়েছিল।
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ
তারানা হালিম মন্ত্রিত্ব পাবার পর উনি মন্ত্রীত্ব বাগাবার জন্য হন্যে হয়ে পড়েছেন
মন্তব্য করতে লগইন করুন