»সাঈদী হুজুর মুক্তি পেলেন না,মাওলানা বোরহান উদ্দিন স্যারের রোযা ভাঙ্গাও হলো না ======================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ আগস্ট, ২০১৫, ০৪:৫৯:২৭ বিকাল
»আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর গ্রেফতার হওয়ার পর মেটাংখর হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা বোরহান উদ্দিন অঙ্গীকার করেছিলেন,যতদিন না সাঈদী হুজুর মুক্তি পাচ্ছেন,ততদিন সাঈদী হুজুরের মুক্তির জন্যে রোযা রেখে যাবেন.
আর তাই তিনি নিষিদ্ধ দিন গুলো বাদে এই পাঁচ বছর টানা রোযা রেখে আসছিলেন.গত কয়েক দিন পূর্বে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে.
আল্লাহ তায়ালার কাছে আমরা দোয়া করি,মহান আল্লাহ তায়ালা যেন তার এই গোলামকে জান্নাতুল ফেরদাউস দান করেন.
এবং তিনি যাকে মুক্ত দেখার আশায় রোযা রেখে মৃত্যু বরন করলেন,তোমার সেই মজলুম বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দাও.
»আমিন!!
বিষয়: বিবিধ
২১২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন