!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব ৯) ======================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ আগস্ট, ২০১৫, ০২:৫০:১৬ দুপুর
বাবুই পাখি সাধারনত বাসা করে তাল গাছের পাতা দিয়ে একেবারে উপরে। খেজুর গাছের উপরের পাতায় , যাতে করে ওদেরকে মানুষ কোন ক্ষতি করতে পারেনা ।আরো মজার বিষয় হলো বাবুই পাখির বাসা দুই তালা।
স্বামী স্ত্রী দুইজন দুই তালায় থাকে ।
কিন্তু ঝড় তুফান হলে ওদের বাসাটা ছিড়ে মাটিতে পড়ে যায়।
এমনই একটা তালপাতা আমাদের অনেক পুরাতন এবং লম্বা গাছ থেকে মাটিতে পড়েছে।
সাত সকালে মেজোভাই রাস্তার দিকে যাওয়ার পর দেখলো তালপাতার ভিতর একটা বাবুই পাখির বাসা। তাতে ছোট ছোট দুইটা বাচ্ছা মাথা নাড়াচাড়া করতেছে আর অন্য দুটা বাবুই পাখী মেজোভাইর মাথার উপর দিয়ে উপতেছে।
বাবুই পাখি খুব ছোট্ট হলেও বাব বার মেজোভাই মাথার উপর দিয়ে ছো মারতেছে অর্থাত বলতে চাচ্ছে আমাদের বাচ্চার গায় হাত দিবি না খবরদার।
মেজোভাই নাছোড় বান্দা , বাবুই পাখির বাসা সহ তালপাতাটা টেনে বাড়ীর আঙ্গিনায় নিয়ে আসলো।
তারপর বাবুইর বাসাটা ছিড়ে উঠানে নিলে্ই আমি সহ ছোট বোনরা বাচ্চাগুলিকে দেখতেছিলাম।
কি আশ্চার্য ! আমরা চার ভাই বোন উপস্থিত থাকার পরেও বুড়ো বাবুই পাখি মেজোভাইর মাথায় ঠোকর দিয়েছে। আবারও ঠোকর দেওয়ার জন্য আসতেছে বাবরবার ।
আমরা ৪ জনই ভয়ে বারান্দায় আশ্রয় নিলাম আর দেখতে লাগলাম মা বাবুই পাখি ওদের বাচ্ছাদের জন্য কি করে!!
মা এই দৃশ্য দেখে মেজোভাইকে বকাঝকা করতে লাগলেন তাড়াতাড়ি যেখান থেকে বাচ্চাগুলিকে নিয়ে এসেছিস সেখানে দিয়ে আয়।
কিন্তু কিভাবে দিবে ?
বাচ্চাদের কাছেই যেতে পারেতেছে না্ কেউ।
কিছুক্ষন পরে আমরা লাঠি নিয়ে মেজোভাইর পিছে দাড়ালাম , উনি বাচ্চাগুলিকে আস্তে করে আমাদের ঘরের চালে উঠায়ে দিলেন।
মা বাবা পাখি দুটি বাচ্চাদের কাছে গিয়ে কি আদর করতে লাগলেন না দেখলে বিশ্বাস করা মশকিল এমন আদর করছিল।
বাজ পাখি ছো মেরেছিল বাবুইর বাচ্চা নিতে কিন্তু এত্তবড় বাজকেও ছাড় দেয়নি বাবুই পাখি।
গরু চোরের উতপাত এত বেড়ে গেছে যে এলাকার লোকজন আতংকগ্রস্ত হয়ে গেছে।
এই চোররা রিতিমত মোলা দিয়ে গরুগুলিকে জবাই করতো তারপর চামড়াটা নিয়ে চলে যেত ।
যাবার সময় চিঠি লিখতো এই গরুর গোস্ত খাওয়া যায়েজ আমরা ইসলামী আইন মোতাবক গরু জবাই করেছি।
চোরের মার বড় গলা ! চুরিতো চুরি আবার শিনা জুরি ! চুরিকে জায়েজ বলা !! সেই উতপাতকে সারা এলাকার লোকজন কমিটি করে কয়েকটা চোর ধরার পরে বন্ধ হয়েছিল।
বর্তমান সরকারও চুরি করেছে এখন সেটাকে মোল্রাদিয়ে জায়েজ করতে চাচ্ছে, ইনশাআল্লাহ দেশের জনগন অবশ্বই প্রতিহত করবে
আগামি পর্বে দেখা হবে
বিষয়: বিবিধ
১৬৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন