।।।।।।।।।। ব্রেকিং নিউজ ।।।।। চরমুনাই ভন্ড পীরের ভন্ডামী এমন কেন ? :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ আগস্ট, ২০১৫, ১০:২০:৩৯ রাত
*চোরমুনাই পীর নাকি একবার স্বপ্নে রাসুল (সঃ) এর সাথে সাক্ষাত লাভ
করেন।
তিনি স্বপ্নে দেখেছেন নবী করিম (সঃ) এর কাছে চোরমুনাই পীর মরহুম ফজলুল
করিম সহ বিশ্বের বহু বিক্ষাত আওলিয়া কেরাম বসেছিলেন।
উক্ত বৈঠকে খ্যাতনামা পীর সাহেব রাসুলুল্লাহ (সঃ) এর কাছে জানতে চাইলেন উপস্থিত অলীগনের মধ্যে আল্লাহর দরবারে কার মর্যাদা সর্বোচ্চ বা সবার উপরে।
তখন রাসুলুল্লাহ (সঃ) দাড়িপাল্লা আনতে বললেন দাড়িপাল্লা আনা হলে
তিনি এক পাল্লায় সকল অলীদের উঠালেন ,এবং অপর পাল্লায় চোরমুনাই পীরকে
উঠালেন।
দেখা গেলো সকল আল্লাহর অলীর চেয়ে চোরমুনাই পীরের পাল্লা ভারী হয়ে গেল।এখানে মর্যাদা বোঝানোর জন্য দাড়িপাল্লা ব্যাবহার করা হয়েছে।
**তথ্যসূত্রঃ চোরমুনাই পীর হজরত মাওলানা সৈয়দ ফজলুল করিম এর
জীবনী পৃষ্ঠাঃ ২৮৮**।
বিষয়: বিবিধ
২৬৯৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চর্ম নাই এর মুরিদেরা নামতেছে বাঁশের প্যান্ডেল থেকে , আপনাকে সাইজ করবে ।
এখন যদি কেউ বলে আমি স্বপ্নে দেখেছি পীর চরমোনাইকে ভন্ডপীর বলে কবরে শাস্তি দিতে দেখেছি, তাহলে তার স্বপ্নকে আপনি মিথ্যা বললেন কিভাবে? স্বপ্নের তো কোনো স্বাক্ষী থাকেনা। স্বপ্নতো কার উপস্থিতিতে দেখা যায়না।
মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ
ভালোই বিনোদন পেলাম।
ফাল্তু হলে এত বিনোদন পেতাম?
ইসলামটাকে হেও করার মতো একটা বিনোদন হয চর্মনাইর ওখানে
এই সব ভন্ড পীরদেন মানুষ ভর্তা বানানো উচিত।
আমি রিতিমত একবার ওদের বিরুদ্ধে কথা বলাতে দোকানে উপস্থিত অনেকে আমার মন্তব্যর বিরুধিতা করেছিল বাড়ী বাড়ী রিতিমত চাদা তোলে- মসজিদে মসজিদে ওয়াজ করে আর বাশে বাওয়ার অভ্যাস তো তাই মসজিদে বাশ নাই ওখানে হুক্কর হুক্কুর বলে চিতকার দেয়
কাহিনী তো মজার
বাঙ্গালী জিবনে বাঁশ একটি ওতোপ্রত ভাবে জড়িয়ে থাকা বিষয়।
কোন কাজে না বাশ লাগে?
পরীক্ষার খাতার সেই বানরের অঙ্ক কখনো কি ভুলা যায়?
সব বাঁশ বিষয়ক ব্যাপার বুঝি। কিন্তু ওয়াজের সময় প্যান্ডেল বেয়ে বেয়ে নানা কীর্তিকর্ম রহস্যই থেকে গেল আমার কাছে।
এই মুর্খদের ভিডিও সিডি দুনিয়ার অনেক বেদিনরা দেখে সত্যি মজা নিতেছে
এদরেকে প্রতিহত করতে হবে নইলে ইসলাম নামক শান্তির ধর্ম অশান্তিতে পরিনত হবে
মন্তব্য করতে লগইন করুন