!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব -৮) ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ আগস্ট, ২০১৫, ০৫:৫১:৪৭ বিকাল



রফিউদ্দিন জর্দার । লোকে রোফো ফকির বলে ডাকতো।

এই রোফো ফকির জ্বিন হাজির করে লোকজনের অনেক অসুখ বিসুখের কথা ঝাড় ফুক করা ইত্যাদি করতো।

প্রতি বৃহসপতিবার এশার নামাজের পর জ্বিন হাজির হতো । সেই সময় যাদের যেই দরকারে ফকিরের কাছে যেত, জিজ্ঞাসা করলে তার উত্তর বা প্রতিউত্তর পেত।

বড়াতলার একদল যুবক এসেছে রোফো ফকিরকে দেখতে এবং কিছু দরকারী কথা জানতে।

কিন্তু যুবকগুলি ফকিরের বাড়ী গিয়ে কেমন যেন সন্দেহ হতে লাগলো যে ফকিরতো ভন্ড লোক !

আচ্ছা আমরা যাচাই করবো এবং প্রমান করার চেষ্টা করবো সে ভন্ড।

রোফো ফকিরের আসন ঘরের উপর বিশাল লম্বা নারিকেল গাছ , সেই গাছে এত নারিলে ধরেছে দেখলে যেই কারোর নজর কেড়ে নেয়।

এই যুবকরা ফন্দি আটল যেই করেই হউক ফকিরের নারিকেল গাছ সাবাড় করতে হবে।

কিন্তু কেমনে !!

একেবারে আসন ঘরের উপর। তারপর সে জ্বিনআলা !!!

বৃহসপতিবারের নিয়ম হলো কেউ টর্চ লাইট ব্যাবহার বা কয়েক ঘন্টা যাবত আগুনের ব্যাবহার করা মানা।

ঐ সময় আগুন ব্যাবহার করলে নাকি জ্বিন আসতে কষ্ট হয়।

যাই হউক ,আসন ঘরটি একেবারে পুকুরের পাড়ে।

পরিকল্পনা মোতাবেক যুবকগুলি লম্বা রশি ম্যানেজ করলো সন্ধার আগেই।

রাত্র ঘনিভুত হওয়ার সাথে সাথে রশির একমাথা নিয়ে এক যুবক সিধা নারিকেল গাছের মাথায়।

রশির অন্যপ্রান্ত পুকুরের অপর পাড়ে অন্য একটি গাছের সাথে বেধে ফেলল। তারপর নারিকেলের কান্দি রশিতে দেওয়ার সাথে সাথে পুকুরের অপর প্রান্তে চলে যাচ্ছে। মোটামুটি ১ ঘন্টার ভিতর নারিকেল গাছ সাবাড়।

যুবকরা কয়েকটা ডাব খেয়ে বাকীগুলি ঝোপের ভিতর লুকিয়ে রেখে চলে বাড়ী চলে গেছে।

যুবকদের উদ্দেশ্য যদি সে প্রকৃত জ্বিন হাজির করতে পারে তবে তার নারিকেল গাছ সাবাড় হলো তখন জ্বিন কেন দেখলো না !!

আর যদি সত্যি সত্যি জ্বিন থাকেই তবে নারিকেল চোরদেরকে সনাক্ত করতে পারবে।

পরবর্তি পর্বে জানাব

বিষয়: বিবিধ

১৩২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335668
১৩ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
জ্ঞানের কথা লিখেছেন : জ্বিন বস করা ইসলামে জায়েজ নেই। জ্বিনকে বস করা যায়না। শয়তান নিজেরাই মানুষের কাছে ধরা দেয় যেন মুসলিমদের ক্ষতি করতে পারে।
১৩ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
277579
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
335674
১৩ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হায় হায়, এ তো দেখি চোরের উপর বাটপারি !!! ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো
১৩ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০০
277584
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
335699
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : খুব সুন্দর লিখা
ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ আগস্ট ২০১৫ রাত ১০:০৩
277600
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : প্রসংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
Good Luck Good Luck Good Luck
335735
১৪ আগস্ট ২০১৫ রাত ০১:০৫
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহা...আমিও এমন একজনের কথা জানতাম। তারা অভিনয় করত। তাদের দালালরা এটা প্রচার করত। তবে কেউ কেউ জিন সাধনা করে
১৪ আগস্ট ২০১৫ রাত ০১:১৬
277637
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হ্যা এমন ভন্ডর অভাব নাই
আপনাকে ধন্যবাদ
Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File