মসজিদ সরিয়ে ফেলুন আমার নারিকেল গাছ কাটবো না :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ আগস্ট, ২০১৫, ০৩:১৫:১৭ দুপুর
১৯৮৬ সালের শুরু থেকে বঙ্গবন্ধুর বড় কন্যা হাসিনা আবার ছাত্র আন্দোলনের জন্য নতুন করে তাগিদ দিতে থাকলেন।
বহুচাপাচাপি , ধমকাধমকি এবং তাগিদ দেয়া সত্বেও যখন আন্দোলনের বিন্দুবিসর্গও হলো না তখন তিনি রেগে মে মাসের মাঝামাঝি তার জন্মভুমি এবং পিতার বাড়ি টুঙ্গিপাড়ায় চলে গেলেন এবং বেশ কিছুদিন টুঙ্গিপাড়ায় থাকলেন।
এরই মধ্যে একদিন শেখ বাড়ির কিছু মুরুবাবীসহ টুুঙ্গিপাড়া গ্রামের ২০-২৫ জন লোক এসে শেখ হাসিনার অংশের একটি নারিকেল গাছ দ্বারা শেখ বাড়ির অন্য শরীকের জায়গায় নির্মিত মসজিদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সেই নারিকেলগাছটি কেটে ফেলার প্রস্তাব করলে শেখ হাসিনা সরাসরি বলে দেন আমার নারিকেল গাছটি কাটা হবে না।
দরকার হলে সমজিদ সরিয়ে ফেলেন। তখন সকল মুরুব্বী পবিত্র কুরআন পাকে মসজিদ সরানো নিষেধ আছে বলে মসজিদের দেয়াল ও স্তান ঘেষে থাকা নারিকেল গাছটি কেটে ফেলতে বারবার অনুরোধ করতে থাকেন।
তখন শেখ হাসিনা বলেন এই মসজিদ বন্ধ করে দেন। আমি আরো বড় মসজিদ বানিয়ে দেবো।
মুরুব্বীরা বলেন একটু বাতাস হলেই নারিকেল গাছটি মসজিদের গায়ে এবং ছাদে লাগতে থাকে। এইভাবে চললে মসজিদের ছাদ এবং দেয়াল অচিরেই ভেঙ্গে যাবে।
শেখ হাসিনা বললেন ভেঙ্গে যাক তাতে আমার কিছু যায় আসে না।
আপনারা লক্ষ বছর কান্নাকাটি করলেও নারিকেল গাছ কাটবো না।
সুত্র আমার ফাসি চাই মতিউর রহমান রিন্টু
বিষয়: বিবিধ
৬৮৮৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তো ভাই নাচি না
শেখ মুজিবের পরে এখন
নেত্রী মোদের হাসিনা
কোন বিচার ছারা CROSSFIRE
মন্তব্য করতে লগইন করুন