মসজিদ সরিয়ে ফেলুন আমার নারিকেল গাছ কাটবো না :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ আগস্ট, ২০১৫, ০৩:১৫:১৭ দুপুর



১৯৮৬ সালের শুরু থেকে বঙ্গবন্ধুর বড় কন্যা হাসিনা আবার ছাত্র আন্দোলনের জন্য নতুন করে তাগিদ দিতে থাকলেন।

বহুচাপাচাপি , ধমকাধমকি এবং তাগিদ দেয়া সত্বেও যখন আন্দোলনের বিন্দুবিসর্গও হলো না তখন তিনি রেগে মে মাসের মাঝামাঝি তার জন্মভুমি এবং পিতার বাড়ি টুঙ্গিপাড়ায় চলে গেলেন এবং বেশ কিছুদিন টুঙ্গিপাড়ায় থাকলেন।

এরই মধ্যে একদিন শেখ বাড়ির কিছু মুরুবাবীসহ টুুঙ্গিপাড়া গ্রামের ২০-২৫ জন লোক এসে শেখ হাসিনার অংশের একটি নারিকেল গাছ দ্বারা শেখ বাড়ির অন্য শরীকের জায়গায় নির্মিত মসজিদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সেই নারিকেলগাছটি কেটে ফেলার প্রস্তাব করলে শেখ হাসিনা সরাসরি বলে দেন আমার নারিকেল গাছটি কাটা হবে না।

দরকার হলে সমজিদ সরিয়ে ফেলেন। তখন সকল মুরুব্বী পবিত্র কুরআন পাকে মসজিদ সরানো নিষেধ আছে বলে মসজিদের দেয়াল ও স্তান ঘেষে থাকা নারিকেল গাছটি কেটে ফেলতে বারবার অনুরোধ করতে থাকেন।

তখন শেখ হাসিনা বলেন এই মসজিদ বন্ধ করে দেন। আমি আরো বড় মসজিদ বানিয়ে দেবো।

মুরুব্বীরা বলেন একটু বাতাস হলেই নারিকেল গাছটি মসজিদের গায়ে এবং ছাদে লাগতে থাকে। এইভাবে চললে মসজিদের ছাদ এবং দেয়াল অচিরেই ভেঙ্গে যাবে।

শেখ হাসিনা বললেন ভেঙ্গে যাক তাতে আমার কিছু যায় আসে না।

আপনারা লক্ষ বছর কান্নাকাটি করলেও নারিকেল গাছ কাটবো না।

সুত্র আমার ফাসি চাই মতিউর রহমান রিন্টু

বিষয়: বিবিধ

৬৯০৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335625
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৩
হতভাগা লিখেছেন : উনারে নিয়া এত ক্ষেপছেন কেন ভাই ?
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৩
277552
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জাতির জন্য
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫২
277558
হতভাগা লিখেছেন : যখন তখন কারও কথায়
আমি তো ভাই নাচি না
শেখ মুজিবের পরে এখন
নেত্রী মোদের হাসিনা
335628
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২১
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৪
277553
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
335638
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৬
udash kobi লিখেছেন : Time Out
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৭
277555
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Crying Crying Good Luck
335639
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৭
ঘাড় তেড়া লিখেছেন : আপনার জন্য CROSSFIRE
কোন বিচার ছারা CROSSFIRE

১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৮
277556
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কোন কোন সময় ক্রসটা কিন্তু সিধা হয়ে যায়
335643
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হাচানি বাই? Thinking Thinking
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৮
277565
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাই বলে তো লিখলাম
335658
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
১৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৯
277571
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File