বঙ্গ ভঙ্গ মুসলমানদের নব চেতনার উন্মেষ এবং হিন্দুত্ববাদীদের আহাজারী
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ আগস্ট, ২০১৫, ১০:২৭:৩৮ সকাল
হিন্দুরা সবসময় মুসলমানদের বিরোধীতা করে এসেছিল বিশেষ করে কবি রবীন্দ্রনাথতো বাংগালী মুসলমানদের অগ্রসর হওয়ার একেবারে বিরোধী ছিল।
১৯০৩ সালে বড় লাট লর্ড কার্জন ঢাকায় সফরে এলে নওয়াব সলিমুল্লাহ পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরে এতদাঞ্চলের দারিদ্র পীড়িত জনগোষ্ঠীর জন্য গ্রহণযোগ্য কিছু একটা করার আবেদন জানান।
ওদিকে আসামের উৎপাদিত চা ও অন্যান্য পণ্য বিদেশে রপ্তানীর ব্যাপারে পরিবহন ব্যয় হ্রাসের উদ্দেশ্যে কোলকাতার বদলে চট্টগ্রাম বন্দর ব্যবহারের চিন্তা করে বৃটিশরা, এই সাথে বেঙ্গল প্রেসিডেন্সীর প্রশাসন বিকেন্দ্রীকরণের ভাবনাও চলতে থাকে।
বৃটিশদের বাণিজ্যিক স্বার্থ এবং নবাবের আবেদন যুক্ত হয়ে খুব অল্প সময়ের ব্যবধানে বাংলা বিভাজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে পলাশী উত্তর ভাগ্যবান জনগোষ্ঠী ব্রাহ্মণ্যবাদীরা জ্বলে উঠল।
কোলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবি ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ সত্বেও ১৯০৫ সালে পূর্ব বঙ্গ ও আসাম নিয়ে একটি স্বতন্ত্র প্রদেশ গঠন করা হল।
বঙ্গভঙ্গ বর্ণ হিন্দুদের জন্য মোটেও সুখদায়ক হয়নি।
বঙ্গভঙ্গের উপর আঘাত হানার জন্য শ্রেণী স্বার্থে তৎপর হয়ে উঠল তারা।
১৯০৩ সালের ডিসেম্বর থেকে ১৯০৫ সালের অক্টোবর পর্যন্ত অন্তত ৩০০০ প্রকাশ্য জনসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানান হল এবং প্রতিটি জনসভায় ৫০০ থেকে ৫০,০০০ শ্রোতা উপস্থিত থাকতে দেখা গেছে।
দলিত নেতা ডক্টর আম্বেদকর লিখেছেন- বাঙালী হিন্দুরা সমগ্র বাংলা উড়িষ্যা আসাম এমনকি ইউপিকেও তাদের কর্মক্ষেত্রে পরিণত করেছিল। এসব অঞ্চলের সিভিল সার্ভিসের পদসমূহে তারাই অধিষ্ঠিত ছিল।
বাংলা বিভাগের অর্থ ছিল তাদের বিরাট কর্মক্ষেত্রের ক্ষতি হওয়া।
বাঙালী মুসলমানরা যেন পূর্ব বাংলায় তাদের স্থান দখল করতে না পারে সেটাই ছিল হিন্দুদের কাম্য। বিশেষত এসব কারণেই তারা বঙ্গ বিভাগের বিরোধিতা করেছিল।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"নব্য ঘষেটি বেগম"এর সহায়তায় তারা "বঙ্গভঙ্গ"এর পূর্বাবস্থা ফিরে পেয়েছে, যদিও পৃথক পতাকা ও সীমানা যথাস্থানে রয়ে গেছে!
আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ
আমরা যে ক্ষুদিরামকে নিয়ে নাচি, সে ক্ষুদিরাম কি কম???
আপনাকে অনেক ধন্যবাদ
ইংরেজদের আমলে মুসলমানদের চেয়ে হিন্দুরাই বড় বড় পদ বাগিয়ে রেখেছিল।
ইংরেজরা Divide & rule করে সেখানে হিন্দুদেরকেই প্রেফারেন্স দিত ।
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন