!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব ৬) ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ আগস্ট, ২০১৫, ১১:৫০:৪৯ রাত

নতুন ধান কাটা শুরু হয়েছে।



পাশের বাড়ীর নবীরন খালা বলল নতুন ধানের ভাত খাওয়ার আগে দরগাতলায় ছিন্নি দিতে হবে। আমার বাপদাদাদের সময় থেকে এখানে ছিন্নি দেওয়ার প্রচলন আছে।

শুধু নতুন ধা্ন কাটার সময় কেন হবে এলাকায় যেই কোন অনুষ্টান হলেই সবাইর আগে দরগা তলায় ছিন্নি দিতেই হবে। দরগাতলায় ছিন্নি দিলেই একটা কুকুর এসে যেই মিস্টিতে মুখ দেয় , তারপর উপস্থিত বাচ্ছাদেরকেও ছিন্নি দিত।

একবার ছিন্নি বিতরন কারী মাত্র দরগার পাকা করা স্থানে ছিন্নি রেখেছে ওমনি কুকুর এসে গরম ছিন্নিতে মুখ দেওয়ার সাথে সাথে ওর মুখ পুড়ে গেছে । ছিন্নি মুখ থেকে বের করার জন্য যেই মুখ এদিক ওদিক ঘুরিয়েছে ওমনি কুকুরের মুখের ছিন্নি খাদিমদারের গাবলায় পড়েছে।

আর একদিন হয়েছিল আরো মজার ঘটনা :- দরগা তলাটি কয়েকটি বটগাছের সমন্ধয়ে ছায়া বিশিষ্ট একটি জায়গা। এখানে পাখপাখালির কিচিরমিচির সব সময় থাকে।

তো মাত্র এক গিরোস্তো ছিন্নি করার জন্য গাবলা ভর্তি ছিন্নি রেখে আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিচ্ছিল স্থানীয় লোকদের দৃষ্টি আকর্ষন করতে যাতে ওরা মনে করে এখন ছিন্নি দিবে ।

হটাত বটগাছের ডালে বসে কাকে পায়খানা করে দিয়েছে যা একেবারে ছিন্নির গাবলায় পড়ে সব বরবাদ হয়েছিল।

আমাদের এলাকায় আর একটা অনুষ্টান হতো !

গাইটে ছিন্নি !!

সম্ভবত কর্তিক মাসের প্রথম ১০ দিনে এই অনুষ্টান হতো।

গ্রামের আলাদা আলাদা সমাজ এই অনুষ্টান পালন করার জন্য বাড়ী বাড়ী চাদা তুলে , চাউল তুলে তারপর রান্নাবান্না করতো।

তারপর প্রথম খাবার একটা নিম গাছ ছিল তার গোড়ায় কলাপাতায় করে দিয়ে রাখতো ।

এই সব কিছুর মাঝেও জাসদ গনবানীনি এবং আওয়ামিলীগ হানা দিত। তখন গাইটে শিন্নির অনুষ্টান রেখেই অনেকে পালাতে বাদ্ধ হতো

পরবর্তি অংশে দেখা হবে

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335288
১২ আগস্ট ২০১৫ রাত ১২:১৪
মাটিরলাঠি লিখেছেন :
ভালো লাগলো। ধন্যবাদ। বট গাছের ছবিটি খুবই সুন্দর।
১২ আগস্ট ২০১৫ রাত ১২:২১
277231
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
335289
১২ আগস্ট ২০১৫ রাত ১২:২১
নাবিক লিখেছেন : স্মৃতিকথা বেশ ভালো লাগলো
১২ আগস্ট ২০১৫ রাত ১২:২২
277232
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ
335312
১২ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫২
১২ আগস্ট ২০১৫ সকাল ১০:০৬
277279
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
335429
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৫
শুভ কবি লিখেছেন : মাশাল্লাহ, ভালো লাগলো
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫১
277354
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File