!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব ৩) ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ আগস্ট, ২০১৫, ০৭:৩১:২৪ সন্ধ্যা



ও চাচি ভয় লাইগতেছে কয়ডা শোলা দাও দিনি ,নুড়ো ধরাইয়ে বাড়ী যাব , একা একা যাতি পারতেছিনা।

আমাদের বাড়ীর উত্তরের বাড়ীতে সন্ধার পর এই ভাবেই আকুতি জানাইয়াছিলাম একা একা যেতে না পারার কারনে ।

ওদের বাড়ীতে সদ্য আগত ভাবী বলছে ওরে ভাই তুমি কিরাম পুইস্সে মানুষ হইলে যে চৌরাস্তা থেকে একা একা চলে আসলে আর একটু পথ যেতে পারতেছোনা ?

আমি ওদের রান্না ঘরের পিছনে অপেক্ষা করছিলাম কেউ যদি এই পথ দিয়ে আমাদের বাড়ীর দিকে যায় তবে আমি তার সাথে যাব ।

কিন্তু বিপত্তি ঘটে গেল।

নতুন ভাবী গাবলা ভর্তি নোংড়া পানি ঘরের পিছনে ফেললো ঠিক কিন্তু সেই পানি পুরাটাই আমার গায়ে পড়লো।

আমার পুরা গা ভিজে ছপছপে হয়ে গেছে, কিন্তু আওয়াজ করি নাই লজ্জায় । নতুন ভাবি কি বলবে আর লোকে জানলে লজ্জা লাগবে তাই সিধা বাড়ী চলে গেলাম

তখনকার দিনে রাত্রে লোকজন এবাড়ী ওবাড়ী ঘুরতো নুড়ো হাতে নিয়ে লাইট ছিল একেবারে কম।

বেশ কয়েকদিন পরে আমি এবং আব্বা ঝিনাইদাহ থেকে বাড়ী আসতেছি রাত্র অনুমানিক ১২টার কম হবে ন।

বড় একটা বাশ বাগান পার হলে আমাদের বাড়ী মাঠের পাশে।

যেই দুই বাপপুত বাশবাগানের মাঝ খানে আসছি তখন পুরা গ্রাম চিতকার শুরু করেছে চোর চোর বলে !!!

যেমনটি আগের যুগে হতো।

তখনকার সময় চোর চোর বলে চিতকার দিলে এক থেকে দুই তারপর গ্রামকে গ্রাম চোর চোর বলে চিতকার দিত।

আর এমন হাংগামার ভিতর চোর বেচারাও চোর চোর বলে সহজে পালাতে পারতো ।

আমদের পাশ দিয়েই চোর পালালো চোর চোর বলে।

অন্ধকারের ভিতর বাপপুত দুইজন হাটছি হটাত আমাদের পাশ দিয়ে এক লোক দৌড়ে চলে গেল ।

আমাদের বাড়ীর পাশেই ছিল তারার মার বাড়ী । তারার বাপের নাম সম্ভবত ছৈন (ছনিরুদ্দিন) বলে ডাকতো ।

একবার এক লোক এসে বলেতে লাগলো তারার মার বাড়ীর পিছনে মাথা নাই আলা একটা ভুত দাড়িয়ে রয়েছে ।

দুই পা ফাক করে দাড়িয়ে বলতেছে তুই এর নিচে দিয়ে যাবি নইলে তোর যাবার কোন পথ নাই ।

বেটাটা এই কথাটা বলতেছে আর হাফাচ্ছে ! শরির দিয়ে অঝোরে ঘাম বের হচ্ছে।

বলতেছে কিভাবে সেই জাগা থেকে বের হলাম জানি না।

ঐ লোকের কথা শুনতেছিলাম আর নিজের অজান্তে শরিরের পশম খাড়া হয়ে গেল।

পরবর্তি পর্বে দেখা হবে

বিষয়: বিবিধ

১৩০৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334544
০৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
নাবিক লিখেছেন : ভালো লাগলো
০৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
276604
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Good Luck Good Luck
334548
০৮ আগস্ট ২০১৫ রাত ০৮:১২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ আগস্ট ২০১৫ রাত ০৮:২৯
276609
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুসসালাম ওয়ারাহমাতুল্লাহ
ভাল লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
334579
০৮ আগস্ট ২০১৫ রাত ১১:৫৬
আফরা লিখেছেন : আমার অনেক ভুত দেখার শখ কখনো দেখি নাই ভুত কি রকম হয় ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:২৪
276635
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মনে মনে কল্পনা করুন তারপর চোখ বন্ধ করুন তারপর আপু আপনি কল্পনার ভুতটিকে বাস্তবে দেখবেন যেটা কিনা বর্তমানের কোন অস্তিত্ব নাই
আপনার আগ্রহের জন্য অনেক ধন্যবাদ
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:২৮
276638
আফরা লিখেছেন : আমি তো কল্পনায় দেখতে চাই নি বাস্তবে দেখতে চেয়েছি আমি শুনেছি অনেকে নাকি দেখেছি ,কিন্তু আমি কখনো দেখি নাই ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:৩১
276639
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমি ছাত্র জিবনে রাত বেরাত ঘুরতাম কিন্তু কখনো ভুত দেখী নাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File