আপনার সন্তানকে ভিডিও আলা মোবাইল দিলেন মানে নিশার যন্ত্র হাতে দিলেন '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ আগস্ট, ২০১৫, ১১:২৫:৩৯ রাত



মোবাইল ফোন আজ যুবক শ্রেনীকে ঢংশের কাছে টেনেছে। এই যন্ত্রটা যেমন অনেক দুরুত্বকে একেবারে কাছে টেনেছে আবার অনেক কাছের টাকে দুরে নিক্ষেপ করেছে।

দেশের প্রতিটা মানুষ আজ এই যন্ত্রের বেড়াজালে বন্ধি হয়েছে। শিক্ষিতরা হয়তো তাদের কাজের সুবিধার জন্য এই যন্ত্রটা রাখতে পারে বলে মানলাম কিন্তু একজন কৃষক ! জেলে !! বা পথের অসহায় বালকটি !!!

এত লোকের ব্যাবহারেও আমি কোন দোষ দেখি না কিন্তু উঠতি বয়সের যুবকদের হাতে যখন ভিডিও আলা এ্যানড্রএইড মোবাইল দেখি তখন একটু খারাপ লাগে !

যারা কর্মজীবি , তাদের কাজের জন্য যতবার মোবাইল ব্যাবহার না হয় তার থেকে শতগুন বেশি ব্যাবহার করে যুবকরা।

অশ্লিল নিল ছড়ির সমাহার !!

মোবাইলটা মনে হয় যুবকটির প্রান।

মা বাবার প্রয়োজনে স্কুল কলেজে যেতে হয় আবার পড়তেও বসবে মা বাবার প্রয়োজনে , মা বাবা শুধু একটু আড়াল হলেই শুরু এসএমএস পড়া বা পাঠানো, না হয় ফেচবুক নয়তো আরো অনেক নতুন নতুন চাটিংয়ের সফটওয়ার আছে সেখানে এমন ব্যাস্ত যে লেখা পড়ার থেকে ও সেখানে ব্যাস্ত বেশী।

কোন রকম মা বাবা ঘুমিয়ে গেছে তো আর কে পায় তাকে ? এবার শুরু হবে ভয়েচ চাটিং !!

যুবক সন্তানের মা বাবারা সন্তানকে ক্যামরা আলা মোবাইল দিবার আগে অবশ্বই বলবেন তোর মোবাইল সপ্তাহে একবার আমাকে দিবি অথবা মাসে একবার দিবি আমার কাজ আছে। এতটুকু বললেই আপনার সন্তান যতই চেষ্টা করুক নিল ছবি দেখবে কিন্তু বাবার কথার দিকে খেয়াল করলে নিজের মোবাইলে আর স্টোর করবে না।

রাত বারোটা বাজে আপনার সন্তান ছাদে মোবাইল নিয়ে কি করে সেটার খোজ আপনাকে নিতে হবে। কয়েকবার এমন নজর দারিতে রাখুন দেখবেন আপনার সন্তানটা একটু পরিবর্তন হবে ইনশাআল্লাহ

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334228
০৭ আগস্ট ২০১৫ রাত ০২:২১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো .. ধন্যবাদ।
০৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৪
276401
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
334245
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব প্রযুক্তিরই ভালো খারপ দিক আছে। সবাইকে তাই সচেতন হওয়া উচিত।
০৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৪
276402
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ
334274
০৭ আগস্ট ২০১৫ সকাল ১০:২৯
হতভাগা লিখেছেন : খেলার মাঠের অভাবে এই কু-অভ্যাস রপ্ত হচ্ছে
০৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৪
276403
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File