মা নাই এমন এক হতভাগা ভাইয়ের মায়ের জন্য আকুতি !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ আগস্ট, ২০১৫, ১০:৫০:০৬ রাত



যখন কোন কাজ করি আনন্দ লাগে, কিন্তু, যখন এসে দেখি মা নেই !

তখন মনটা হুহু করে বোবা কান্নায় ফেটে চৌচির হয়ে যায়।

আজ এক বন্দুর বাড়িতে বেড়াতে গেলাম দেখি তার মা তাকে এসে বলছে বাবা তুমি কোথায় গিয়েছিলে? কপালে একটা চুমু দিল তখন আমার বুকটা যেন চিককার দিয়ে উঠল।

আমার কি অপরাধ ছিল মা !! তুমি আমায় ছেড়ে চলে গেলে !!!

যখন ছোট বোনেরা পরিক্ষা দিতে যায় আর দরজার আড়ালে বসে মায়ের জন্য কাদে ।

তখন বোনকে বলি আমিত আছিরে বোন তুদের কোন চিন্তা নেই।

যখন কোন বোন পরিক্ষায় পাস করে সবাই তাদের বিনোদন নিয়ে মশগুল আর আমার বোনেরা দরজার কোনে বসে কাদে।

আল্লার কসম কেউ এসে জিজ্ঞেস করেনা তোর কি অবস্তা?

বোনের ১০৬ ডিগ্রি জ্বর তখন আম্মা বলে চিতকার দিলে আমার বোনের কাছে কেউ আসে না।

আসলে আমাদের কে আল্লাহ আলাদা করে সৃষ্টি করেছেন।

তখনি বলি ও আল্লাহ আমার কি অপরাধ ছিল আমাদের মাকে আমাদের সামনে থেকে কেন কেড়ে নিলা ?

নিয়তিরি ইচ্ছা ছিল ...........

রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।

এক ভাইয়ের বাস্তব অনুভুতি থেকে

বিষয়: বিবিধ

১৮২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333975
০৫ আগস্ট ২০১৫ রাত ১১:২৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
পড়ে ভালো লাগলো।
০৬ আগস্ট ২০১৫ রাত ১২:০৩
276095
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম
ধন্যবাদ
333992
০৬ আগস্ট ২০১৫ রাত ০৩:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মায়ের তুলনা শুধু মা অন্য কেউনহ্।
০৬ আগস্ট ২০১৫ সকাল ১০:১৩
276151
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি একেবারে সত্যি কথা
ধন্যবাদ
334139
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:৩২
276285
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File