বিষন্ন মনেই কেটে গেল জীবনের ২৫টি বছর =========================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ আগস্ট, ২০১৫, ০৫:৪১:২৩ বিকাল
চারিদিকে যখন শুনি মহিলাদের চরিত্রের অবক্ষয় ,নোংড়ামির নিল নকসা , ভিন্ন পুরুষের সাথে সংসার ছাড়া ইত্যাদি শুনতে শুনতে কান পেকে যায়। কিন্তু কান পাকুক আর নাক পাকুক তাতেতো আর আমার সংসার চলবে না !
কিন্তু আর কত দিন !
সেই ১৯৯২ সালের জুলাই থেকে জীবন যুদ্ধের সুচনা প্রবাস জীবনের পথে কিন্তু তারপর !!
মাস বছর যুগ শেষ হলো কিন্তু কেন যানি আমার সংগ্রামের ইতি হচ্ছে না যে ।
মাথা ভর্তি কেকড়ো কেকড়ো চুল একবারে মাথা ভর্তি চিরুনি চালাতে গেলে চিরুনিতে মাগো বাবাগো বলে চিতকার দিত আর আজকে !
কেকড়ো বেকড়ো চুলতো দুরের কথা চিরুনিই লাগে না , ঠিক পুরাটা টাক হয়নি তবে বেশি বাকি নাই
আর চুলের রং !!
সাদা।
সংসারের চাহিদা যতটুকু আছে তার থেকে আত্মিয়স্বজনের চাহিদা বেশী হওয়াতে জীবনকে ঘানির ষাড়ের মতো মনে হচ্ছে।
ঘানির ষাড় শুধু মাত্র ভক্ষনের সময় টুকু পায় বাকি সময় গিরোস্তের ঘানি টেনেই যায় , তেমন যে আমি !!
জীবনের মুল্যবাদ দির্ঘ সময় বির্ষর্জন দেওয়ার পরেও ,আজকে যদি পরিবারের জন্য বিষন্ন মনে থাকতে হয় তবে সেই জীবনকে কি বলব !
আমি বলব আমার মতো প্রবাসি ভাইরা যেন তাদের জীবনকে নষ্ট না করেন।
একটা কথা বড় করে গর্বের সাথে বলতে পারি সেটা হলো পরিবার নিয়ে কখনো অনাকাংখিত ঘটনা ঘটেনি ক্ষনকালের পরিকল্পনাতেও আশা করি তেমন কিছু হবে না ।
বিষন্ন মনেই কেটে গেল জীবনের ২৫টি বছর আর মাত্র কয়েকটি মাস মাত্র সকলে দোয়া করুন
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাগতম।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন