অপহরণে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ আগস্ট, ২০১৫, ০৯:১৫:০৬ রাত



পৃথিবীর যেসব দেশে প্রায়ই অপহরণ ঘটে, এমন শীর্ষস্থানীয় ১০ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম।

আন্তর্জাতিক বিমার ঝুঁকি নিয়ে কাজ করা কন্ট্রোল রিস্ক নামের একটি ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।

অপহরণ ও মুক্তিপণের সংখ্যা দেখে এই প্রতিবেদন করা হয়েছে।

তালিকার

প্রথমেই আছে মেক্সিকোর নাম

দ্বিতীয় স্থানে আছে ভারত

তৃতীয় স্থানে পাকিস্তান

চতুর্থ ইরাক

পঞ্চম নাইজেরিয়া

ষষ্ঠ লিবিয়া

সপ্তম বাংলাদেশ

অষ্টম আফগানিস্তান

নবম সুদান এবং

দশম স্থানে আছে লেবানন।

এর মধ্যে একমাত্র মেক্সিকো ছাড়া সবগুলো দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ।

এই প্রতিষ্ঠানের ২০১৩ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ২৬।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ঢাকার কাছে নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও হত্যার কারণেই বাংলাদেশ ২০১৪ সালে শীর্ষস্থানীয় ১০ দেশের মধ্যে উঠে এল। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তালিকায় পাকিস্তান, ইরাক কিংবা আফগানিস্তানের চেয়ে ভারত এগিয়ে থাকা মানে এই নয় যে ভারতের চেয়ে পাকিস্তান কিংবা আফগানিস্তান নিরাপদ। এর মানে হলো, পাকিস্তান বা আফগানিস্তানের চেয়ে ভারতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সংখ্যা বাড়ছে।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই কন্ট্রোল রিস্ক নামের প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৩৬টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, জটিল ও বৈরী পরিবেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিক, অখণ্ডতা এবং নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে স্বাধীন এই প্রতিষ্ঠানটি।

বিষয়: রাজনীতি

৮৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333241
০২ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই টা হচ্ছে উন্নয়ন এর উদাহরন!
০২ আগস্ট ২০১৫ রাত ১০:৩৪
275373
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ
333254
০২ আগস্ট ২০১৫ রাত ১১:০৫
আবাবীল লিখেছেন : ভারত পাকিস্তান আমাদের ওপরে আছে ইহাতেই আমি বেজায় খুশি। Big Grin তাই দাঁত কেলিয়ে হাসলাম।
০২ আগস্ট ২০১৫ রাত ১১:১২
275377
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আরো অনেক থাকবে
Rolling on the Floor Rolling on the Floor
333341
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৩০
ওসমান গনি লিখেছেন : ভারত এখনো মুসলিম সংখ্যাগরিষ্ট হয় নি এজন্য মুসলিম অপহরণের সংখ্যা ও মুসলিম নিধনযজ্বেঞ সে দেশে বেশী যাতে মুসলমানেরা সংখ্যায় কমে যায়!
০৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৫
275472
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
333411
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গর্বিত মনে আত্ম চিৎকার!
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৩
275543
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File