"তুমি কাদের মোল্লার দেশের লোক ! ! !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ আগস্ট, ২০১৫, ১০:৫৬:১২ রাত
সময়টা ২০১৪,কাদের মোল্লা ভাইকে হারানোর শোক বিশ্ব মুসলিম তখনো ভুলে নি,তখনই সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ ভাই সাংগঠনিক কাজে ইংল্যান্ড গেলেন।
সেখানে বিভিন্ন দেশের আইনজীবিদের এক ডিনারে গেলেন তিনি।কিন্তু অন্যান্য আইনজীবিরা যখন জানলেন তিনি বাংলাদেশের নাগরিক তখন-নেদারল্যান্
ড,স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা সহ কয়েকদেশের মানুষ উনাকে এই বলে ভতসনা করলেন যে তিনি এমন দেশের মানুষ যেখানে কাদের মোল্লাকে হত্যা করা
হয়েছে, কিন্তু আকন্দ ভাই যে মোল্লা ভাইয়ের সহযোদ্ধা এটা জানলে হয় তো ততটা ভর্ৎসনা করত না।
এক তুরস্কের নাগরিক এই বলে কাঁদতে শুরু করল যে-"তোমরা উস্তাদ কাদের মোল্লাকে হত্যা করেছো ...!!"
এক বাংগালী কিন্তু লন্ডন থাকেন,তিনি তুরস্কে বেড়াতে গিয়ে শপিং করতে গেলেন,এক দোকান থেকে অনেক শপিং করার পর দোকানের মালিক বুঝল ক্রেতা
বাংলাদেশের, দোকানি সাথে সাথে টাকা ফেরত দিয়ে বলল-"তুমি যে দেশের লোক সে দেশে আব্দুল কাদের মোল্লাকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে,মোল্লা
নৃশংসতার শিকার,যে দেশে মোল্লার রক্ত ঝরেছে তুমি সেখানের মানুষ, আমি তোমার কাছ থেকে কোন মূল্য নিব না, মোল্লার সম্মানে আমি সব তোমাকে উপহার দিলাম,তুমি কি মোল্লা সম্পর্কে কিছু জানো??
তার পরিবার কেমন আছে??মোল্লার জন্য আমার পরিবারে সব সময় কান্না লেগেই আছে.....!!""
তুরস্কের এই ব্যক্তি মোল্লা ভাইয়ের কেউ হোন না,কোন দিন দেখা বা কথাও হয় নি,অথচ তার পরিবার আজও মোল্লা ভাইয়ের জন্যন্য কাঁদে।তারা জানে
না আব্দুল কাদের মোল্লা কে,তারা শুধু এটাই জানে যে,তিনি একজন শহীদ,তাদের উস্তাদ,আর সেজন্যই এত মায়া,এত ভালবাসা,এত কান্না....!!
এভাবেই কেয়ামত পর্যন্ত মানুষ কান্না করতে থাকবে শহীদ আব্দুল কাদের
মোল্লার জন্য।
আল্লাহ আব্দুল কাদের মোল্লা ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক।
আমিন।।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শহীদেরা মরে মরে না!
আল্লাহর রহমতের ছায়ায় চলে যায় শুধু!
আপনার দুয়ায় আমিন ছুম্মা আমিন!
রফিক বরকতকে পাকিস্থানীদের কাছে জিবন দিতে হয়ে হয়েছিল ভাষার অধিকারের জন্য -
কাদের মোল্লা, কামারুজ্জামানরা ভরতের তাবেদারীর বিরুদ্ধে গিয়ে জিবন দিলেন -
আমিও গর্বিত বাংলার এমন ত্যাগী কালজয়ী বীরদের মাটিতে জন্ম নিয়ে।
সহমত
আপনাকে ধন্যবাদ
ভুল বললেন বাংলাদেশে এই রাজাকারের জানাজাাতে যত লোক সমাগম হয়েছে তাতেও কি প্রমান হয়না যে দেশের লোক তাকে দাম দিত !
বাংলাদেশের স্থপতির জানাজায় ১৭ মতান্তরে ১৮ জন ছিল অথচ কাদের মোল্লার জানাযায় সরকারী বাধা উপেক্ষা করেও লক্ষ লক্ষ লোক তার জানাযায় উপস্থিত হয়েছিল ! এটাও প্রমান করেনা তার প্রতি লোকজনের ভালবাসা
ব্লগার রাজীবের জানাজাতেও লোক হয়েছিল বেশ।
সত্য কথা বলি আপনাকে ! ১৯৮৬ সালে আওয়ামিলীগের কি করুন অবস্থা ছিল সেটা কি মনে আছে আপনার ?
সেই আওয়ামিলীগ যদি একক সংখ্যাগরিস্ট সিট পায় তবে বিএনপির বর্তমান অবস্থা খারাপ না
ওরা রাজনৈতিক ভুল করেছিল আন্দলন থেকে পিছে হটে অথবা আন্দলন না করা
সেটা রাজনৈতিক ভুল কিন্তু আজিবন ভুল না
আগামিতে দেখেন আবার এই বিএনপি ক্ষমতায় আসবে যদি সেটা হাসিনার অধিনে নির্বাচন করে হলেও
আর রাজিবের কতা বললেন ! ওর জানাযাতে মদ খেয়ে গাজা খেয়ে বিনা ওজুতে তারই মতাদর্শের লোক ছিল সেটাকে জনগনের অংশ গ্রহনের বলা যাবে না
০ আপনার সাথে কমেন্ট করার এটাই মজা । মাঝে মাঝে এ ধরনের কিছু ফান করেন ....
Simply awesome
আপনাকেও ধন্যবাদ
সময় মতো পাইবে জমা,
আর্তনাদের দীর্ঘ্যশ্বাসে
ধ্বংস হবে অবশেষে।
**********************
হিসেব নিকেষ নিবে এবার-
মজলুমেরা এক হয়েছে,
আর কতকাল ধৈর্য্য ধারন
সহ্য সীমার বাঁধ ভেঙ্গেছে।
পিলাচ পিলাচ পিলাচ
আপনাকে ধন্যবাদ
গড়ে গেছেন সাহসের দ্বিধাহীন সোজা রাজপথ।
আমিন
আপনাকে ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ
বিশ্ব এখন আমাদের কে এই চোখেই দেখছে।
আপনাকে অনেক ধন্যবাদ
-প্রমাণিত হলো কাদের মোল্লাদের মৃতু্য অবিনাশী.. ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন