:":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":আওয়ামী লীগের দুঃশাসনের ভয়াবহ চিত্র (২০০৮ থেকে শুরু..) :":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":":

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ জুলাই, ২০১৫, ০৬:২৫:৪০ সন্ধ্যা

১) বিডিআর হত্যাকান্ড :

২) শেভরন থেকে জয় ও তৌফিক এলাহীর দুর্নীতি:

জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরীসহ জ্বালানি বিভাগের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার সমপরিমাণ ৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকায় একটি কম্প্রেসার স্টেশন বসানোর কাজ দেয়ার বিনিময়ে এ উেকাচ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগপত্রে তথ্য দেয়া হয়েছে

৩) কুইক রেন্টালের মাধ্যমে দুর্নীতির পুকুরচুরি:

কুইক রেন্টাল সিসটেমে যারা জড়িত তাদের মধ্যে নাম এসেছে মন্ত্রী (এবং প্রধানমন্ত্রীর আত্মীয়) কর্ণেল ফারুক খান ও আজিজ গ্রুপ, গার্মেন্টস রফতানিকারক মোহাম্মদী গ্রুপ, ফার্নিচার বিক্রেতা অটবি গ্রুপ, সালমান রহমানের বেক্সিমকো গ্রুপ ইত্যাদি।

৪) ট্রানজিটের নামে দেশের সার্ভভৌমত্ব হুমকিতে ফেলা এবং নদী ও রাস্তাঘাট ধ্বংস করা

২০১০ সাল থেকেই আশুগঞ্জ-আখাউড়া স্থলপথে ইনডিয়া ট্রানজিট সুবিধা নেয়। ইনডিয়ানরা তাদের হেভি লরি চলাচলের জন্য ১৬টি কালভার্ট বন্ধ করে দেয় এবং তিতাস নদীর দুটি স্থানে পানি প্রবাহ বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলে গুরুতর পরিবেশ বিপর্যয় ঘটে।

৫) শেয়ারবাজার কেলেঙ্কারী :

৬) মিরসরাই ট্রাজেডি

৭) ডেসটিনি ও বিভিন্ন এমএল কোম্পানির দুর্নীতি

৮) হলমার্ক দুর্নীতির কেলেঙ্কারীবাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুশ্রী অর্থনৈতিক কেলেংকারির পরিমাণ ৩,৬০৬ কোটি ৪৮ লাখ বা প্রায় ৪,০০০ কোটি টাকা। এর মধ্যে হলমার্ক একাই নিয়েছে প্রায় ২,৬৬৮ কোটি টাকা।

৯) তাজরীন ফ্যাশনে আগুন ও ১২০ জন অগ্নিদগ্ব হয়ে নিহত

১০) বদ্দারহাট ফ্লাইওভার ধ্বস

১১) পদ্মাসেতুর দুর্নীতি



১২) সাভারের রানা প্লাজার ট্রাজেডি

১৬) ইডেন কলেজে ছাত্রলীগের জোরপূর্বক দেহব্যবসা

১৭) সাংবাদিক দলন ও সাগর রুনি হত্যাকান্ড

১৯) চৌধুরী আলম ও ইলিয়াস আলী গুম

২০) বিশ্বজিৎ হত্যাকাণ্ড

২১) ছাত্রলীগ থেকে পুলিশে গোপন নিয়োগ

২২) বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা

২৫) গ্যাস- বিদ্যুৎ- পানি সংকট

২৫) গ্যাস- বিদ্যুৎ- পানি সংকট

২৭) পুলিশি হামলায় একাধিক দফায় শিক্ষক হত্যা

৩০) স্কাইপ স্কান্ডেল

৩১) দেশব্যাপী গণহত্যা

বিষয়: বিবিধ

২১২২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332258
২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল কালেকশান ..ধন্যবাদ..
২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
274539
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ
332276
২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
রক্তলাল লিখেছেন : লীগ মানে পশু বুঝাচ্ছেন?

২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
274540
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বুঝার যারা তারাতো বুঝে ফেলবে
২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
274547
রক্তলাল লিখেছেন : ঠিক কইছইন
332293
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:১২
নাবিক লিখেছেন : ভালোই তো ভালোনা? দ্যাশ যে উন্নয়নের জোয়ারে বন্যায় ভেসে যাচ্ছে সেটা কি দেখছেন না?
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:৫২
274563
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওদের মার্কার জয়টা দেখলেন
মানুষকে পানিতে ডুবিয়ে তারপর নৌকাতে তুলবে ???
332300
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:৩২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
চমৎকার কালেকশান করেছেন। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:৫৩
274564
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহহে ওয়াবারাকাতুহু
আপনাকে ধন্যবাদ
332325
২৮ জুলাই ২০১৫ রাত ১১:৩০
মেজর রাহাত০০৭ লিখেছেন : আমার মনে হয় আপনি লেখাটি কোথাও থেকে কপি করেছেন। আসল লেখার লিঙ্ক :
http://chairmanbd.blogspot.ie/2013/05/blog-post.html

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File