<><><><><><><><><><><><><><><><><><><><>একটি হাসির খবর- বাকশালের সাবেক নেতা তোফায়েল আহমেদ বলেছেন একদিন দেশে জামায়াত শিবির থাকবে না . <><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ জুলাই, ২০১৫, ০১:৩৫:১৯ দুপুর
খবরঃ একদিন দেশে জামায়াত-শিবির থাকবে না - বলেছেন সাবেক বাকশালের নেতা বর্তমানে মন্ত্রী তোফায়েল আহমেদ
প্রতিক্রিয়াঃ
মন্ত্রী মহোদয় মনে হয় কেয়ামতের পরের কথা বলেছেন যখন কোন কিছুই আর অবশিষ্ট থাকবে না।
তার কিছু কথা শুনে খুবই খটকা লাগে !
উনসত্তরের গণ অভ্যুথ্থানে বড় নেতা ছিলেন তিনি !
তাদের কষ্টের কোন সীমা থাকবে না একদিন এটাই হয়তো বুঝাতে না পারার কষ্টে এই কথা বলে থাকতে পারেন !
কারণ যে ধরনের নেতা কর্মী তারা আগামীর জন্য তৈরী করছেন আর তাদের যে চরিত্র বা বৈশিষ্ট সেগুলো দিয়ে আর যাই হোক কোন মনুষ্য সমাজ নির্মাণ সম্ভব নয় ! এদেরকে আফ্রিকার জঙ্গলে পাঠালেও বিরানভূমি বানিয়ে ফেলবে এটা আমাদেরবিশ্বাস!
<><><><><><>এক ভাই তার ফেচবুক স্টাটাসে লিখেছেন :-
আমার ছোট বোন তার ২ বছরের পুত্র খালিদ তিতুমীর। খালিদ নামটা তার
পছন্দের দেয়া আর আমার পছন্দের দেয়া তিতুমীর! খালিদ তিতুমীর একদিন
শিবিরের কেন্দ্রীয় সভাপতি হবে এটা তার মায়ের স্বপ্ন ও প্রার্থনা! তার
বাবার কত পরামর্শ ছেলেকে নিয়ে!
বেশী আদরে বড় করো না, জেলখানার জীবন কিন্তু কষ্টের, সেটার ট্রেনিং
তো নিতে হবে!
শুধু আমার বোনের পরিবার নয় বাংলাদেশে কত শত খালিদ আর তিতুমীর তৈরী হচ্ছে শাহজালাল আর খান জাহান আলীর বাংলাদেশে কালেমার ঝান্ডা উড়ানোর জন্য!
তার হিসাব কি তোফায়েল সাহেবরা আর একবার জন্ম নিয়েও শেষ করতে
পারবেন?
বিষয়: বিবিধ
১৫০২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যার পরিনতি শিবিরের ২৭ জন ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ।
ইতিহাস এটাও বলে যে জামায়াত কথনো কারোর কাছে বিক্রি হয় নি যদিও পাগলেরা বলে যে জামায়াত আওয়ামিলীগের সাথে হাত মিলিয়ে বিএনপিকে ক্ষমতা থেকে নামাইয়াছে এটা ভুল কথা।
তার পরেও যেহেতু আপনি মন্তব্য দিলেন তাই আপনাকে অনেক ধন্যবাদ
আর ওটা জামায়াত দয়া করেনি বিএনপিকে । কারণ জিয়াউর রহমানের বদন্যতায় তারাও যে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিল সেটার প্রতি কৃতজ্ঞতা । এর জন্য আজও জিয়াকে মরনোত্তর গালি খেতে হচ্ছে ।
আর ঘাদানিকের অন্যতম ছিল আওয়ামী লীগ । যেই না জাহান্নামের ইমাম (আপনাদের মতে) মারা গেল অমনি আওয়ামী লীগের হাত ধরে কাহিনী করা শুরু করে দিলেন ।
ঐ সময়ে চরম জামায়াত বিদ্বেষী পরিবেশ দেশে জামায়াত ঘেষা হয়ে গেল কিভাবে আওয়ামী লীগ?
ভাসুরের নাম জানার পরেও না বলাটা একটু কেমন দেখায় না
যেমন ভারতে কংগ্রেস ও বিজেপি পরষ্পর জোটবদ্ধ হয় না ক্ষমতার জন্য ।
ছোট ছোট দলগুলো নিজেরাও বুঝে যে একক সংখ্যাগরিষ্টতা পেয়ে ক্ষমতায় তারা বসতে পারবে না । তাই তারা তাদের সমমনা বড় দলের সাথে জোট বাঁধে ।
বিএনপি বা আওয়ামী লীগ কখনই নিজেরা নিজেদের সাথে জোট করবে এরকম মানসিকতার না । করলে তো আর কোন দলই থাকবে না বাংলাদেশে যেটা গনতন্ত্রেরই খেলাফ।
জাতীয় পার্টি এটা ভাল বুঝে । জামায়াত বুঝে না বলেই ধরা খায় । ১৯৯৬ এ খেয়েছে । খেয়েছে ২০০৮ এও ।
এখন তো মার খাচ্ছে । আঁতাত করা ছাড়া আর কোন উপায় নেই তাদের সামনে ।
আপনাকেও অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন