আনান্দের দিনে শ্রদ্ধার সাথে স্মরন করি শহীদ মোহাম্মদ কামরুজ্জামান কাদের মোল্লা ভাইদেরকে: হে মালিক তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানা্ও

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ জুলাই, ২০১৫, ০৪:২৫:৩৯ বিকাল

আনান্দের দিনে শ্রদ্ধার সাথে স্মরন করি শহীদ মোহাম্মদ কামরুজ্জামান কাদের মোল্লা ভাইদেরকে: হে মালিক তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানা্ও



ঈদ আসলে আরো অনেক প্রিয় মানুষের কথা মনে পড়ে । আজকে আমরা অনেকে বাড়ীতে নিজেদের মা বাবা ভাই বোন পরিবার পরিজনকে সাথে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছি ঠিক এই মুহুর্তে আমাদের হাজারও ভাই জেলের মধ্যে অন্যায়ভাবে বন্দি জীবন যাপন করতেছে।

অনেক ভাই শাহাদত বরন করেছেন তাদের পরিবার হয়তো অসচ্ছল বা কে কেমন আছে খোজখবর রাখাও হয়তো যাচ্ছেনা। সামর্থানুযায়ী ভাইরা খোজখবর নিবেন ।

এছাড়াও বড় বড় নেতাদেরকে ফাসির সেলে অথবা জেলে কাটাতে হচ্ছে এই খুশির দিনটা । আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, আবুল আহসান মোহাম্মদ মুজাহীদ সহ ইসলামী আন্দোলনের আরো অনেক দায়িত্বশীল রয়েছেন , যাদের অপরাধ একটাই , শুধু বাতিলকে সমর্থন না করে সত্বের পথে অটল অনড় থাকা, এই অপরাধে অপরাধি হয়ে আজ তাদেরকে ছাড়তে হয়েছে পরিবার পরিজনসহ সব কিছু ,আল্লাহ তায়ালার দরবারে এই বলে ফরিয়াদ করছি আল্লাহ তায়ালা যেন অতি তারাতারি তাদেরকে আমাদের মাজে ফিরিয়ে দেন

বিষয়: বিবিধ

৯৫৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330638
১৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এসব অন্ধের মত রাজনীতি বাদ দেয়া দরকার!!!

সময়ের হাত ধরে বাস্তবতা মেনে নেয়া উচিৎ।
২০ জুলাই ২০১৫ রাত ০৩:০৬
272952
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একটু বুঝিয়ে বলবেন কি?
330665
১৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
শেখের পোলা লিখেছেন : আমিন৷
১৯ জুলাই ২০১৫ রাত ০৮:১৫
272898
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুম্মাআমিন
330686
১৯ জুলাই ২০১৫ রাত ০৯:২৫
আবু জারীর লিখেছেন : হে রব! তুমি তোমার প্রিয় বান্দাদের আমাদের মাঝে ফিরিয়ে দাও।
330740
২০ জুলাই ২০১৫ রাত ০৩:১০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : উনারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমিন।
২০ জুলাই ২০১৫ দুপুর ০২:৩৩
273021
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File