মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি নাস্তিকতা হয় তবে এমন চেতনাকে প্রত্যাখ্যান করে রাজাকার হহয়ে ঈমানদার হওয়া অনেক ভাল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ জুলাই, ২০১৫, ১১:২০:৩২ রাত
আমি দুনিয়াতে বেছে থাকতে হলে আমার পরিচয় দরকার। সেই পরিচয় জন্ম সুত্রে হোক আর নাগরিত্ব লাভের মাধ্যমে হোক । দুনিয়া এখন এগিয়ে চলেছে মানুষের জ্ঞানের পরিসিমা উত্তরত্তর বৃদ্ধির কারনে। আর এই জ্ঞানকে কাজে লাগিয়ে পশ্চিমা দুনিয়া শাষন করতেছে তাবদ দুনিয়াকে।
তাদের একটাই উদ্দেশ্য ,সেটা হলো দুনিয়াকে আরো বেশি বেশি চমক দেওয়ার মতো কিছু আবিস্কার করা।
কিন্তু আজ বিংশ শতাব্দিতে এসে আমরা দেখছি কি ? আমাদের মাতৃভুমির ব্যাপারে ! চেতনাধারী মুক্তিযোদ্ধা।
আশ্চার্য লাগে যখন শুনি মুক্তিযুদ্ধের চেতনা !! আরে ভাই যারা আজ মুক্তি যুদ্ধের চেতনা বলে বড় বুলি আওড়াচ্ছে তাদের অধিকাংশ ১৯৭১ সালে যুদ্ধের ময়দানে থাকাতো দুরের কথা এরা দেশেই ছিল না।
ময়দানে যারা লড়াই করেছে তাদের কোন চেতনাই নাই।
কৃষক , শ্রমিক , জেলে , তাতি কামার , কুমার ,ছাত্র , বৃদ্ধ ,যুবক সবাই ঐ দিন হানাদার পাক বাহীনির বিরুদ্ধে লাঠি বল্লম টেটা বন্দুক ইত্যাদি নিয়ে জানকে বাজি রেখে লড়াই করে কেহ শহিদ হয়েছে কেউ গাজী হয়েছেন।
বেশির ভাগ ছিল গ্রামের অর্ধশিক্ষিত ,অশিক্ষিত লোকজন।
তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল পাকিস্থানিরা আমাদের উপর অবিচার করেছে যুগযুগ ধরে এখন তারা আমাদের নিরস্র লোকদের উপর গুলি চালাচ্ছে আমরা তাদেরকে প্রতিহত করব। তাদেরকে যেখানেই দেখব হত্যা কবর।
তারা কোন চেতনাই জানেনা এবং কোন চেতনা নিয়ে যুদ্ধ করেনি ।
আজ যারা চেতনা চেতনা বলে দেশের ভিতর বিসৃংখলা তৈরী করতে চাচ্ছে ১৯৭১ সালে তারা কেউ দেশে ছিল না।
দেশ স্বাধীন হওয়ার পর মালুদের ধুতির কোচা ধরে দেশে এসেছে। মালুরা বলেছে আমরা কিন্তু আসল গোমর ফাস করে দিব যদি তোমরা আমাদের কথামতো না চলো।
তাইতো আজ পিঠ বাচানোর জন্য জাতিকে দুইভাগে ভাগ করতে বসেছে।
মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনায় যারা বিশ্বাস করবে তারা প্রকৃত কোন নামাজি হতে পারবে না , নামাজিরা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে পারেনা এরা দাড়ি টুপিআলা লোক এরা অব্শই রাজাকারের গুষ্টির লোক বা রাজাকার।
তাইতো আমি বলি ধুতি আলাদের শিখানো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে নাস্তিক হওয়ার চেয়ে রাজাকার পরিচয়ে ঈমান নিয়ে বেচে থাকাই ভাল। আমার ঈমানের ক্ষতি হয় যেখানে সেখানে আমার কোন চেতনা লাগবে না।
ব্যাক্তিগত মতামত
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর যাদের চেতনা ছিল না সে সময় ( মানে অবচেতন ছিল) তারা যুদ্ধ করে গেছে মাসের পর মাস এবং এক সময়ে দেশ সত্যিই স্বাধীন করে ফেলেছিল।
যারা যুদ্ধ করেছিল তাদের চেয়ে যারা পালিয়েছিল তারাই ছিল আসল চেতনার অধিকারী ।
সবাই যদি উনাদের মত পালিয়ে/বসে থাকার চেতনাধারী হত তাহলে বাংলাদেশকে ইহজনমে স্বাধীন হওয়া লাগতো না।
আরো লাগলে বলবেন.. অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন