আওয়ামী মন্ত্রীদের কিছু অমৃত বানী-আপনি কি হাসবেন না কি কাদবেন না কি আ..........বলবেন ??
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ জুলাই, ২০১৫, ০১:৩৫:১৬ রাত
- শেখ হাসিনা
১।"আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন"
২।"আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে?”
৩।"আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়..."
৪।চোর-বাটপারদের সঙ্গে কিসের বৈঠক?(আমেরিকায় বিরোধী দলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়ে।)
৫। "আ. লীগ ছাড়া বাকিরা শুধু লুট করে" "আওয়ামী লীগ এলে দেশের মানুষ কিছু পায়, বাকিরা লুটে নেয়, পাচার করে।"
৬।"দেশের মানুষ এখন ৪ বেলা খাচ্ছে।"
৭।সরকারের উচিৎ মাঝে মাঝেই কারেন্ট বন্দ্ব রাখা, তাহলেই জনগন বুঝবে আমরা কি করেছি
৮।দেশে এখন কোন বিদ্যু_ ঘাটতি নেই। মানুষের যাতে মনে থাকে যে আগে লোডশেডিং ছিল সেজন্য আমি ইচ্ছে করে লোডশেডিং করার নির্দেশ দিয়েছি
৯।কঠোর কিভাবে হতে হয় তা আমাদের জানা আছে। (বুয়েটের শিক্ষার্থীদের উদ্দেশ্যে)
১০।তত্ত্বাবধায়ক ফিরে আনার চেষ্টা করলে কোন নির্বাচনই হবে না
আবুল মাল আব্দুল মুহিত
১।"শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি..।
২।"একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে”
৩।"বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্দ করা উচিত"।
৪। সপ্তাহে একদিন কম বাজারে যাবেন-
৫। সব রাবিশ...............
৬।জিনিস-পত্রের দাম বাড়লেও সমস্যা নেই, মানুষের ক্রয় খমতা বেড়েছে-----
-ফারুক খান।
১।"আপনারা কম খান কোন সমস্যা থাকবেনা”
২।"পেঁয়াজ না খেলে কি হয়?”
আবুল হোসেন
১।"সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই'' -
মতিয়া চৌধুরি
১।“জিয়া মুক্তিযুদ্ধ করলেও মন থেকে করেন নি”-
২।"সারাদিন মেকাপ নিয়ে ব্যস্ত থাকলে দিন বদল দেখবে কেমনে?" খালেদা জিয়াকে উদ্দেশ্য করে
৩।শুধু আওয়ামিলীগের কর্মিরাই রাসুলের উম্মত-
স্বরাষ্ট্র পতিমন্ত্রী টুকু।
১।"আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশে শান্তি থাকে। আর এখন কৃষক কে আর সার খুজতে হয়না, সার ই কৃষক কে খুজে"
২।"বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন"
৩। "ইসলাম ধর্ম নিরাপদ ছিল বঙ্গবন্ধুর কাছে; আর এখন নিরাপদ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে; আর কারও কাছে ইসলাম ধর্ম নিরাপদ নয়।"
১।"শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করেননি কোনোদিনও"-পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি।
১।"আমার নেত্রী জীবনে কখনো কোনদিন মিথ্যা কথা বলেননি"- জিল্লুর রহমান।
১।"দেশের পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভালো”- সাহারা খাতুন।
১।রবীন্দ্রনাথ ঠাকুর বাবা-মার ৯ম সন্তান, আমি ও বাবা-মার ৯ম সন্তান- স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মুজিবুল হক ফকির
২।রবীন্দ্রনাথ ঠাকুর বাবা-মার ৯ম সন্তান, আমিো বাবা-মার ৯ম সন্তান- স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মুজিবুল হক ফকির
১। প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভারো ফাইভ পাস- নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান
২।গরু-ছাগলের ছবি চিনলেই লাইলেন্স দেয়া যায়- নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান
১।বিএনপির কর্মীরা রানা প্লাজা ধাক্কা দিয়েছে বলেই রানা প্লাজা ধ্বসে পড়েছে.... স্বরাস্ট্রমন্ত্রী মখা আলমগীর
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও ধন্যবাদ
বাড়ি যাওয়ার আগে ঘরে তালা মেরে যানঃ বিশ্ব সুন্দরী সাহারা
গঞ্জে চলে মা দূর্গা এসেছিল বলে এবার ফসল ভাল হয়েছেঃ শ্রী হাসিনা
আপনার এই পয়েন্টগুলো মিস আছে।
বি,এন,পি জামায়াতের লোকেরা পিলার ধরে নাড়ানাড়ি করেছিল বলে রানা প্লাজা ধসে পড়েছেঃজাতীয় পাগল মখা
চাটুকার কাহাকে বলে তাহা ওদের অবৈধ মন্ত্রীরা দেখিয়ে দিয়েছে
ধন্যবাদ
২. এটাও সঠিক কারণ , আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশবাসীর জন্য কিছু না কিছু করে । এখন কি ২০০১-২০০৬ এর মত ঘন ঘন লোডশেডিং হয় ?
৩. উনি সম্ভবত গতকালই এলজিআরডির দায়িত্ব নিয়েছেন । নিজামী যদি পারে তাহলে উনার আরও ভাল করে পারার কথা ।
৪.তারেক ও তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বিএনপিতেই শোরগোল বেশী , ইফতার পার্টিতে খালেদাকে এ নিয়ে কথাও শুনতে হয়েছে ।
৫. এটা জনগন ভাল করে বুঝে বলেই ২০০৮ এর নির্বাচনে ৮৭% আসন উপহার দিয়েছে এবং ২০০৯-২০১৩ এর পারফরম্যান্সের কারণে চেয়েছে যে কোন ভোট না হোক , আওয়ামী লীগ আরও এক টার্ম বিনা বাধায় থাকুক । তবে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন তো দিতেই হয় ।
৬. এটা মিথ্যা আমিও স্বীকার করি । কারণ কোন কোন মানুষ এর চেয়ে বেশী বেলাও খায় । সকালে , বেলা ১১ টায় , দুপুরে , বিকালে , সন্ধ্যায় ও রাতেও অনেক মানুষ খাওয়া দাওয়া করে।
৭ ও ৮.কিছু কিছু অকৃতজ্ঞদের জন্য এটা করা উচিত বৈকি ।
৯. পড়াশুনা না করে টাল্ডি বাল্ডি করলে বাবা মাও সন্তানদের এসব কথা বলেন । বুয়েটের পোলাপানরা MUM এর বোতলে রক্ত ভরে একটা অভিনব প্রতিবাদ (অভিনয়)করার কাহিনী করতে চেয়েছিল । হালে পানি পায় নি । এসব রক্ত যদি পাশের ঢাকা মেডিকেলে দিত তাহলে বেশ অনেকগুলো রোগীর উপকার হত । ভালো লাগলো
আর বিভিন্ন বাহানায় বুয়েটের পোলাপানরা ক্লাস বন্ধ করতে ওস্তাদ । বিশ্বকাপ ফুটবল দেখার জন্য সেখানে তাদের ক্লাস কিছু একটা কাহিনী বাঁধিয়ে বন্ধ করে যেটা বিশ্বকাপ যে দেশে হয় সে দেশও করে না ।
হাসিনা কি বুয়েটের পোলাপানদের এসব ধারাবাহিকতা জানেন না? উচিত কথাই বলেছিলেন উনি।
১০. ফিরিয়ে আনবে কে ? কিভাবে ? সেটার ব্রুট মেজরিটি কি কারও আছে আওয়ামী লীগ ছাড়া ? জনগনই তো তাদেরকে সেটা দিয়ে দিয়েছে সেই ২৯.১২.২০০৮ এ।
আর একটা কথা মুন এবং কেরিকে ইগনোর করার অর্থ তো দেশে সচেতন লোকেরা বুঝবে অন্ধ বিশ্বাস লোকেরা বুঝবে না। এই ইগনোরের কারনে দেশের যে কত সম্মান ক্ষুন্ন হয়েছে সেটা শেখ হাসিনা বুঝবে না কারন তার তো দেশের জনগনের সাথে কোন সম্পর্ক নাই । কারোর ভোটে উনি নির্বাচিত হয়নি সুতারাং মনে রাখতে হবে বেশি চাটুকাররা এবার হয়তো বেশি ........ভোগ করা লাগবে
মন্তব্য করতে লগইন করুন