মাননীয় এ্যাডমিন আমার ১টা পোষ্ট ডিলেট করেছেন হাসিনার বিরুদ্ধে লিখার অপরাধে-অপি বাইদানের লেখাটা যে ডিলেট করলেন না ????
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ জুলাই, ২০১৫, ০২:৩৯:৪৫ দুপুর
আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় ব্লগ মনিটর বিডি ডট নেট সত্যের পক্ষে কথা বলার বড় একটা মাধ্যম। এখানে অনেক সিমাবদ্ধতার ভিতর দিয়ে চড়াই উতরাই পেরোনো লাগছে । তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে স্বাধিনতা দিচ্ছেন আমারা ব্লগাররা বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করছি। বিডিটুডেকে মোবারক বাদ।
কিন্তু কথা হলো এ্যাডমিন সাহেব গতকাল আমার একটা ব্লগ ডিলেট করেছেন যেটা তথ্থ বহুল আমার ফাসি চাই বইয়ের রেফারেন্স ছিল । তারপরেও যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে কথাগুলো , তাইতো ডিলেট করতেই হবে।
আজকে একজন অপি বাইদানের লেখা দেখুন :-আল্যার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এই লেখার ভিতর কিভাবে পরোক্ষভাবে আল্লাহকে অপমান করা হয়েছে ! আমি ব্লগার হিসেবে অনুরোধ করব অপিবাইদারেন লেখাটা ডিলেট করুন ।
শেখ হাসিনার থেকে আমার আল্লাহর ইজ্জত কম না ।
এই নাস্তিককে এখনই জুতা মেরে বের করে দেন
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জননেত্রী শেখ হাসিনার ব্যাপারে উল্টা-সিধা লিখা আপনার অভ্যাসে পরিনত হয়েছে । এসব লেখা ব্লগের উপর খড়গ নামিয়ে আনে।
আর কত ব্যান সহ্য করবে মডুরা আপনাদের মত মাথানষ্ট ব্লগারদের পোস্টের কারণে ?
আমরা যারা সত্যের পক্ষে কথা বলি তাদের কলমের সামনে জেল জুলুম তাইতো এ্যাডমিন ........... পট পরিবর্তনের অপেক্ষায় থাকলাম তখন সত্য কিন্তু আর লুকানো যাবে না
০
আর একটা কথা যেই হিটলারটা দেশের ১৭ কোটি লোকের অধিকার হরন করল ভোট ছাড়া নির্বাচন করলো সে ভাল ?????????? যদি এই লেডি হিটলারকে কেউ ভাল বলে তবে বুঝতো তার নজরে বাংলাদেশে আর কোন খারাপ লোক নাই
ধর্মের অবমাননাকর পোস্ট মুছে দেয়া অবশ্যই সম্পাদকের দায়িত্ব।
মন্তব্য করতে লগইন করুন