গাফফার চৌধুরী শেখ রেহানাকে জড়িয়ে ধরার অপরাধে বেগম মজিব ও শেখ কামাল জুতা দিয়ে পিটে তওবা পড়াইয়াছিল

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ জুলাই, ২০১৫, ০৬:৫৫:৪৪ সন্ধ্যা

বঙ্গবন্ধুর ফোন পেয়ে ধানমন্ডির ৩২নং বাড়িতে ছুটে যাই। গিয়ে দেখি বেগম মুজিব ও শেখ কামাল জুতা দিয়ে আবদুল গাফফার চৌধুরীকে বেধড়ক পেটাচ্ছিলেন।

কথা গুলি লিখেছেন:-

(চরম পত্র ও অস্ত্রহীন এক বীর “ এম আর আক্তার মুকুল”. 'স্বাধীনতা – মুক্তিযুদ্ধ – স্বাধীনবাংলা বেতারকেন্দ্র' একই সুতায় গাথা।স্বাধীনতা যুদ্ধ যারা দেখেছেন,তাদের পক্ষে এম আর আখতার মুকুলের অবদানের কথা ভুলে যাওয়া কোন ভাবে ই সহজ নয়। 'স্বাধীনবাংলা বেতারকেন্দ্র' এর রঙ্গ ব্যাঙ্গাত্মক প্রচার “চরমপত্র” বাঙ্গালী মনোবল চাঙ্গা করেছিলেন এই যুবকটি)

পেছনে শেখ মুজিব দাঁড়িয়ে ছিলেন।

জানতে চাইলাম, শেখ কামাল তাকে এতো পেটাচ্ছে কেন? সে তো মারা যাবে! বঙ্গবন্ধু বললেন, বদমাশটা রেহানাকে একা পেয়ে জড়িয়ে ধরেছে..............। পরে আবদুল গাফফার দীর্ঘ সময় বঙ্গবন্ধু ও বেগম মুজিবের পা ধরে পড়ে থাকে।

আমি সুপারিশ করায় বঙ্গবন্ধু তাকে নিয়ে চলে যেতে বলে।

সেদিন সে মদপ্য ছিল বলে বঙ্গবন্ধু তাকে ক্ষমা করে।

এর কিছুদিন পর গাফফার লন্ডন চলে যান এবং বঙ্গবন্ধুর জীবদ্বশায় আর দেশে ফেরেননি।

• প্রথম সরকারের ইতিকথা

-এম আর আক্তার মুকুল। [পৃষ্টা ১১৫]

বিষয়: বিবিধ

৪২৭৪৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328873
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : লোকটা তাই আজও হাসিনা, রেহানার পায়ে মাথা ঠেকিয়েই পড়ে আছে যদিও দূরে থাকে৷
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
271139
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আওয়ামিলীগ যেই গুলি আছে এদের আত্মমর্যাদা নাই। যদি তাই থাকতো এবং নিজের অতিত অপরাধের কথা মনে হতো তবে নিজে সংশোধন হতো এবং এদের থেকে দুরে থাকতো
328877
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইতিহাস এখন টাকার পরিহাস
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
271144
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
328887
০৬ জুলাই ২০১৫ রাত ০৮:২১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ঘটনা কি হাচা নি? এতদিন বাহির হয় নাই কেনো?
০৬ জুলাই ২০১৫ রাত ০৮:২৫
271147
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : রেফারেন্জ দিলাম
সত্য বিধায় লেখক একজন আওয়ামিলীগার হয়েও সত্য পরিস্কার করেছেন
প্রথম সরকারের ইতিকথা
-এম আর আক্তার মুকুল। [পৃষ্টা ১১৫]
328893
০৬ জুলাই ২০১৫ রাত ০৯:৫৫
বাকপ্রবাস লিখেছেন : জড়িয়ে ধরার অনুভুতিটা জানার দরকার
০৬ জুলাই ২০১৫ রাত ১০:৩০
271154
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সেই অনুভুতিটা ঐ গাধা মার্কা নাস্তিকটাই ভাল বলতে পারবে
328894
০৬ জুলাই ২০১৫ রাত ১০:০৩
দ্য স্লেভ লিখেছেন : একজন বলছিলো-মানির মান রাখে ভগবান,
জুতা দিয়ে পিটাইলেও যায় না...
০৬ জুলাই ২০১৫ রাত ১০:৩২
271155
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাইতো আবারও সেই নাস্তিকের দলে ভিড়েছে। ওদেরতো মানই নাই তা আবার অপমান হওয়ার তো কোন প্রশ্নই ওঠেনা
328906
০৬ জুলাই ২০১৫ রাত ১১:২৪
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভালো লাগলো
০৭ জুলাই ২০১৫ রাত ১২:০৫
271164
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
Good Luck
328963
০৭ জুলাই ২০১৫ সকাল ১১:৪৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মুরতাদটা এখনও শিক্ষা হলো না! তাহলে তো চরমপত্রটা একটু কিনে খুলে দেথতে হয়-মুন্সী ভাই কি বলেন?
অনেক ধন্যবাদ..
০৭ জুলাই ২০১৫ দুপুর ০১:৫৭
271220
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মানির মান কি জুতা দিয়ে পিটলেও যায়রে ভাই
ওদের বড় পরিচয় আওয়ামিলীগ করে
328966
০৭ জুলাই ২০১৫ দুপুর ১২:২৪
হতভাগা লিখেছেন : ভাষা আন্দোলনের গান লিখেছে বিধায় সে সব সময় লাই পেয়ে যায় ।

না হলে সে সময়ে শেখ কামালের হাতে জুতার বদলে চাপাতি ওঠাই ছিল স্বাভাবিক।
০৭ জুলাই ২০১৫ দুপুর ০২:০২
271221
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
328985
০৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:১৬
জিনাত লিখেছেন : ভাষা আন্দোলনের গান কিন্তু এই শয়তানের নয়। একটা লেখা পড়েছিলাম এ নিয়ে But এই মূহুর্তে সেই রেফারেন্সটা দিতে পারলাম না।
০৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৬
271232
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File