১৫ই আগষ্ট ছিল জাতীয় মুক্তির দিন- এ্যাডমিন সাহেব আমার লেখাটা ডিলেট করবেন না প্লিজ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ জুলাই, ২০১৫, ০১:১৭:৩২ রাত

১৯৭৫ সালের ১৫ই আগষ্টের বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল।

আজ আর একথা বলার অপেক্ষা রাখে না যে, ৩০বছর আগে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত, যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকত, যদি বেঁচে থাকার মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকত, যদি অন্যায়-অত্যাচার, হত্যা-নির্যাতন না হত, যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকত তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাত পাওয়ার জন্য ’৭৫ এর ১৫ই আগষ্ট বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন হত না।

১৬ই আগষ্ট ১৯৭৫ দৈনিক ইত্তেফাকে ‘ঐতিহাসিক নবযাত্রা’ নামে সম্পাদকীয়ের অংশবিশেষ পাঠকদের জন্য তুলে ধরছি:- “দেশ ও জাতির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণে ১৫ই আগষ্ট শুক্রবার প্রত্যুষে প্রবীণ জননায়ক খন্দোকার মোশতাক আহমদের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের সর্বময় ক্ষমতা গ্রহণ করিয়াছেন। পূর্ববর্তী সরকার ক্ষমতাচ্যুত হইয়াছেন এবং এক ভাবগম্ভীর অথচ অনাড়ম্ভর অনুষ্ঠানে খন্দোকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন।

ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে আমরা একদিন যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেখানে আমাদের আশা ও স্বপ্ন ছিল অপরিমেয়। কিন্তু বিগত সাড়ে তিন বছরেরও উর্ধ্বকালে দেশবাসী বাস্তব ক্ষেত্রে যাহা লাভ করিয়াছে তাহাকে এক কথায় হতাশা ও বঞ্চনা ছাড়া আর কিছুই বলা যায় না। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের সত্যিকার আশা-আকাংখা রূপায়নে খন্দোকার মোশতাক আহমদের নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনীকে সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে আগাইয়া আসিতে হইয়াছে।

বাংলাদেশের এক মহা ক্রান্তিলগ্নে জননায়ক খন্দোকার মোশতাক আহমদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করিয়াছে তাহাকে সুসংহত করিতে হইলে জনগণের প্রতি অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধভাবে আগাইয়া যাইতে হইবে।”

এখন ২০১৫ সাল আমাদের মুক্তির সময় আর কত দুর

( এ্যাডমিনের প্রতি অনুরোধ লেখা ডিলেট করবেনা ) ফখরুলরা কত বাজে কথা লিখার পরেও অনেকে আপনাদের দৃষ্টি আকর্ষন করলেও শোনে না তাই বলছি আমার লেখাটা টিলেট করবে না

বিষয়: রাজনীতি

১৬৯১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328672
০৫ জুলাই ২০১৫ রাত ০২:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো , ধন্যবাদ ।
০৫ জুলাই ২০১৫ সকাল ১০:৪৭
270897
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
328679
০৫ জুলাই ২০১৫ রাত ০৩:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
তবে ব্লগ এর নিরাপত্তার জন্য কিছু হয়তো বা করতে হতে পারে।
০৫ জুলাই ২০১৫ সকাল ১০:৪৮
270899
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক আছে আপনার কথা । সেটা বিবেচনায় নিয়েই অপারেশন শুরু করেছি
328696
০৫ জুলাই ২০১৫ সকাল ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : চক্ষু বন্ধ করলে আজও সে দৃশ্য দেখতে পাই৷ আবারও আমরা একটা মুক্তির অপেক্ষায় আছি৷
০৫ জুলাই ২০১৫ সকাল ১০:৪৭
270898
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অন্ধকারের পরেই আলো
তাই আমরা প্রতিক্ষায় আছি
328702
০৫ জুলাই ২০১৫ সকাল ১১:১৪
আবু জান্নাত লিখেছেন : মানুষের যে মুক্তির আশায় ১৫ আগস্ট ঘটেছিল, সে কাঙ্খিত মুক্তি এখনো অর্জন হয় নাই।
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:৩২
270928
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পদে পদে বাধা ছিল তাই সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে দরজায় তালা দিয়ে দিয়েছে যাতে স্বাধীনতার কথা গনতন্ত্রের কথা কেউ না বলতে পারে
328719
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:২৩
হতভাগা লিখেছেন : পোস্ট রিপোর্টেড ।

পোস্ট সহ ব্লগারকেও ডিলিট করার আহবান জানাচ্ছি মডারেটরদের, ব্লগের বৃহত্তর স্বার্থেই।
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:৩০
270927
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : শরীরের কি আচড় লাগছে ?
আমার নবীকে গালমন্দ করা,আল্লাহকে গালমন্দ করা ফখরুল ইসলাম , নিলান্জনারা যখন সচলভাবে কমেন্ট করতে এবং ব্লগ লিখতে থাকে তখন তো আপনারা কিছু বলেন না ! অর্থ কি দাড়ালো ? আপনার নেতার থেকে আমার আল্লা নবীর ইজ্জত কম !
হাইরে হতভাগা জীবনে হতভাগাই থাকলেন
328733
০৫ জুলাই ২০১৫ দুপুর ০২:০৫
মাজহারুল ইসলাম লিখেছেন : এই পোস্ট রাখবে না ব্লগ কর্তৃপক্ষ কারন এর আগে আমি এই নিয়ে একটা পোস্ট দিয়েছি তারপর কর্তৃপক্ষ তা ডিলেট করে দিয়েছে। আমার পোস্ট আরো অনেক বড় ছিল এবং তৎকালীন কিছু রেফারেন্স সহ পোস্ট করিলাম। কষ্ট পেয়েছি তখন যখন দেখলাম পোস্ট নাই কারন আমি পোস্ট আমার সংগ্রহে রাখতে মনে নাই।

তবে আপাতত এইসব পোস্ট দেওয়া থেকে একটু বিরক্ত থাকনে ব্লগের নিরাপত্তার জন্য। যেই হারে সরকার ব্লগ ব্লক করতেছে পরে দেখা যাবে সোনার বাংলাদেশ ব্লগের মত হয়ে যাবে কর্তৃপক্ষ আর নতুন সাইটে আসবে না।
০৫ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৭
270975
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
328767
০৫ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৮
মাটিরলাঠি লিখেছেন :
সে দিন দুটো বীজ ছাড়া পরেছিল, আজ তাদের থেকে কত চারা গজিয়েছে।
০৫ জুলাই ২০১৫ বিকাল ০৫:০৮
270985
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন কথা
অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File