তোমরাই সুমাইয়ার বোন- তোমাদেরকে অপমানের কারনে এই সরকার কঠিন থেকে কঠিন ঢংশের দুয়ারে যাবে ইনশাআল্লাহ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ জুলাই, ২০১৫, ০৬:৩২:৪৩ সন্ধ্যা

ফারজানার পক্ষের উকিল বলছেন- খিলগাঁও থেকে প্রদানিশিন ২৪ জন মেয়েকে আটক করেছিলো পুলিশ । তারা সেখানে রমজানের তাৎপর্য নিয়ে ধর্মীয় বৈঠক করছিলেন । এসময় পুলিশ বাড়িটি ঘেড়াও করে তাদের আটক করে । তারা এই অনুষ্ঠানটি রাস্তায় নয়, হলে নয়, ক্লাবে নয় বরং একটি ব্যাক্তিগত মালিকানাধীন বাড়িতে করছিল । শেষ পর্যন্ত কি ঘরের ভিতরও ইসলাম চর্চা নিষিদ্ধ হয়ে গেছে ?!

ফারজানা জানলো তাদেরকে জামিন দেয়া হয়নি । বিচারক ওদেরকে জেলখানায় পাঠিয়ে দিতে বলেছে । তার মানে এটা এস্টাবলিশ হয়ে গেলো যে কুরআনের তালিম নেয়া একটা অপরাধ ! ধর্মীয় আলোচনা করা বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহন করা অপরাধ ! ঠিক যেমন সুমাইয়া অপরাধ করেছিল ঈমান এনে ! ফারজানা ভাবছিলো, তাহলে উতবা, শাইবা, আবু জেহেলটা কে ?

আজ আর ফারজানার মনে কোন কষ্ট নেই । কোরআনের দাওয়াত দেয়ার অপরাধে আজ চার বছর আল্লামা সাঈদী সহ কতো নেত্রীব্রিন্দ জেলে আছেন । কতো ভাইএর রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে । কতো ভাই পঙ্গু হয়েছেন । কতো মায়ের বুক খালি করে দিয়েছে জালিমরা । শহীদ করেছে আমার ভাইদেরকে ।

প্রিজন ভ্যানের দিকে হাঁটতে হাঁটতে মুনা আপুর দিকে তাকিয়ে ফারজানা দেখলো, আপু হাসছেন । চোখাচোখি হতেই মুনা আপু বললেন – সুমাইয়ার বোন, কেমন আছো ?

ফারজানার বুকটা হঠাৎ অন্যরকম আনন্দে ভরে গেলো । কান্নার ঢেউ আসলো । সত্যিই কি আমরা সুমাইয়ার বোন হবার সৌভাগ্য অর্জন করতে পেরেছি ? ক’জনের সেই সৌভাগ্য হয় ?

কাপড় চোপড়ের একটা ব্যাগ হাতে আব্বা দাঁড়িয়ে আছেন শুকনো মুখে । ফারজানা আব্বার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল, আব্বা কান্না লুকানোর চেস্টা করতে ড়ও রতে বলছেন চিন্তা করিস না মা, আমি আমি ......... প্রিজন ভ্যান ছেড়ে দিল ।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328603
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
শেখের পোলা লিখেছেন : আবু জেহেল আবু লাহাব উৎবা আবারও জন্ম নিয়েছে৷ আর এটাই তাদের স্বাীনতার চেতনা৷ বাঙ্গালী মুসলীম তোমাদের বোঝা উচিৎ ছিল চিলের পিছে দৌড়বার আগে৷ আপনাকে ধন্যবাদ৷
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
270832
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : স্বাধীনতার চেতনার অর্র্থ কি ইসলামকে ধংশ করা ? কৈ বুদ্ধদেরকে তো কিছু বলতেছে না খৃষ্টানদেরকে, হিন্দুদেরকে? চেতনা মানে ইসলামের ক্ষতি করা
328651
০৪ জুলাই ২০১৫ রাত ১১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে তো ইসলাম চর্চাই অপরাধ।
০৫ জুলাই ২০১৫ রাত ১২:০৯
270869
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বললে বলবে সন্ত্রাসী
কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শেখের বেটিরে আল্লার সরাসরি মদদ অথবা বন্দুকের নল এর বাইরে তাকে ক্ষমতা থেকে নামানো অনেক কঠিন হবে
328707
০৫ জুলাই ২০১৫ সকাল ১১:৪৯
ইসলামী দুনিয়া লিখেছেন : তোমরা কুফফারদের আপন হতে পারবে না, যতক্ষণ না তোমরা পুরোপুরি তাদের অনুসরন কর। আল কোরআন।
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৩
270929
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাইতো আমরা কুফফারদের থেকে দুরে থাকতে চাই
328746
০৫ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৮
হতভাগা লিখেছেন : ওরা যদি সেখানে নাটকের রিহার্সেল দিত বা ক্যাটওয়াক জাতীয় কিছু করতো তাহলে গ্রেফতার তো হতই না বরং পুলিশের কর্তাবাবুরাও সেখানে তাসরীফ আনতেন ।

০৫ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৮
270976
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File