হিল্লা বিয়ে নিয়ে চিল্লাচিল্লি -অল্প শিক্ষিত মোল্লাদের পরামর্শে গ্যান্জামগুলি হয়ে থাকে তাতে ফায়দা লুটে নেয় নাস্তিকরা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৩ জুলাই, ২০১৫, ০২:১২:৩৮ দুপুর

ইসলামী আইন অনুযায়ী কোন স্বামী তার স্ত্রীকে চূড়ান্ত ভাবে ৩ তালাক দিয়ে দিলে সেই স্ত্রী তার স্বামীর জন্য হারাম হয়ে যায়। স্বামী চাইলেও সেই স্ত্রীকে আবার নিজের কাছে ফিরিয়ে নেয়া ইসলামী আইনে সম্ভব হয় না।



এই মহিলাটির যদি স্বাভাবিক ভাবে আস্থা, ভালবাসা ও আজীবন বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগ্রহে অন্য এক পুরুষের সাথে ২য় বিয়ে হয়, এবং পরবর্তীতে সেই স্বামীর মৃত্যু বা তার কাছ থেকে সংগত কোন কারণে ঐ মহিলা তালাক প্রাপ্তা হয়ে যান বা পরবর্তীতে ২য় স্বামীর সাথে বনিবনা না হলে তার কাছ থেকে খুলা নেন। এরপর ইদ্দত কাল অতিবাহিত হবার পর পূর্বতন স্বামী-স্ত্রী নতুন ভাবে বিয়েতে আবদ্ধ হতে ইসলামী আইনে কোন বাঁধা থাকেনা।

কিন্তু বড়ই দুঃখের বিষয় এক শ্রেণীর মূর্খ ও বক ধার্মিক লোকেরা, শিক্ষিত ও ব্যক্তিত্বশালী আলেমদের কাছে না গিয়ে অল্প শিক্ষিত মোল্লাদের পরামর্শে তালাক প্রাপ্তা মহিলাকে তার পূর্বতন স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া বা হালাল করে দেয়ার জন্য হিল্লা বিয়ের আয়োজন করে এবং এইটিকে ইসলামের বিধান বলে চালিয়ে দেয়। যার ফলে বিতর্কিত এবং কলুষিত হচ্ছে ইসলামের সুন্দর বিধান ও মহান আদর্শ। আর ইসলামের শত্রুরা এটাকে তাদের মোক্ষম হাতিয়ার হিসেবে পেয়ে, কুরআন ও ইসলামের কুৎসা রটনার ক্ষেত্রে তাদের কোন প্রচেষ্টার ত্রুটি রাখছে না।

বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328438
০৩ জুলাই ২০১৫ দুপুর ০২:১৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এটা নিয়ে লিখতে চাইলে আপনার জন্য পরামর্শ থাকবে আলেমদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন। কনসেপ্ট সম্পূর্ণ পরিষ্কার না করে লিখতে গেলে হিতে বিপরীত কান্ড বাঁধিয়ে বসবেন। আর আমাদের সমাজে সব হাস্যকর কান্ডকারখানা ইসলামের নামে চালানো হয় এটাই আসল ব্যাপার। হিল্লা বিয়ে মুতা বিয়ের সমর্থক যা ছিল আরব মুশরিকদের ধর্মীয় কালচার যা ইসলাম ৭ম হিজরীতে নিষিদ্ধ করে এবং মুতা বিবাহকারী ব্যক্তিকে নিকৃষ্ট বলে রায় দেয়। আর ৩ তালাকের ব্যাপারটাও হাস্যকর। একসাথে ৩ তালাক যা ইসলামের সাথেই সাংঘর্ষিক।
328442
০৩ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ধন্যবাদ
যদি পাঠকদের কোন প্রশ্ন আসে উত্তরটা অবশ্ব্যই সেই ভাবে দিতে চেষ্টা করব বা অভিজ্ঞজন থেকে জেনে নিব
328447
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল একটি বিষয়ে দৃষ্টি আকর্ষন করেছেন।
০৩ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৮
270705
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
328453
০৩ জুলাই ২০১৫ বিকাল ০৪:৩৬
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : আমারা দুনিয়ার সব কিছুতেই এক্সপার্ট খুজি কিন্তু ধর্মীয় বিষয়ে সস্তা খুজি যেমন ইমাম নিয়োগ করতে গেলে খুজি কত সস্তায় ইমাম নেয়া যাবে,বাচ্চাদের কুরআন পড়ানোর জন্য খুজি কত সস্তায় হুজুর নেয়া যায়। ফতোয়াার জন্য খুজি সস্তায় মনমতো ফতোয়া কোন হুজুরের কাছ থেকে নেয়া যাবে। আমাদের এই মানসিকতা দুর না হলে সমস্যারও সমাধান হবেনা।
০৩ জুলাই ২০১৫ বিকাল ০৫:১১
270704
স্বপ্নচারী মাঝি লিখেছেন : ভালো লাগলো
০৩ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৯
270706
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
জাযাকাল্লাহ
০৩ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪১
270707
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
জাযাকাল্লাহ
328457
০৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
শেখের পোলা লিখেছেন : যে ইমামদের প্রশিক্ষনে খ্যামটা নাচ দেখানো হয় সেই দেশে আর সেই ইমামরা এমন ফতোয়াই দেবে৷ এখানে সব থেকে বেশী পপ্রতিবাদ বড় বড় আলেমদের কাছ থেকেই আসা উচিৎ৷ কিন্ত তেনারাও চাকরী হারাবার ভয়ে নীরব থাকেন৷ মূলতঃ অন্যায়কে প্রশ্রয় দেন৷ আর যদি ইসলামী সরকার হত তবেই এমনটি দূর হত৷ আপনাকে ধন্যবাদ৷
০৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
270719
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার মুল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ
আপনার বক্তব্যের সাথে সম্পুর্ন একমত
328458
০৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
আবু জারীর লিখেছেন : আমার দৃষ্টিতে তালাকই সঠিক পদ্ধতিতে হয়না তাই হিল্লা নিয়ে চিল্লা চিল্লি হয়।

তালাক দেয়ার পদ্ধতি তিন ত হু রে তিন তালাক।

যদি তিন তহুরে তিন তালাকের পদ্ধতি অনুস্মরণ করা হত তাহলে অনেক পরিবারই তালাকের মত অপছন্দনীয় হালাল কাজের হাত থেকে বেচে যেত।

মাথা গরম করে ফটাফট তিন তালাক দিয়ে পরে হিল্লার ফতোয়া খোজে।

একই সাথে তিন তালাক দেয়াকে অনেকে এক তালাক হিসেবে কাউন্ট করার পক্ষে মত দিয়েছেন বলে শুনেছি। যদি সেই ফতোয়া গ্রহণ যোগ্য হয় তাহলেতো হিল্লারই প্রয়োজন হয়না।

তাছাড়া যারা তালাক দিল বা তালাক প্রপ্তা হল তারা মুসলমান কিনা সেই বিষয়ে আগে খোজ নিয়ে দেখা দরকার।

যদি মুসলিম নামধারী অমুসলিম হয়, ধর্মহীন সেকুলার আর নষ্ট বাম হয়ে থাকে তাহলেওতো তালাক বা হিল্লার প্রয়োজন পড়েনা। কারন ওদের জন্যতো ইসলামী আইন প্রযোজ্যই নয়।
ধন্যবাদ।
০৩ জুলাই ২০১৫ রাত ১০:৩৯
270734
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খলিফা উমর (রাঃ)এর আমলের পাঁচ শত বছর পর মুসলিম জাহানে কয়েক জন উদারপন্থী ইসলামি চিন্তাবিদের আবির্ভাব হয় তাদের মধ্যে প্রখ্যাত মুসলিম বিজ্ঞানী ইবনে রুশদ(রঃ) (৬) (১১২৬-১১৯৮) ছিলেন। তিনি হাদিস, কিতাব আর ইতিহাস বিশ্লেষণ করে মুসলিম বিশ্বকে নতুন করে মনে করিয়ে দেন যে -সর্বক্ষেত্রে এক সাথে তিন তালাক বলে ফেললে তালাক বৈধ হয়ে যায় না। তালাক দেয়ার সময় তালাক দানকারীর নিয়তকে বিবেচনায় রেখে বুঝতে হবে কোনটি তালাক হিসাবে গৃহীত আর কোনটি গৃহীত নয়। ইবনে রুশদের মৃত্যুর ৬৫ বছর পর জন্ম নেয়া ইমাম ইবনে তাইমিয়া (রঃ) (৭) (১২৬৩-১৩২৮) ও উনার যোগ্য ছাত্র ইবন আল কায়িম (রঃ), তালাক সম্পর্কে বেশীরভাগ কঠোর পন্থী উলামায়ে কেরামের বিপরীতে ইবন রুশদের মতবাদকে দুনিয়া ব্যাপী ছড়িয়ে দেন।
328468
০৩ জুলাই ২০১৫ রাত ০৮:৫০
এলিট লিখেছেন : কথাটা আসলে হিল্লা নয়, হালালা। এটা আসলে কি এবং আমাদের সমাজে এর অপব্যাবহার জানতে - এখানে দেখুন
০৩ জুলাই ২০১৫ রাত ১০:৪০
270735
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File