হিল্লা বিয়ে নিয়ে চিল্লাচিল্লি -অল্প শিক্ষিত মোল্লাদের পরামর্শে গ্যান্জামগুলি হয়ে থাকে তাতে ফায়দা লুটে নেয় নাস্তিকরা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৩ জুলাই, ২০১৫, ০২:১২:৩৮ দুপুর
ইসলামী আইন অনুযায়ী কোন স্বামী তার স্ত্রীকে চূড়ান্ত ভাবে ৩ তালাক দিয়ে দিলে সেই স্ত্রী তার স্বামীর জন্য হারাম হয়ে যায়। স্বামী চাইলেও সেই স্ত্রীকে আবার নিজের কাছে ফিরিয়ে নেয়া ইসলামী আইনে সম্ভব হয় না।
এই মহিলাটির যদি স্বাভাবিক ভাবে আস্থা, ভালবাসা ও আজীবন বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগ্রহে অন্য এক পুরুষের সাথে ২য় বিয়ে হয়, এবং পরবর্তীতে সেই স্বামীর মৃত্যু বা তার কাছ থেকে সংগত কোন কারণে ঐ মহিলা তালাক প্রাপ্তা হয়ে যান বা পরবর্তীতে ২য় স্বামীর সাথে বনিবনা না হলে তার কাছ থেকে খুলা নেন। এরপর ইদ্দত কাল অতিবাহিত হবার পর পূর্বতন স্বামী-স্ত্রী নতুন ভাবে বিয়েতে আবদ্ধ হতে ইসলামী আইনে কোন বাঁধা থাকেনা।
কিন্তু বড়ই দুঃখের বিষয় এক শ্রেণীর মূর্খ ও বক ধার্মিক লোকেরা, শিক্ষিত ও ব্যক্তিত্বশালী আলেমদের কাছে না গিয়ে অল্প শিক্ষিত মোল্লাদের পরামর্শে তালাক প্রাপ্তা মহিলাকে তার পূর্বতন স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া বা হালাল করে দেয়ার জন্য হিল্লা বিয়ের আয়োজন করে এবং এইটিকে ইসলামের বিধান বলে চালিয়ে দেয়। যার ফলে বিতর্কিত এবং কলুষিত হচ্ছে ইসলামের সুন্দর বিধান ও মহান আদর্শ। আর ইসলামের শত্রুরা এটাকে তাদের মোক্ষম হাতিয়ার হিসেবে পেয়ে, কুরআন ও ইসলামের কুৎসা রটনার ক্ষেত্রে তাদের কোন প্রচেষ্টার ত্রুটি রাখছে না।
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি পাঠকদের কোন প্রশ্ন আসে উত্তরটা অবশ্ব্যই সেই ভাবে দিতে চেষ্টা করব বা অভিজ্ঞজন থেকে জেনে নিব
জাযাকাল্লাহ
জাযাকাল্লাহ
আপনার বক্তব্যের সাথে সম্পুর্ন একমত
তালাক দেয়ার পদ্ধতি তিন ত হু রে তিন তালাক।
যদি তিন তহুরে তিন তালাকের পদ্ধতি অনুস্মরণ করা হত তাহলে অনেক পরিবারই তালাকের মত অপছন্দনীয় হালাল কাজের হাত থেকে বেচে যেত।
মাথা গরম করে ফটাফট তিন তালাক দিয়ে পরে হিল্লার ফতোয়া খোজে।
একই সাথে তিন তালাক দেয়াকে অনেকে এক তালাক হিসেবে কাউন্ট করার পক্ষে মত দিয়েছেন বলে শুনেছি। যদি সেই ফতোয়া গ্রহণ যোগ্য হয় তাহলেতো হিল্লারই প্রয়োজন হয়না।
তাছাড়া যারা তালাক দিল বা তালাক প্রপ্তা হল তারা মুসলমান কিনা সেই বিষয়ে আগে খোজ নিয়ে দেখা দরকার।
যদি মুসলিম নামধারী অমুসলিম হয়, ধর্মহীন সেকুলার আর নষ্ট বাম হয়ে থাকে তাহলেওতো তালাক বা হিল্লার প্রয়োজন পড়েনা। কারন ওদের জন্যতো ইসলামী আইন প্রযোজ্যই নয়।
ধন্যবাদ।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন