নবী মোহাম্মদের (স) এর মর্যাদা চেয়েও লেডি হিটলারের মর্যাদার বিধানটা আইনসিদ্ধ ও অমার্জনিয়
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ জুলাই, ২০১৫, ০৯:০৩:৫০ রাত
নবী মোহাম্মদের (স মর্যাদা কোরানে বর্নিত হয়েছে। নবীর শানে প্রতিদিন যতবার তার নাম উচ্ছারিত হয় দুনিয়াতে এমন কোন ধর্ম নাই যে তাদের অবতারের নাম এতবার পুরা জীবনেও উচ্ছারিত হয়েছে।
নবীর শানে আল্রাহ দুরুদ পড়েছে সেই নবীর ইজ্জত কত উচ্চতায় তাহা বলার অবকাশ থাকে না।
ইসলামের ভিতর প্রবেশের অর্থ নবী মোহাম্মদ (স কে নবী হিসেবে মানা । যদি কেহ নবী মানতে ব্যার্থ হয় সে আর মুসলমান থাকে না।
আর মুসলমান হতে হলে তাকে ইসলামের ৫ স্তম্ভের উপর বিশ্বাস রাখতে হবে। যদি কেহ এই বিশ্বাসের ব্যাপারে অনিহা প্রদর্শন করে তবে নির্ঘাত সে আর ইসলামের ভিতর থাকে না।
লতিফ সিদ্দিকী ইসলামকে নিয়ে , নবী মোহাম্মদ (স কে নিয়ে অশালিন মন্তব্য করার পরে লেডি হিটলারের বিধনে নির্দোস বলে প্রতিয়মান হয় তাই তাকে জামিনে মুক্তি দিতে আইন আদালত কোন দিধা করেনি।
অথচ শেখ হাসিনা কোন উচু দরের নেতা নয় । সে হলো অবৈধ সরকারের প্রধানমন্ত্রী । এই ভাবে পদ গ্রহন করতে কোন যোগ্যতার দরকার হয় না ।
এই লেডিকে কে কোথায় প্রত্যান্ত এলাকাতে ফেচবুকে গালিগালাজ করলো আর তাকে তত্থপ্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করে জেলে ঢুকানো হচ্ছে। ব্যাপারটা কি বুঝলেন !! মিয়াভাইরা.........
নবীর চেয়ে ইজ্জত সম্মান যেন লেডি হিটলারের বেশী তাই না ! !
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন