দিলিপ বড়ুয়ার তেলেসমাতি কারবার- ভাড়া বাড়ীতে থাকা লোকটি বর্তমানে কয়েকটি ফ্লাটের মালিক :
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ জুন, ২০১৫, ০২:৩২:৩৮ দুপুর
দিলিপ বড়ুয়ার তেলেসমাতি কারবার। যেই লোকটি ভাড়া বাড়ীতে থাকার সময়ও বাড়ীর ভাড়া বাকী থাকতো। দলের পলিট বুরোর সদস্য হওয়ার কারনে অন্য সদস্যরা সেটার মিমাংসা করে দিত।
সেই লোকটি
তিনবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ।
কিন্তু প্রতিবারই তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। শুধু বাজেয়াপ্তই নয় তার প্রাপ্ত ভোটের সংখ্যা কখনোই ৪০০র কোটায় ঘেষতে পারেনি।
২০০৯ সালে টেকনোক্রেট কোটায় মহাজোট সরকারের শিল্পমন্ত্রী হয়েই ঘুরে যায় এই বাম রাজনীতিকের ভাগ্যের চাকা।
তিনি রাজধানীতে একাধিক ফ্ল্যাট ও প্লটের মালিক।
একেবারে তেলেসমাতি ব্যাপার রে ভাই।
আর একজন মন্ত্রী পরিষদের সবচেয়ে বেয়াদব মন্ত্রী ইনু । মেম্বারের যোগ্যতা নাই এই লোকটির । মহাজোটের শরিক হওয়ার কারনে তার ভাগ্যের উন্নয়নের হিসাব বেড়েছে ।
আমরা আজও জানি না তার সম্পদের হিসাব তবে অচিরেই জানব।
রাশেদ খান মেনন তার অবস্থাও দিলিপ বড়ুয়ার মতো কিন্তু সে এখন ভোগবাদের দলের লোক।
তার অবস্থাও আমরা জানবো তবে জনবিষ্ফরনের আগে মনে হয় সেটা সম্ভব হবে না।
বিষয়: বিবিধ
৫২২৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জিবনে ১০০০ ভোট পায়নি কোনদিন।
ধন্যবাদ
দীলিপ বাবু একজন দক্ষ শিল্পী ছিলেন বিধায় এটা তাড়াতাড়ি/রাতারাতি করে নিয়েছেন।
আপনি তো ভা্লই মশকারী করতে পারেনে দেখছি ! হ্যা আপনার কথা সত্য। আওয়ামী রাজনিতির ছত্রছায়ায় যদি একবার আসা যায় তবে শিল্পকর্মে দক্ষতা অর্জন করা সহজ।
সময়ের পবিবর্তন যেমন দুই মাস পরে হয় এটা অবশ্ব তেমন না তবে এটাও হয়
পট পরিবর্তনের অপেক্ষা শুধু
যারা এই রকম কৌতুক করতে জানে যে চুরি একটা শিল্প, তাদের টিভিতে চান্ছ নেওয়ার দরকার । খামোখা বাইরে অন্যদেরকে কষ্ট না দেওয়াই ভাল
কথা গুলি আপনাকে বলিনি !!!!!!!!!!!
মন্তব্য করতে লগইন করুন