ফাসির মন্চে , রাজপথে ,আলোচনার টেবিলে অসহায়ের পাশে ,সোনারগাও হোটেলের ইফতার পার্টিতে জামায়াত-শিবির । তবে বাকীরা কোথায় ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ জুন, ২০১৫, ০৭:১২:১৯ সন্ধ্যা

সব স্থানে জামায়াত শিবিরের কথা আলোচনাতে আছেই। মনে হচ্ছে এরা সকল লোকের সামনে হিংস্র দানব আকৃতির । কিন্তু যতই জামায়াত শিবিরকে নিয়ে আলোচনা বাড়ছে তত এদের প্রচারনাটা বাড়ছে এবং সমর্থকের সংখ্যা বাড়ছে। সামনাসামনি গুলি চালাচ্ছে ,ফাসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যদন্ড কার্যকর করতেছে তারপরেও এদেরকে থামানো যাচ্ছেনা কেন ?

জামায়াত-শিবিরের অগ্রযাত্রা এবং ততপরতা দেখে অনেকে বলার শুরু করেছে

জামায়াত-শিবিরের কাছে টাকার গাছ আছে নাকি !!!

সম্প্রতি জামায়াত ইসলামীর বিলাস বহুল ইফতার মাহফিল দেখে অনেকের মনে প্রশ্ন জাগছে বিগত কয়েক বছর যাবত , ক্ষমতাসীনরা জামায়াত শিবিরের সমস্ত ব্যাবসা প্রতিষ্টান ঢংশ করল ,বন্ধ করল তার পরেও এত টাকা এদের কাছে কোথা থেকে আসলো ? এতসব আয়োজন করতে এত টাকা পায় কোথায়?

এর উতস কোথা থেকে?

কোন বিশৃঙ্খলা ছাড়ায় এত সুন্দর ভাবে কি করে এত বড় বড় ইফতার প্রোগ্রাম?

কিসের এত শক্তি?

তাদের মাঝে কিসের এত সম্প্রীতি?

কিন্তু ;;;;;;;;;;;;;;;;

আওয়ামী সরকারের সময়ে জামায়াত-শিবিরের উপরেই রাজনৈতিক ভাবে সর্বচ্চো নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে।

জেলে গেলেও জামায়াত-শিবির, রাজপথে গেলেও জামায়াত-শিবির, অসহায় মানুষের পাশেও জামায়াত-শিবির, কৃতী পরীক্ষার্থীদের বিলাস-বহুল সংবর্ধনায়ো জামায়াত-শিবির,

আসল কথা হলো সরকারীভাবে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন মিডিয়া কর্মিদেরকে ভাড়া করেছে জামায়াত শিবিরের বিরোধিতামুলক সংবাদ পরিবেশন , টকশোর আয়োজন করতে। যাতে করে তরুন প্রজন্ম এবং আধুনিক শিক্ষিত লোক জামায়াত শিবির দেখলে মুখ ফিরিয়ে নেয়।

কিন্তু বাস্তবতা উল্টা হয়ে গেছে :- তরুন প্রজন্ম জামায়াত শিবিরের সমালোচনার উতস খুজতে এসে নিজেরাই জামায়াত শিবির হয়ে যাচ্ছে।

মরিস বুকাইলির কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেকে খুঁজে পেয়েছিল, ঠিক সেই ভাবে

জামায়াত-শিবিরের উতস খুঁজে বের করতে গিয়ে নিজেরাই ধরা পড়েছে জালে।

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327947
২৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২১
শেখের পোলা লিখেছেন : এ জন্যই কোরআনকে মওএজা বলা হয়েছে৷ আর জামাত শিবির সেই কোরআনেরই অনুসারী৷ এটিই তাদের বড় অস্ত্র,সকল শক্তির উৎস৷ ধন্যবাদ
২৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
270274
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
জাযাকাল্লাহ
327977
২৯ জুন ২০১৫ রাত ১০:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য সত্যই থাকে!
২৯ জুন ২০১৫ রাত ১০:৫৫
270284
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File