রাজনিতির বেড়াজালে ক্রিকেট কি বনসাই হতে চলেছে ? ৭ বছর অপেক্ষা করল জনগন আরো কত দিন অপেক্ষা !!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৬ জুন, ২০১৫, ০১:৪৮:২৫ দুপুর

খেলাধুলাকে কোন প্রকারেই রাজনিতির সাথে মিশানো যাবে না কথাটা সব দল মুখে মুখে বললেও বাস্তবতা সম্পুর্ন উল্টা ।



আমাদের ক্রিকেট জগতকে বনসাইর মতো মনে হচ্ছে- বনসাইটা হচ্ছে টবের ভিতর একটা গাছকে খুব যত্নসহকারে লালন পালন করা। খেয়াল রাখতে হবে গাছটি যাতে কোন প্রকারে বড় হয়ে না যায় আবার এটাও খেয়াল রাখতে হবে যাতে গাছটি একেবারে মারাও না যায়।

আমাদের ক্রিকেট জগতটা মনে হচ্ছে অবৈধ প্রধান মন্ত্রী টবের ভিতর বন্ধি করে ফেলেছে। নইলে পাকিস্তান -বাংলাদেশ ক্রিকেট ম্যাচের সময় অবৈধ প্রধান মন্ত্রী রাষ্টীয় সমস্ত কাজ ফেলে দুই দুই দিন মাঠে উপস্থিত থেকেছে খেলোয়াড়দেরকে উতসাহ দিয়েছে, তাতে খেলোয়াড়রা উতসাহিত হয়ে পাকিস্থানকে বাংলাওয়াস করেছিল ।

অথচ পাকিস্থানের চেয়ে ভারত ক্রিকেট খেলার যোগ্যতাতে অগ্রসর বেশী ,তারপরও টাইগাররা পরপর দুটি খেলাতে ভারতকে শোচনীয়ভাবে হারানোর পরেও অবৈধ প্রধানমন্ত্রীর নজরে সেটা কোন উচ্ছাসের বলে মনে হয়নি । ১৭ কোটি বাংরাদেশীর কাছে অবৈধ প্রধানমন্ত্রীর আচরনটা তেমনই মনে হয়েছে।

উদাহরনটা এই ভাবেই দিয়েছেন একপত্রিকার লেখক: ছেলের সেকেন্ড ডিভিশন পাশের খবরে গলা ফাটাইয়াছে এবার ফাস্ট ডিভিশনের সময় সেই একই মায়ের নিরবতা পাড়াপড়শি সবাইকে ভাবিয়ে তুলেছে।

ঐ ভদ্রলোক আর একটা চমতকার কথা লিখেছেন এদেশের প্রায় সকল মন্দ কাজের সুচনা কোন না কোন ভাবে আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে এখনও সেটার ব্যাতিক্রম করতে পারেনি।

শেখ হাসিনার প্রথম সরকারের সময় পাকিস্থানকে হারানোতে উনি চিতকার দিয়ে বলেছিলেন ১৯৭১ সালের বদলা নিয়েছে বাঙ্গালী ।

তা-হলে প্রসঙ্গক্রমে বলতে হয় দির্ঘ ১৫ বছর যে বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরেছে মানে আমরা পাকিস্তানিদের কাছে ১৯৭১ সালে হরেছি??

ছি অবৈধ প্রধানমন্ত্রী ছি

আপনার দিন কাউন্টডাউন চলছে হয়তো আপমি আমি জানী না তবে অবস্থাদৃশ্যে মনে হচ্ছে

ডাউনটা শুন্যের দিকে ১৭ কোটি বাংলাদেশীর নজর আছে। মনে হচ্ছে আপনি অবস্থাটা জেনেছেন তাইতো ভারতের কারনাটকে নাগরিত্ব নিয়ে ফেলেছেন

বিষয়: রাজনীতি

১১৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327544
২৬ জুন ২০১৫ বিকাল ০৪:৪০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খেলাধুলাকে রাজনীতিতে এনেছেন আ'লীগ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র,আবাহনী সহ অনেক ক্লাব আছে দলীয় নামে।এই জন্যই না হলে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলও খেলত পারত। দলবাজির কারণে হচ্ছে না। আপনাকে ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য..
২৬ জুন ২০১৫ রাত ১১:০৫
269827
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
327579
২৬ জুন ২০১৫ রাত ১১:০৬
রক্তলাল লিখেছেন : আওয়ামী গুয়ের পানি দিয়া সবকিছু দুর্গন্ধযুক্ত করল এই ভারতীয় ধুতিচাটা গোলাম গুলা।

২৬ জুন ২০১৫ রাত ১১:০৯
269828
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
327640
২৭ জুন ২০১৫ দুপুর ০২:২৯
আবু আশফাক লিখেছেন : পত্রিকার লেখক হিসেবে পরিচয় না দিয়ে জনাব মিনার রশিদের নামটা বা লেখার লিংকটা ব্যবহার করতে পারতেন। তাছাড়া মিনার রশিদ টুডে ব্লগের একজন ব্লগারও বটে।
২৭ জুন ২০১৫ দুপুর ০৩:৪৮
269926
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ আবু আশরাফ সাহেব ভাল পরামর্শর জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File